Cars24-এ ইন্টার্নশিপের সুযোগ, মাসে মিলবে ২০ হাজার টাকা

Published:

Cars24 Internship 2025
Follow

সৌভিক মুখার্জি, কলকাতা: যদি আপনি চাকরি খুঁজে থাকেন, কিন্তু অভিজ্ঞতার অভাবে সুযোগ পাচ্ছেন না, তাহলে দারুণ সুযোগ নিয়ে এসেছে Cars24। কারণ এই সংস্থাটি এবার ট্যালেন্ট অ্যাকুইশনস ইন্টার্ন পদে নিয়োগের (Cars24 Internship 2025) বিজ্ঞপ্তি জারি করেছে, যেখানে চাকরিপ্রার্থীদের বিনামূল্যে ট্রেনিং দেওয়ার পাশাপাশি স্টাইপেন্ডও দেওয়া হবে। এমনকি চাকরির সুযোগ দেওয়া হবে। আজকের প্রতিবেদনে এই নিয়োগ সম্পর্কিত যাবতীয় তথ্য তুলে ধরা হল।

Cars24 সংস্থা সম্পর্কে তথ্য

জানিয়ে রাখি, Cars24 ভারতের সফল টেক বেসড অটোমোবাইল কোম্পানি। এরা মূলত পুরনো গাড়ি কেনাবেচা করে। বর্তমানে সংস্থার ১১টি বড় বড় শহরে ৫৪টি শাখা রয়েছে। এমনকি প্রতি মাসে হাজার হাজার গাড়ি কেনাবেচা করে তারা। আর এই সংস্থার তরফ থেকেই বিনামূল্যে ইন্টার্নশিপ ট্রেনিং দেওয়া হচ্ছে।

কী কী যোগ্যতা দরকার?

এখানে আবেদন করার জন্য যে যোগ্যতাগুলি চাওয়া হয়েছে সেগুলি হল—

  • প্রার্থীদের অফিসে উপস্থিত থেকে ফুল টাইম কাজ করতে উপলব্ধ থাকতে হবে।
  • ৩০ সেপ্টেম্বর থেকে ৪ নভেম্বরের মধ্যে ট্রেনিং শুরু করতে হবে।
  • কমপক্ষে তিন মাস নিরবিচ্ছিন্ন সময় দিতে হবে।
  • হিউম্যান রিসোর্স সম্বন্ধে আগ্রহ এবং দক্ষতা থাকতে হবে।

কী কী দায়িত্ব সামলাতে হবে?

এখানে ইন্টার্ন হিসেবে নিযুক্ত হওয়ার পর বিভিন্ন দায়িত্ব সামলাতে হতে পারে। যেমন—

  • ব্যবসায়িক বিভাগে উপযুক্ত প্রার্থীদেরকে খুঁজে বার করতে হবে এবং রিক্রুটমেন্ট পাইপলাইন তৈরি করতে হবে।
  • LinkedIn, Naukri, iimjobs এর মতো জব পোর্টালে ট্যালেন্ট খুঁজতে হবে।
  • প্রার্থীদের রিজিউম স্ক্রিনিং এবং প্রাথমিক ইন্টারভিউ নিতে হবে।
  • ভবিষ্যতের জন্য শক্তিশালী ট্যালেন্ট পুল তৈরি করতে হবে।
  • ম্যানেজার এবং স্টেকহোল্ডারদের সঙ্গে কাজ করে নিয়মিত ডেটা ড্রিভেন হায়ারিং স্ট্রাটেজি তৈরি করতে হবে।

ইন্টার্নশিপের স্থান ও মেয়াদ

এই ইন্টার্নশিপ ট্রেনিংটি ভারতের গুরগাঁওতে অনুষ্ঠিত হবে এবং তিন মাসের জন্য ট্রেনিং হবে। অর্থাৎ, তিন মাস অফিসে উপস্থিত থেকে ট্রেনিং নিতে হবে।

স্টাইপেন্ড ও অন্যান্য সুযোগ-সুবিধা

এখানে ট্রেনিং নিলে প্রার্থীদের প্রতি মাসে ১৫,০০০ টাকা থেকে ২০,০০০ টাকা পর্যন্ত স্টাইপেন্ড দেওয়া হবে। সঙ্গে অন্যান্য সুযোগ সুবিধা থাকবে। তবে এর পাশাপাশি ট্রেনিং শেষে সার্টিফিকেট ও সুপারিশপত্র দেওয়া হবে।

আরও পড়ুনঃ তিনদিনে ২০০ কোটি! বক্স অফিসে দাপট ‘কান্তারা চ্যাপ্টার 1’-র, রইল সিনেমার রিভিউ

আবেদন পদ্ধতি

যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। এর জন্য আমাদের প্রতিবেদনের নীচে অফিসিয়াল সাইটের লিংক দেওয়া রয়েছে। সেখান থেকে সরাসরি রেজিস্ট্রেশন করতে হবে। তারপর আবেদনপত্রটি পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করতে হবে। সবশেষে সাবমিট করতে হবে।

তবে মনে রাখার বিষয়, এখানে ৩০ অক্টোবর পর্যন্ত আবেদন চলবে। তাই অবশ্যই নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদন সেরে নেবেন।

অফিসিয়াল ওয়েবসাইট- ক্লিক করুন

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join