মাধ্যমিক পাসে CISF কনস্টেবল পদে চাকরি, জারি নিয়োগের বিজ্ঞপ্তি, দেখুন পদ্ধতি

Published on:

cisf constable recruitment 2025

পার্থ সারথি মান্না, কলকাতাঃ আপনি কি সরকারি চাকিরর জন্য প্রস্তুতি নিচ্ছেন? তাহলে আপনার জন্য রইল সুখবর, দেশ জুড়ে এক হাজারেরও বেশি পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স বা CISF এর তরফ থেকে। গোটা দেশের যে কোনো জায়গা থেকেই আবেদন করা যাবে। এর জন্য কি যোগ্যতা লাগবে? কিভাবে আবেদন করবেন? সমস্ত তথ্য রইল আজকের প্রতিবেদনে।

আমাদের সাথে যুক্ত হন Join Now

এইআইএসএফ কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি জারি | CISF Constable Recruitment 2025

CISF এর তরফ থেকে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যেখানে গোটা দেশ জুড়ে একাধিক পদের জন্য এক হাজারেরও বেশি পদে নিয়োগ করা হবে। ইতিমধ্যেই আবেদনের পক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আপনিও কি  আবদেন করতে চান? তাহলে মোট শূন্যপদ কত? শিক্ষাগত যোগ্যতা, দৈহিক মাপঝোপ থেকে বয়সসীমা কি প্রয়োজন? সমস্ত খুঁটিনাটি তথ্য নিচে দেওয়া রইল।

শূন্যপদের বিবরণ

বিজ্ঞপ্তি অনুযায়ী মোট ১১২৪টি শূন্যপদের জন্য নিয়োগ করা হবে। যার মধ্যে কনস্টেবল বা ড্রাইভার পদের জন্য ৮৪৫টি ও কনস্টেবল বা ড্রাইভার কাম পাম্প অপারেটর পদের জন্য ২৭৯টি শূন্যপদ থাকছে।

Whatsapp Broadcast Join Now

বেতন

নিয়োগের যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে তাতে বেতন সম্পর্কেও জানানো হয়েছে। যে সমস্ত প্রার্থীরা কনস্টেবল বা ড্রাইভার পদের জন্য সিলেক্টেড হবেন তাদের পে গ্রেড লেভেল ৩ অনুযায়ী ২১,৭০০ টাকা থেকে ৬৯,১০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। এছাড়া কনস্টেবল বা ড্রাইভার কাম পাম্প অপারেটর পদের জন্যও পে গ্রেড লেভেল ৩ অনুযায়ী ২১,৭০০ টাকা থেকে ৬৯,১০০ টাকা অবধি বেতন দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতা

Whatsapp Group Join Now

আপনি যদি এই পদগুলির জন্য আবেদন করতে চান তাহলে নূন্যতম যোগ্যতা মাধ্যমিক বা সরকারি স্বীকৃত কোনো প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক সমতুল্য পরীক্ষা পাশ করে থাকতে হবে। একাহার ড্রাইভার পদের ক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্স থাকাটা বাধ্যতামূলক। তাই মাধ্যমিক পাশ হলেই এই পদের জন্য আবেদন করা যাবে।

ড্রাইভিংয়ের ক্ষেত্রে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। একেত্রে হেভি মোটর ভেহিকেল বা ট্রান্সপোর্ট ভেহিকেল বা লাইট মোটর ভেহিকেল চালানোর অভিজ্ঞতা থাকতে হবে। যার জন্য ড্রাইভিং লাইসেন্স কমপক্ষে ৩ বছর আগে ইস্যু হয়ে থাকতে হবে। এক্ষেত্রে ২২শে ফেব্রুয়ারি ২০২৩ এর পর জারি হওয়া ড্রাইভিং লাইসেন্স গণ্য করা হবে না।

বয়সসীমা

বিজ্ঞপ্তি অনুযায়ী উভয় পদের ক্ষেত্রেই আবেদন করার নূন্যতম বয়স ২১ বছর ও সর্বোচ্চ বয়স ২৭ বছর ধার্য্য করা হয়েছে। প্রার্থীদের বয়স ৪ঠা মার্চ ২০২৫ এর হিসাবে ধরা হবে বলে জানানো হয়েছে। তবে বয়সের ক্ষেত্রে নিয়ম অনুযায়ী SC, ST, OBC প্রার্থীদের জন্য ছাড় থাকছে। এছাড়াও CISF এর প্রাক্তন কর্মী থেকে শুরু করে আরও কিছু বিশেষ ক্ষেত্রে ছাড় দেওয়া হবে। বিস্তারিত তথ্যের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখতে হবে।

