সৌভিক মুখার্জী, কলকাতা: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। এবার ভারতের বস্ত্র মন্ত্রকের অধীনস্থ সংস্থা কটন কর্পোরেশন অফ ইন্ডিয়ার তরফ থেকে প্রচুর শূন্যপদে নিয়োগের (CCI Recruitment 2025) বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ভারতীয় নাগরিক হলে পুরুষ-মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবে বলে জানা যাচ্ছে। এমনকি শুরুতেই দেওয়া হবে মোটা অঙ্কের বেতন।
কোন পদে কয়টি শূন্যপদ রয়েছে, শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, বয়স সীমা কত লাগবে, কত টাকা বেতন দেওয়া হবে, কীভাবে আবেদন করবেন, কীভাবে নিয়োগ করা হবে, সমস্ত তথ্য জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
পদ এবং শূন্যপদের বিবরণ | CCI Recruitment 2025 |
অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী যেমনটা জানা যাচ্ছে, এখানে জুনিয়র কমার্শিয়াল এক্সিকিউটিভ, ম্যানেজার ট্রেইনি এবং জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হবে। মোট শূন্যপদ রয়েছে 147 টি। যেখানে জুনিয়র কমার্শিয়াল এক্সিকিউটিভ পদে 125 টি, ম্যানেজমেন্ট ট্রেইনি পদে 20 টি এবং জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে 2 টি শূন্যপদ থাকছে।
শিক্ষাগত যোগ্যতা কী লাগবে?
অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী যেমনটা জানা যাচ্ছে, ম্যানেজমেন্ট ট্রেইনি পদে আবেদন করার জন্য চাকরিপ্রার্থীদের CA অথবা CMA ডিগ্রি অর্জন করতে হবে, জুনিয়ার কমার্শিয়াল এক্সিকিউটিভ পদে আবেদন করার জন্য চাকরিপ্রার্থীকে B.Sc in Agriculture ডিগ্রি অর্জন করতে হবে এবং জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করার জন্য চাকরিপ্রার্থীকে ডিপ্লোমা ডিগ্রি অর্জন করতে হবে।
বয়স সীমা কত দরকার?
এখানে সর্বনিম্ন 18 বছর থেকে সর্বোচ্চ 30 বছর বয়সের প্রার্থীরা আবেদন করতে পারবে বলেই জানানো হয়েছে। তবে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবে।
বেতন কাঠামো
যেমনটা জানা যাচ্ছে, ম্যানেজমেন্ট ট্রেইনি পদে চাকরি পেলে প্রতি মাসে 30,000 টাকা থেকে 1,20,000 টাকা বেতন দেওয়া হবে। তবে অন্যান্য পদের ক্ষেত্রে প্রতি মাসে 22,000 টাকা থেকে 90,000 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।
কীভাবে নিয়োগ করা হবে?
চাকরিপ্রার্থীদের এখানে তিনটি ধাপের মাধ্যমে নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে। প্রথমে একটি কম্পিউটার ভিত্তিক পরীক্ষ নেওয়া হবে। এরপর ডকুমেন্ট ভেরিফিকেশন এবং ইন্টারভিউয়ের মাধ্যমে সরাসরি নিয়োগ করা হবে।
কীভাবে আবেদন করবেন?
যেমনটা জানা যাচ্ছে, এখানে চাকরিপ্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এর জন্য নিন্মলিখিত ধাপগুলি অনুসরণ করুন-
- প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ‘Recruitment’ সেকশনে ক্লিক করুন।
- এরপর রেজিস্ট্রেশন করে লগইন করুন।
- এরপর নিজের প্রয়োজনীয় তথ্য এবং শিক্ষাগত যোগ্যতার তথ্য পূরণ করুন।
- এটার প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করুন।
- এরপর আবেদন ফি জমা দিন।
- সবশেষে আবেদন সাবমিট করুন এবং প্রিন্ট আউট ডাউনলোড করে রাখুন।
জানিয়ে রাখি, এখানে GEN/OBC/EWS প্রার্থীদের আবেদন করার জন্য 1500 টাকা আবেদন ফি লাগবে। তবে SC/ST/PwBD প্রার্থীদের আবেদন করার জন্য 500 টাকা আবেদন ফি লাগবে।
গুরুত্বপূর্ণ তারিখ
যেমনটা জানা যাচ্ছে, এখানে আবেদন শুরু হবে 9 মে, 2025 থেকে এবং আবেদন চলবে 24 মে, 2025 তারিখ পর্যন্ত। তাই নির্দিষ্ট সময় সীমার মধ্যে আবেদন সেরে নেওয়া ভালো।
অফিসিয়াল নোটিশ- Download Now