সৌভিক মুখার্জী, কলকাতা: বেকারদের জন্য সুখবর। এবার BYJU’S-র তরফ থেকে বিনামূল্যে ইন্টার্নশিপের (BYJU’S Internship 2025) আয়োজন করা হয়েছে, যেখানে নিযুক্ত ইন্টার্নদের প্রতি মাসে নাকি 45,000 টাকা পর্যন্ত স্টাইপেন্ড দেওয়া হচ্ছে। হ্যাঁ, যারা কেরিয়ারের শুরুতে কিছু দক্ষতা অর্জন করে চাকরির সুযোগ খুঁজতে চান, তাদের জন্য হতে চলেছে এটি একেবারে সোনায় সোহাগা।
তবে কারা আবেদন করতে পারবেন, কী কী দায়িত্ব সামলাতে হবে, কী কী যোগ্যতা লাগবে, কীভাবে আবেদন করবেন, কোথায় ট্রেনিং হবে, কত টাকা স্টাইপেন্ড দেওয়া হবে, সমস্ত খুঁটিনাটি তথ্য পেতে হলে প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
BYJU’S আসলে কী?
এখন BYJU’S আর কোনো ছোট অ্যাপ নয়, বরং শিক্ষা জগতে বিরাট এক প্ল্যাটফর্ম। 2015 সালে শুরু হওয়া এই অ্যাপটি শুধুমাত্র স্কুলের ছাত্র-ছাত্রীদের জন্য নয়, বরং JEE থেকে শুরু করে NEET, IAS বা GMAT-র মতো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য একেবারে প্রধান ভরসা। আর এই সংস্থার তরফ থেকেই বিনামূল্যে ইন্টার্নশিপের আয়োজন করা হয়েছে।
কারা আবেদন করতে পারবে?
এই ইন্টার্নশিপে মূলত যারা অফিসে উপস্থিত থেকে ফুল টাইম সময় দিতে পারবে, তারা আবেদন করতে পারবে। পাশাপাশি 8 জুলাই থেকে 12 আগস্টের মধ্যে ট্রেনিং শুরু করতে হবে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে প্রাসঙ্গিক দক্ষতা ও আগ্রহ থাকতে হবে। এছাড়া মহিলারা যারা কর্মজীবন শুরু করতে চান, তারাও আবেদন করতে পারবেন।
কী কী দায়িত্ব সামলাতে হবে?
নিযুক্ত প্রার্থীদের কিছু দায়িত্ব সামলাতে হবে। প্রথমত, আগ্রহী ক্লায়েন্টদের সঙ্গে ফোনে যোগাযোগ এবং পরিষেবা বোঝাতে হবে। দ্বিতীয়ত, ক্লায়েন্টদের প্রয়োজন বুঝে উপযুক্ত সাবস্ক্রিপশন প্ল্যানের প্রস্তাব দিতে হবে। এমনকি ক্লায়েন্টের অনবোর্ডিং প্রক্রিয়ায় সহায়তা করতে হবে ও CRM সফটওয়্যারে সমস্ত তথ্য আপডেট করতে হবে।
ট্রেনিংয়ের স্থান ও মেয়াদ
যারা এই ট্রেনিং নেবেন, তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি, এই ইন্টার্নশিপ ট্রেনিংটি ভারতের বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হবে এবং ট্রেনটি ছয় মাসের জন্যই হবে। অর্থাৎ, ছয় মাস নিরবিচ্ছিন্ন সময় দিতে হবে।
স্টাইপেন্ড ও অন্যান্য সুযোগ-সুবিধা
এখানে নিযুক্ত প্রার্থীদের প্রতি মাসে 27,000 টাকা থেকে 45,000 টাকা পর্যন্ত স্টাইপেন্ড দেওয়া হবে বলে জানানো হয়েছে। এর পাশাপাশি ট্রেনিং শেষে সার্টিফিকেট ও সুপারিশপত্র দেওয়া হবে, যেগুলি চাকরির আবেদনের ক্ষেত্রে কাজে লাগবে।
আরও পড়ুনঃ ১৫ জুলাই থেকে Youtube থেকে আয় আরও কঠিন! ১০ বছরের পুরনো ফিচার বন্ধ করছে Google
কীভাবে আবেদন করবেন?
যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। এর জন্য আমাদের প্রতিবেদনের নীচ থেকে অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। তারপর নিজের ব্যক্তিগত তথ্য ও প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করে আবেদন সেরে নিতে হবে।
তবে হ্যাঁ, বলে রাখি এখানে 8 আগস্টের মধ্যে আবেদন করতে হবে। তারপরে আর আবেদন গ্রহণ করা হবে না। তাই অবশ্যই নির্দিষ্ট সময় সীমার মধ্যে আবেদন সেরে নেবেন।
আবেদন করুনঃ Click Here
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |