মাধ্যমিক পাসে বিমানবন্দরে চাকরির সুবর্ণ সুযোগ, ১৪২ পদে নিয়োগের বিজ্ঞপ্তি

Published on:

aiasl

প্রীতি পোদ্দার: রাজ্যে সরকারী চাকরির বাজারে যেন মন্দার হাওয়া বয়েই চলেছে। খুবই খারাপ অবস্থা সেখানে। তার উপরমোটা টাকার পরিবর্তে চারিদিকে চাকরি দুর্নীতি যেন লেগেই রয়েছে। আর এই আবহেই এবার এয়ার ইন্ডিয়া এয়ারপোর্ট একাধিক পদে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

AIASL Recruitment 2024 Notification: চাকরির বিবরণ

WhatsApp Community Join Now

সম্প্রতি AIASL অফিস নিয়োগ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সেখানে কোন পদে কত জনকে নিয়োগ করা হচ্ছে, স্যালারি কত, পদের নাম কী, সমস্ত তথ্য বিস্তারিত ভাবে আমাদের আজকের প্রতিবেদনের মাধ্যমে প্রকাশ করা হল।

অফিসিয়াল ওয়েবসাইট

এই বিজ্ঞপ্তিটি যেই ওয়েবসাইট থেকে প্রকাশ করা হয়েছে সেটি হল https://www.aiasl.in/

পদের নাম

বিজ্ঞপ্তি বা নোটিশ সূত্রে জানা গিয়েছে এয়ার ইন্ডিয়া এয়ারপোর্ট সার্ভিস লিমিটেড, আহমেদাবাদ এয়ারপোর্টে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যেখানে বলা হয়েছে এই সংস্থায় হ্যান্ডিম্যান ও হ্যান্ডিওম্যান নিয়োগ করা হবে।

শূন্যপদের সংখ্যা

এয়ার ইন্ডিয়া এয়ারপোর্ট সার্ভিস লিমিটেড বা AIASL রিক্রুটমেন্ট ২০২৪-এর অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে জানা গিয়েছে উল্লিখিত ওই পদে শূন্যপদের সংখ্যা ১৪২ টি। হ্যান্ডিম্যান এর ক্ষেত্রে শূন্যপদের সংখ্যা ১৩১ টি। এবং হ্যান্ডিওম্যান এর ক্ষেত্রে ১১ টি শূন্যপদ রয়েছে।

বেতন

বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গিয়েছে, হ্যান্ডিম্যান এবং হ্যান্ডিওম্যান এর ক্ষেত্রে যে সকল চাকরিপ্রার্থী নির্বাচিত হবে তাদের প্রতি মাসে ২২,৫৩০/- টাকা করে বেতন দেওয়া হবে।

AIASL Recruitment 2024 Criteria: AIASL অফিসে উল্লেখিত পদগুলির যোগ্যতা

AIASL এ অফিস বিভিন্ন পদে আবেদনের জন্য বেশ কিছু যোগ্যতার কথা উল্লেখ করা হয়েছে, নীচে সেই সব ব্যাপারে বিস্তারিত উল্লেখ করা হল।

শিক্ষাগত যোগ্যতা

এই সংস্থায় আগ্রহী আবেদনকারীদের অবশ্যই দশম শ্রেণী পাশ করতে হবে এবং ইংরেজি ভাষা পড়তে ও বুঝতে সক্ষম হতে হবে। শুধু তাই নয় স্থানীয় ও হিন্দি ভাষায় সম্মুখ জ্ঞান থাকা খুব জরুরি।

বয়সসীমা

বিজ্ঞপ্তিতে আবেদন করার জন্য বয়সসীমা ভালো করে উল্লেখ করা হয়েছে। উল্লেখিত এই পদগুলিতে আবেদন করার জন্য আগ্রহী চাকরিপ্রার্থীর বয়স সর্বোচ্চ হতে হবে ২৮ বছর। তবে সরকারি নিয়ম অনুযায়ী OBC প্রার্থীরা ৩ বছর এর ছাড় পাবে এবং SC/ST প্রার্থীদের ক্ষেত্রে বয়সের ছাড় ৫ বছর থাকবে। পাশাপাশি PwBD প্রার্থীদের ক্ষেত্রে ১০ বছরের ছাড় পাওয়া যাবে।

Selection Process for AIASL Recruitment 2024: AIASL এ উল্লেখিত পদের নিয়োগ পদ্ধতি

এয়ার ইন্ডিয়া এয়ারপোর্ট সার্ভিস লিমিটেড এর নিয়োগের ক্ষেত্রে প্রার্থীদের দুটি ধাপের মাধ্যমে নিয়োগ করা হবে। প্রথমে শারীরিক সক্ষমতার পরীক্ষা নেওয়া হবে দুই পদের। তারপর এই পরীক্ষায় যারা পাশ করবে তাদেরকে ইন্টারভিউতে ডাকা হবে। যদি ইন্টারভিউতে সফল হয় তাহলেই তাঁকে সরাসরি নিয়োগ করা হবে।

Application Process for AIASL Recruitment 2024: AIASL এ উল্লেখিত পদের জন্য আবেদনের পদ্ধতি

এই পদগুলোতে যারা আবেদন করার জন্য অনলাইন বা অফলাইন এর প্রয়োজন পড়বে না। সরাসরি আবেদন ফর্মটি আবেদন ডাউনলোড করে সেটা আবেদনকারীর সমস্ত ব্যক্তিগত তথ্য দিয়ে পূরণ করে তার সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্টগুলি নিয়ে বিজ্ঞপ্তি অনুযায়ী নির্দিষ্ট তারিখে নির্দিষ্ট স্থানে ইন্টারভিউ দিতে যেতে হবে।

AIASL এ উল্লেখিত পদের আবেদন ফি

বিজ্ঞপ্তির মাধ্যমে জানা গিয়েছে উল্লিখিত পদ দুটিতে আবেদনের জন্য ফি হিসেবে জেনারেল এবং OBC প্রার্থীদের ৫০০ টাকা দিতে হবে। এবং SC/ ST/ PwBD প্রার্থীদের জন্য কোন ফি লাগবে না।

ইন্টারভিউ এর দিনক্ষণ

AIASL এ উল্লেখিত পদ দুটিতে আবেদনের জন্য আগ্রহী এবং যোগ্য প্রার্থীদের বিজ্ঞপ্তির মাধ্যমে ইন্টারভিউ এর সময় এবং স্থান বলে দেওয়া হয়েছে। হ্যান্ডিম্যান এর ক্ষেত্রে ৪ নভেম্বর ও ৫ নভেম্বর সকাল ৯:৩০ থেকে দুপুর ১২:৩০ পর্যন্ত নেওয়া হবে। এবং
হ্যান্ডিওম্যান এর ক্ষেত্রে ৬ নভেম্বর, সকাল ৯:৩০ থেকে দুপুর ১২:৩০ পর্যন্ত ইন্টারভিউ নেওয়া হবে। ইন্টারভিউ এর স্থান হল RTO Circle Play Ground, Opposite Collector Office, Beside Ashraye Inn hotel, Ahmedabad 380027

গুরুত্বপূর্ণ লিঙ্ক

অফিসিয়াল নোটিফিকেশন – Click Here

আবেদন পত্র- Apply

সঙ্গে থাকুন ➥
X