দ্বাদশ শ্রেণি পাসেই চাকরির সুযোগ, প্রায় ৩০০ পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হাইকোর্টের

Published on:

calcutta high court recruitment 2024

ইন্ডিয়া হুড ডেস্কঃ দীর্ঘদিন ধরে যারা চাকরি করছেন তাদের জন্য রইল এবার দুর্দান্ত সুখবর। বিশেষ করে যারা কলকাতা হাইকোর্টের মতন জায়গায় চাকরি করার স্বপ্ন দেখছিলেন তাদের জন্য রয়েছে এক দুর্দান্ত চাকরির খবর, হ্যাঁ ঠিকই শুনেছেন। এবার কলকাতা হাইকোর্টের বেশ কয়েকটি পদে কর্মী নিয়োগের ঘোষণা করা হলো। ইতিমধ্যে কর্মী নিয়োগের ঘোষণা করা হয়েছে কলকাতা হাইকোর্টের তরফে। আর চাকরির বিজ্ঞপ্তি দেখে সকলেই চমকে গিয়েছেন। এখন আপনিও কি জানতে ইচ্ছুক যে কোন পদে কর্মী নিয়োগ করা হচ্ছে? কিভাবে আবেদন করবেন বা আবেদন করার শেষ তারিখ কত? তাহলে বিশদে জানতে চোখ রাখুন আজকের এই লেখাটির উপর।

পদের নাম ও সংখ্যা

বিজ্ঞপ্তি অনুযায়ী, এবার কলকাতা হাইকোর্ট মোট ২৯১টি নিম্ন বিভাগের সহকারী পদে কর্মী নিয়োগ করবে। আপনি যদি এই পদে চাকরি করতে ইচ্ছুক হয়ে থাকেন তাহলে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে।

শিক্ষাগত যোগ্যতা

লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পদের জন্য আবেদনকারী প্রার্থীদের অবশ্যই কোনও স্বীকৃত বোর্ড বা কাউন্সিল যেমন ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন বা সমতুল্য শিক্ষা প্রতিষ্ঠান থেকে দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হতে হবে। সেইসঙ্গে প্রার্থীদের অবশ্যই নিজের মাতৃভাষার জোর এবং দক্ষতা থাকতে হবে।

বয়সসীমা

বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৪ সালের ১ জানুয়ারি পর্যন্ত আবেদনকারীর বয়সসীমা ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। যদিও কিছু ক্ষেত্রে ছাড় পাওয়া যাবে। যেমন এসসি / এসটি প্রার্থীরা ৫ বছর পর্যন্ত বয়সের ছাড় পেয়ে যাবেন। এছাড়া যারা পিডব্লিউডি প্রার্থী তাদের বয়সের সীমা ৪৫ বছর পর্যন্ত বাড়ানো হয়েছে। অন্যদিকে অবসরপ্রাপ্ত ব্যক্তি সরকারী বিধি অনুসারে বয়সের ছাড় পান।

WhatsApp Community Join Now

বেতন কাঠামো

এবার আসা যাক বেতন কাঠামোর দিকে। যে কোনো চাকরির ক্ষেত্রে বেতনের বিষয়টি অনেকটাই গুরুত্বপূর্ণ। এক্ষেত্রেও তাই। জানা যাচ্ছে, লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পদের জন্য বেতন স্কেল পে ম্যাট্রিক্সের লেভেল ৬ এর অধীনে পেয়ে যেতে পারেন ২২,৭০০ টাকা থেকে ৫৮,৫০০ টাকা পর্যন্ত। ন্যূনতম প্রারম্ভিক বেতন ২৪, ১০০ টাকা নির্ধারণ করা হয়েছে। মূল বেতন ছাড়াও, নির্বাচিত প্রার্থীরা প্রযোজ্য নিয়ম অনুযায়ী অন্যান্য ভাতা পাবেন।

বাছাই প্রক্রিয়া

কলকাতা হাইকোর্টের এই পদে চাকরি পাওয়া কিন্তু মোটেও সহজ কাজ হবে না। আবেদনকারীদের বেশ কয়েকটি পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে। যেমন

প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্ট
প্রতিযোগিতামূলক লেখা
সাক্ষাৎকার (ভাইভা-ভয়েস)

আবেদন ফি

এবার আসা যাক আবেদন ফি প্রসঙ্গে। কলকাতা হাইকোর্টের নিম্ন বিভাগ সহকারী পদে নিয়োগের খেতেরে এসসি / এসটি প্রার্থীদের জন্য ৪০০ টাকা এবং অন্যান্য সমস্ত বিভাগের জন্য ৮০০ টাকা। অবসরপ্রাপ্তদের ক্ষেত্রে প্রার্থীদের ফি দিতে হবে না। মনে রাখতে হবে যে ফি ফেরতযোগ্য নয়।

কীভাবে আবেদন করবেন

এখন নিশ্চয়ই ভাবছেন কীভাবে আবেদন করবেন?

১) প্রার্থীদের প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট https://www.calcuttahighcourt.gov.in/Notices/recruiment-notice যেতে হবে

২) এরপর ‘Apply Online’ অপশনে যেতে হবে।

৩) এরপর বেসিক কিছু নথি যেমন আপনার নাম, জন্মতারিখ, শ্রেণী, লিঙ্গ, মোবাইল নম্বর এবং ই-মেইল আইডি লিখুন।

৪) এরপর আপনাকে রেজিস্ট্রেশন নম্বর পাঠানো হবে SMS/E-Mail -এর মাধ্যমে।

৫) এরপর Select Exam Zone অপশনে গিয়ে আপনার পছন্দসই পরীক্ষার অঞ্চল চয়ন করুন এবং আপনার ঠিকানা বিশদ লিখুন।

৬) এরপর নিজের সব ডকুমেন্ট আপলোড করুন নির্ভুলভাবে।

৭) পরবর্তী ধাপ হিসেবে “Proceed for Payment” করুন আবেদন ফি দেওয়ার ক্ষেত্রে।

৮) এরপর “PRINT APPLICATION” অপশনে ক্লিক করে নিজের কাছে আবেদনপত্রের কপি রাখুন।

আবেদনের শেষ তারিখ ২৬ আগস্ট, ২০২৪।

 

সঙ্গে থাকুন ➥
X