উচ্চ মাধ্যমিক পাসেই চাকরি, বিরাট সুযোগ দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার! কীভাবে করবেন আবেদন?

Published on:

chakri

কলকাতাঃ আপনিও কি পশ্চিমবঙ্গের বাসিন্দা? বেকার? তাহলে আপনার জন্য রইল একদম বাম্পার সুখবর। বাংলায় এবার শয়ে শয়ে পদে কর্মী নিয়োগের ঘোষণা করা হল। জানা গিয়েছে, বাংলায় বহু অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়ক পদে কর্মী নিয়োগ করা হবে। আবেদন করতে হবে আগামী ১৬ আগস্ট, ২০২৪ সালের মধ্যে। এই পদগুলিতে আবেদন করতে কী কী শিক্ষাগত যোগ্যতা, বেতন, বয়সসীমার মতো জিনিস বিশদে জানতে ঝটপট পড়ে ফেলুন আজকের এই লেখাটি।

পদের নাম ও সংখ্যা

জানা গিয়েছে, বাঁকুড়া জেলা অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়কদের জন্য বিভিন্ন শূন্যপদের জন্য যোগ্য প্রার্থীদের আবেদন করতে আহবান জানিয়েছে। ৬০০টি বেশি পদে কর্মী নিয়োগ করা হবে। শূন্যপদগুলিতে সরাসরি নিয়োগের ভিত্তিতে পূরণ করা হবে। যোগ্য ও আগ্রহী প্রার্থীরা অফলাইনে আবেদন করতে পারবেন।

শিক্ষাগত যোগ্যতা

বাঁকুড়া জেলায় অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়ক পদে চাকরি পেতে হলে আপনার শিক্ষাগত যোগ্যতা দ্বাদশ শ্রেণি পাশ হতে হবে। স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাশ করা থাকতে হবে।

বয়সসীমা

আবেদনকারীর বয়স ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে। এখানে বলে রাখা দরকার, বিজ্ঞপ্তি অনুযায়ী, পদগুলিতে শুধুমাত্র মহিলা প্রার্থীরাই আবেদন জানাতে পারবেন।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন

বাছাই প্রক্রিয়া

এখন নিশ্চয়ই ভাবছেন যে কীভাবে কর্মীদের বাছাই করা হবে? তাহলে জানিয়ে রাখি, প্রার্থীকে মূলত দুটি ধাপ পেরোতে হবে। এক লিখিত পরীক্ষা, দ্বিতীয় মুখোমুখি ইন্টারভিউ। লিখিত পরীক্ষাটি ৯০ নম্বরের হবে এবং ইন্টারভিউ হবে ১০ নম্বরের।

কীভাবে আবেদন করবেন

প্রার্থীরা বাঁকুড়া জেলার অফিসিয়াল ওয়েবসাইট থেকে অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করতে পারেন। https://bankura.gov.in/ -এই ওয়েবসাইটে গিয়ে আপনাকে ফর্ম ডাউনলোড করতে হবে। এরপর আবেদনপত্র ও প্রয়োজনীয় কাগজপত্র মুখ বন্ধ খামে করে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের সিডিপিও কার্যালয়ে জমা দিতে হবে। ডাক, ইমেল বা অন্য কোনও মোডের মাধ্যমে আবেদনগুলি গ্রহণ করা হবে না।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