প্রীতি পোদ্দার, কলকাতা: এইমুহুর্তে চাকরির বাজারে খুবই খারাপ অবস্থা। তার উপর চারিদিকে দুর্নীতির আধার সেখানে চাকরি নিয়ে আশার আলো খুবই কম দেখছে সকলে। আর এই আবহেই এবার রাজ্যের বিদ্যুৎ দপ্তরে একাধিক পদে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড অর্থাৎ PGCIL এর তরফ থেকে।
PGCIL Recruitment 2024 Notification: চাকরির বিবরণ
সম্প্রতি PGCIL অফিস নিয়োগ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সেখানে কোন পদে কত জনকে নিয়োগ করা হচ্ছে, স্যালারি কত, পদের নাম কী, সমস্ত তথ্য বিস্তারিত ভাবে আমাদের আজকের প্রতিবেদনের মাধ্যমে প্রকাশ করা হল।
অফিসিয়াল ওয়েবসাইট
এই বিজ্ঞপ্তিটি যেই ওয়েবসাইট থেকে প্রকাশ করা হয়েছে সেটি হল www.powergrid.in
পদের নাম
বিজ্ঞপ্তি বা নোটিশ সূত্রে জানা গিয়েছে পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড সংস্থায় ডিপ্লোমা ট্রেইনি (ইলেক্ট্রিক্যাল), ডিপ্লোমা ট্রেইনি (সিভিল), জুনিয়ার অফিসার ট্রেইনি (HR), জুনিয়ার অফিসার ট্রেইনি (F&A) এবং সহকারী প্রশিক্ষণার্থী নিয়োগ করা হবে।
শূন্যপদের সংখ্যা
পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডবা PGCIL রিক্রুটমেন্ট ২০২৪-এর অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে জানা গিয়েছে উল্লিখিত পদগুলিতে শূন্যপদের সংখ্যা ৭৮৫ টি। ডিপ্লোমা ট্রেইনি (ইলেক্ট্রিক্যাল) পদের জন্য ১০০ টি, ডিপ্লোমা ট্রেইনি (সিভিল) পদের জন্য ২০ টি, জুনিয়ার অফিসার ট্রেইনি (HR) পদের জন্য ৪০ টি, জুনিয়ার অফিসার ট্রেইনি (F&A) এর জন্য ২৫ টি এবং সহকারী প্রশিক্ষণার্থীর পদের জন্য ৬১০ টি।
বেতন
বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গিয়েছে, ডিপ্লোমা ট্রেইনি (ইলেক্ট্রিক্যাল) পদের জন্য বেতন হবে ২৫,০০০ টাকা, ডিপ্লোমা ট্রেইনি (সিভিল) পদের জন্য বেতন হবে ২৫,০০০ টাকা, জুনিয়ার অফিসার ট্রেইনিদের (HR) জন্য ৩০,০০০ টাকা, জুনিয়ার অফিসার ট্রেইনিদের (F&A) জন্য ৩০,০০০ টাকা এবং সহকারী প্রশিক্ষণার্থীদের ক্ষেত্রে বেতন হবে ২৫,০০০ টাকা।
PGCIL Recruitment 2024 Criteria: PGCIL অফিসে উল্লেখিত পদগুলির যোগ্যতা
PGCIL এ অফিস বিভিন্ন পদে আবেদনের জন্য বেশ কিছু যোগ্যতার কথা উল্লেখ করা হয়েছে, নীচে সেই সব ব্যাপারে বিস্তারিত উল্লেখ করা হল।
শিক্ষাগত যোগ্যতা
এই সংস্থায় প্রত্যেকটি পদের জন্য আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা রয়েছে। ডিপ্লোমা ট্রেইনি (ইলেক্ট্রিক্যাল) পদের ক্ষেত্রে আবেদন করার জন্য আগ্রহী চাকরিপ্রার্থীকে যেকোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং-এ ডিপ্লোমা ডিগ্রী অর্জন করে থাকতে হবে। ডিপ্লোমা ট্রেইনি (সিভিল) পদে আবেদন করার জন্য আগ্রহী চাকরিপ্রার্থীকে যেকোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং-এ ডিপ্লোমা ডিগ্রী অর্জন করে থাকতে হবে। জুনিয়ার অফিসার ট্রেইনি (HR)- এই পদে আবেদন করার জন্য