কলকাতাঃ দুর্গাপুজোর আগেই কপাল খুলল বহু চাকরি প্রার্থীর। আর মাত্র হাতে গোনা কয়েকদিন বাকি দুর্গাপুজো আসতে। এদিকে দুর্গাপুজো আসার আগে আরজি কর-কাণ্ড, DA আন্দোলন, চাকরির দাবিতে আন্দোলন সহ নানা ইস্যুকে ঘিরে বাংলার আবহাওয়া উত্তপ্ত হয়ে রয়েছে। তবে এতকিছুর মাঝেই কলকাতা হাইকোর্ট আজ শিক্ষক নিয়োগ নিয়ে যা রায় দিল তা শুনে অনেকের মুখে চওড়া হাসি ফুটতে চলেছে। আসলে আজ বুধবার উচ্চ প্রাথমিকে শূন্যপদে নিয়োগের ছাড়পত্র দিল কলকাতা হাইকোর্ট। হ্যাঁ ঠিকই শুনেছেন। আপনিও কি চাকরির পরিক্ষা দিয়ে বাড়িতে বসে রয়েছেন? তাহলে আপনার জন্য রইল দারুণ সুখবর।
উচ্চ প্রাথমিক নিয়োগ কাটল জট
এক কথায় দুর্গাপুজোর আগে উচ্চ প্রাথমিকে নিয়োগের ক্ষেত্রে বড়সড় একটা জট কাটল। এবার নতুন করে মেধা তালিকা প্রকাশের নির্দেশ দেওয়া হল স্কুল সার্ভিস কমিশনকে। আগামী চার সপ্তাহের মধ্যে তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। হাইকোর্টের নির্দেশে এবার এক ধাক্কায় ১৪ হাজার ৫২টি শূন্যপদে নিয়োগে ছাড়পত্র দেওয়া হল। করতে হবে কাউন্সিলিং।
বড় নির্দেশ ডিভিশন বেঞ্চের
আজ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের হস্তক্ষেপে কপাল খুলতে চলেছে ১৪ হাজারেরও বেশি চাকরি প্রার্থীর। SSC-কে ১৪ হাজার ৫২টি শূন্যপদে নিয়োগের জন্য এসএসসিকে মেধা তালিকা প্রকাশ করতে বলা হয়েছে।
উল্লেখ্য, ২০১৬ সালে উচ্চ প্রাথমিকে ১৪ হাজার ৩৩৯টি শূন্যপদে শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে রাজ্য সরকার। প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর মেধাতালিকা প্রকাশ হলে দেখা যায় তাতে রয়েছে ১৪ হাজার ৫২ জনের নাম। এরপরেই এই নিয়ে মামলা দায়ের হয় আদালতে। এর পর ২০২১ সালে এসএসসি জানায় ১৪৬৩ জনকে মেধা তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। মামলা অবধি করা হয় আদালতে। বুধবার সেই মামলার শুনানিতে কলকাতা হাই কোর্ট জানিয়েছে, ওই ১৪৬৩ জনকে যে প্রক্রিয়ায় বাদ দেওয়া হয়েছিল, তা ঠিক ছিল না। যে কারণে এবার তপৌব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ ১৪ হাজারেরও বেশি পদে নতুন করে মেধা তালিকা প্রকাশ করতে বলা হয়েছে।