দেওয়া হচ্ছে মোটা অঙ্কের মাইনে! কেন্দ্রীয় সংস্থায় পরীক্ষা ছাড়াই প্রচুর শূন্যপদে চাকরি

Published on:

C-DAC Recruitment 2025

সৌভিক মুখার্জী, কলকাতা: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। C-DAC (Centre for Development of Advanced Computing) সংস্থার তরফ থেকে এবার প্রচুর শূন্যপদে নিয়োগের (C-DAC Recruitment 2025) বিজ্ঞপ্তি জারি হয়েছে। জানা যাচ্ছে, দেশজুড়ে বিভিন্ন সেন্টারে, বিভিন্ন পদে নিয়োগ করা হবে। আর এই পদে চাকরি পেলে মোটা অঙ্কের বেতন দেওয়া হবে। এমনকি পুরুষ-মহিলা উভয় প্রার্থীর জন্য এখানে আবেদনের সুযোগ থাকছে।

কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে, কত শূন্যপদ রয়েছে, শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, কত টাকা বেতন দেওয়া হবে, কীভাবে আবেদন করবেন, কীভাবে নিয়োগ করা হবে, সমস্ত তথ্য জানতে হলে অবশ্যই আজকের প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন। 

পদ এবং শূন্যপদের বিবরণ | C-DAC Recruitment 2025 |

অফিসিয়াল বিজ্ঞপ্তি মারফত যেমনটা জানা গিয়েছে, এখানে প্রজেক্ট ইঞ্জিনিয়ার, প্রজেক্ট ম্যানেজার, সিনিয়র প্রজেক্ট ইঞ্জিনিয়ার, নলেজ পার্টনার ইত্যাদি পদে নিয়োগ করা হবে। তবে হ্যাঁ, মোট শূন্যপদ রয়েছে 848 টি। এমনকি বিভিন্ন পদের জন্য ভিন্ন ভিন্ন শূন্যপদ রয়েছে। 

শিক্ষাগত যোগ্যতা কী লাগবে?

এই পদগুলিতে আবেদন করার জন্য চাকরিপ্রার্থীকে B.E./B.Tech, M.E./M.Tech, MCA / M.Sc (কম্পিউটার, আইটি, ইলেকট্রনিক্স, সংশ্লিষ্ট শাখা), M.Phil / PhD ডিগ্রির মধ্যে যেকোনো একটি ডিগ্রি অর্জন করতে হবে। তবে হ্যাঁ, নির্দিষ্ট ট্রেড বা ডিপার্টমেন্ট অনুযায়ী কিছু কিছু অভিজ্ঞতার প্রয়োজন হতে পারে। সেগুলি অফিসিয়াল বিজ্ঞপ্তিতে দেওয়া রয়েছে।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন

বয়স সীমা কত দরকার?

এই পদগুলিতে আবেদন করার জন্য সর্বনিম্ন বয়স চাওয়া হয়েছে 35 বছর এবং সর্বোচ্চ চাওয়া হয়েছে 56 বছর। তবে হ্যাঁ, সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের জন্য বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় দেওয়া হবে।

বেতন কাঠামো

যেমনটা জানা যাচ্ছে, প্রজেক্ট ইঞ্জিনিয়ার পদে চাকরি পেলে প্রতি বছরে 4.49 লক্ষ টাকা থেকে 7.11 লক্ষ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। তবে Senior Project Engineer / Lead / Module Lead পদে চাকরি পেলে প্রতি মাসে 8.49 লক্ষ টাকা থেকে 14 লক্ষ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। 

কীভাবে নিয়োগ করা হবে?

এখানে কোনোরকম লিখিত পরীক্ষা হবে না। প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার উপর ভিত্তি করে শর্টলিস্ট করা হবে। সেই লিস্টে যাদের নাম থাকবে, তাদেরকে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।

আরও পড়ুনঃ সামনেই লোকনাথ বাবার তিরোধান দিবস, কীভাবে করবেন পুজো? জেনে নিন দিনক্ষণ ও শুভ তিথি

আবেদন কীভাবে করবেন?

এভাবে আবেদন করার জন্য অনলাইনের সাহায্য নিতে হবে। নিম্নলিখিত ধাপগুলো অনুসরণ করে আবেদন করুন-

  • প্রথমে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে যান। 
  • এরপর “Careers” বিভাগে গিয়ে “C-DAC Project Recruitment 2025” বিভাগে যান।
  • এরপর অনলাইনে আবেদন ফর্মটি পূরণ করুন। 
  • এরপর প্রয়োজনীয় ডকুমেন্টগুলি আপলোড করুন। 
  • এরপর ফর্ম সাবমিট করে প্রিন্ট কপি ডাউনলোড করে রাখুন।

জেনে রাখা ভালো, এখানে আবেদন শুরু হয়েছে 31 মে থেকে এবং আবেদন চলবে আগামী 20 মে, 2025 তারিখ পর্যন্ত। তাই নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদন সেরে নেবেন।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