আগ্রহী চাকরিপ্রার্থীকে যেকোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রী অর্জন করে থাকতে হবে। পাশাপাশি জুনিয়ার অফিসার ট্রেইনি (F&A) ক্ষেত্রে এই পদে আবেদন করার জন্য আগ্রহী চাকরিপ্রার্থীকে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রী সহ CA/ICWA ডিগ্রী অর্জন করে থাকতে হবে। এবং সহকারী প্রশিক্ষণার্থী পদের আবেদন করার জন্য আগ্রহী চাকরিপ্রার্থীকে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কমার্সে স্নাতক ডিগ্রী অর্জন করে থাকতে হবে।
বয়সসীমা
বিজ্ঞপ্তিতে আবেদন করার জন্য বয়সসীমা বলে দেওয়া হয়েছে। উল্লেখিত এই পদগুলিতে আবেদন করার জন্য আগ্রহী চাকরিপ্রার্থীর বয়স হতে হবে সর্বোচ্চ ৩০ বছরের মধ্যে। কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন। SC/ST এর ক্ষেত্রে বয়সের ছাড় দেওয়া হয়েছে ৫ বছর, OBC এর ক্ষেত্রে বয়সের ছাড় ৩ বছর এবং PWD এর ক্ষেত্রে ১০ বছর হতে হবে।
Selection Process for PGCIL Recruitment 2024: PGCIL এ উল্লেখিত পদের নিয়োগ পদ্ধতি
পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড এর নিয়োগের ক্ষেত্রে লিখিত পরীক্ষা, কম্পিউটার টেস্ট বা কম্পিউটার দক্ষতা পরীক্ষা, মেডিকেল পরীক্ষা, মেধা তালিকার ভিত্তিক চূড়ান্ত বাছাই এবং ইন্টারভিউ এর মাধ্যমে হবে।
Application Process for PGCIL Recruitment 2024: PGCIL এ উল্লেখিত পদের জন্য আবেদনের পদ্ধতি
এই পদগুলোতে যারা আবেদন করতে চান তাদেরকে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। সেক্ষেত্রে সর্বপ্রথম PGCIL-এর অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে। এরপর মোবাইল নম্বর ও ইমেইল আইডি দিয়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। তারপর প্রাপ্ত ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। এরপর নিজের সমস্ত ব্যক্তিগত তথ্য সঠিকভাবে পূরণ করে আবেদন ফর্মটি পূরণ করে নিতে হবে। তারপর প্রয়োজনীয় তথ্যগুলি স্ক্যান করে আপলোড করতে হবে। এরপর আবেদন ফি জমা দিয়ে সাবমিট অপশনে ক্লিক করলেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবে।
PGCIL এ উল্লেখিত পদের আবেদন ফি
বিজ্ঞপ্তির মাধ্যমে জানা গিয়েছে উল্লিখিত পদটির জন্য অসংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য আবেদন ফি ৩০০ টাকা ধার্য করা হয়েছে। কিন্তু সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের কোনরকম আবেদন ফি লাগবে না।
আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন
PGCIL এ উল্লেখিত পদটিতে আবেদনের জন্য আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন জানাতে পারবেন। যে সমস্ত প্রার্থীরা এখানে আবেদন করতে চান তাদেরকে আগামী ১২ নভেম্বর, ২০২৪ তারিখের মধ্যে অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
গুরুত্বপূর্ণ লিঙ্ক
অফিসিয়াল নোটিফিকেশন – Click Here
অফিসিয়াল আপ্লিকেশন লিঙ্ক – Apply