নিয়োগের পদ্ধতি

যে সমস্ত প্রার্থীরা এই শূন্যপদগুলির জন্য আবেদন করবেন তাদের একাধিক ধাপে সিলেকশন করা হবে। প্রথমে হাইট বার টেস্ট হবে। যেখানে প্রার্থীদের হাইট মাপা হবে। সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা ১৬৭ সেন্টিমিটার,  বুকের দৈর্ঘ্য নূন্যতম ৮০ সেন্টিমিটার হতে হবে। এছাড়া বাকি প্রার্থীদের উচ্চতার মাপ যাতে হলে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখতে হবে। এরপর শারীরিক দক্ষতার পরীক্ষা নেওয়া হবে। একেত্রে ৮০০ মিটার দৌড়, লং জাম্প ও হাই জাম্প থাকবে। এরপর পিজিকাল স্ট্যান্ডার্ড টেস্ট, যে পদের জন্য আবেদন করছেন  সেই  অনুযায়ী দক্ষতার পরীক্ষা ও লিখিত পরীক্ষা নেওয়া হবে। সব শেষে মেডিকেল চেকআপের মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে।

অনলাইন আবেদনের পদ্ধতি

এই শূন্যপদের জন্য আবেদন করতে হলে অনলাইনের মাধ্যমেই আবেদন করতে হবে। কিভাবে করবেন? স্টেপ বাই স্টেপ পদ্ধতি নিচে দেওয়া হলঃ

  • প্রথমনেই অফিসিয়াল ওয়েবসাইটে চলে যেতে হবে। এরপর সেখান থেকে থেকে বিজ্ঞপ্তিটি দেখে নিয়ে রেজিস্ট্রেশন করে নিতে হবে।
  • রেজিস্ট্রেশন করে নেওয়ার পর ইমেলে আইডি ও পাসওয়ার্ড চলে আসবে। সেগুলো ব্যবহার করে লগ ইন করে আবেদন ফর্ম ফিলআপ শুরু করতে হবে।
  • ফর্মটিক সঠিক তথ্য দিয়ে পূরণ করে নেওয়ার পর প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করতে হবে।
  • ডকুমেন্টস আপলোড করার পর সমস্ত আবেদনের ফর্মটিকে একবার শুরু থেকে চেক করে সাবমিট করে দিতে হবে।
  • সাবমিট বাটনে ক্লিক করার পর আবেদনের ফি জমা করতে হবে। ফি জমা হয়ে গেলে আবেদন ফর্ম ও পেমেন্ট স্লিপ ডাউনলোড ও প্রিন্ট আউট করে নিজের কাছে রেখে দিতে হবে ভবিষ্যতের প্রয়োজনের জন্য।

আবেদনের ফি

যে সমস্ত প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে ইচ্ছুক তাদের ১০০ টাকা আবেদন ফি দিতে হবে। তবে SC, ST, OBC, EWS প্রার্থীদের জন্য কোনো আবেদনের ফি লাগবে না বলে জানানো হয়েছে।

প্রয়োজনীয়  ডকুমেন্ট

  • আধার কার্ড
  • মাধ্যমিকের রেজাল্ট
  • ড্রাইভিং লাইসেন্স
  • জাতিগত শংসাপত্র
  • কালার পাসপোর্ট সাইজ ছবি

আরও পড়ুনঃ বেতন ৬০ হাজার, সরকারি কৃষি বীমা সংস্থায় চাকরির সুবর্ণ সুযোগ, জারি নিয়োগের বিজ্ঞপ্তি

আবেদনের শেষ তারিখ

আজ অর্থাৎ ৩ রা ফেব্রুয়ারি থেকে CISF কনস্টেবল পদের জন্য অনলাইন আবেদন শুরু হয়েছে। যেটা ৪ঠা মার্চ ২০২৫ রাত্রি ১১টা বেজে ৫৯ মিনিট পর্যন্ত চলবে। যারা আবেদন করতে ইচ্ছুক তাদের এই সময়ের মধ্যেই আবেদন করতে হবে।

অফিসিয়াল বিজ্ঞপ্তি লিংক : Official Recruitment Notification

সঙ্গে থাকুন ➥
X