শ্বেতা মিত্রঃ উচ্চ মাধ্যমিক পাশে আপনিও কি একটা ভালো চাকরি খুঁজছেন? বিশেষ করে কেন্দ্রীয় সরকারি চাকরি করতে ইচ্ছুক? তাহলে আপনার জন্য রইল দুর্দান্ত সুখবর। শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশে কর্মী নিয়োগের ঘোষণা করা হয়েছে সরকারের তরফে। হ্যাঁ ঠিকই শুনেছেন। আপনিও যদি দীর্ঘদিন ধরে CISF-এ যোগ দেওয়ার স্বপ্ন দেখে থাকেন তাহলে আপনার সেই স্বপ্ন পূরণ হতে চলেছে। এক হাজারেরও বেশি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। আবেদন করার শেষ দিন ৩০ সেপ্টেম্বর, ২০২৪। তাহলে চলুন, আর দেরি না করে জেনে নেওয়া যাক চাকরি পেতে কী কী যোগ্যতা, বয়সসীমা বেতন সম্পর্কে।
CISF Job Recruitment 2024: চাকরির খুঁটিনাটি
CISF -র তরফে নিয়োগের একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আর এই বিজ্ঞপ্তি দেখে আপনারও মন ভালো হয়েছে যেতে পারে বৈকি। বিজ্ঞপ্তি অনুযায়ী, হাজারের বেশি কনস্টেবলকে নিয়োগ করা হবে।
অফিসিয়াল ওয়েবসাইট
cisfrectt.cisf.gov.in
পদের নাম
সিআইএসএফ কনস্টেবল/ফায়ারম্যান নিয়োগ নিয়োগ করবে। বিজ্ঞপ্তি অনুসারে, আবেদন প্রক্রিয়া ৩১ আগস্ট থেকে শুরু হয়েছিল, যা ৩০ সেপ্টেম্বর ২০২৪-এ বন্ধ হয়ে যাবে।
শূন্যপদের সংখ্যা
সিআইএসএফ মোট ১১৩০টি শূন্যপদে কর্মী নিয়োগ করবে। বিজ্ঞটি অনুযায়ী, সাধারণ শ্রেণীদের জন্য মোট ৪৬৬টি পদ বরাদ্দ করা হয়েছে। একই সঙ্গে ওবিসি প্রার্থীদের জন্য ২৩৬টি, ইডব্লুএস শ্রেণীর প্রার্থীদের জন্য ১১৪টি, তফসিলি শ্রেণীর প্রার্থীদের জন্য ১৫৩টি এবং তফসিলি উপজাতিদের ১৬১টি পদ বরাদ্দ করা হয়েছে।
বেতন
এই পদে বেতন লেভেল-৩ অনুযায়ী বেতন দেওয়া হবে। অর্থাৎ আপনার চাকরি যদি হয়ে যায় তাহলে বেতন হিসেবে আপনি মাস গেলে ২১, ৭০০ থেকে ৬৯, ১০০ টাকা পর্যন্ত বেতন পেতে পারেন।
যোগ্যতা
সিআইএসএফ-এর কনস্টেবল পদে চাকরি পেতে আপনার কী কী যোগ্যতা জরুরী তা জানতে চোখ রাখুন আজকের এই লেখাটির উপর।
শিক্ষাগত যোগ্যতা
প্রার্থীকে অবশ্যই কোনও স্বীকৃত বোর্ড থেকে বিজ্ঞান বিষয়সহ দ্বাদশ শ্রেণি বা সমতুল্য পাস হতে হবে। শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি প্রার্থীদের জন্য শারীরিক যোগ্যতাও নির্ধারণ করা হয়েছে। পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা বাধ্যতামূলক ১৭০ সেন্টিমিটার।
বয়সসীমা
বয়সসীমার কথা বললে যোগ্য প্রার্থীদের ন্যূনতম বয়স হতে হবে ১৮ বছর এবং সর্বোচ্চ ২৩ বছর হতে হবে। তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সর্বোচ্চ বয়সসীমায় ছাড় পাবেন। বয়সের ঊর্ধ্বসীমায় SC/ST প্রার্থীদের ক্ষেত্রে ৫ বছর এবং OBC প্রার্থীদের ক্ষেত্রে ৩ বছর ছাড় দেওয়া হবে।
বাছাই প্রক্রিয়া
কনস্টেবল পদে নিয়োগের জন্য লিখিত পরীক্ষা, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট (পিইটি), ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট (পিএসটি), ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিক্যাল পরীক্ষা নেওয়া হবে।
১) শারীরিক দক্ষতা পরীক্ষা (পিইটি) / শারীরিক স্ট্যান্ডার্ড টেস্ট (পিএসটি): প্রার্থীরা প্রথমে পিইটি, তারপরে পিএসটি এবং ডকুমেন্ট যাচাইকরণের মধ্য দিয়ে যাবেন।
২) লিখিত পরীক্ষা (ওএমআর / সিবিটি): যোগ্য প্রার্থীদের ১০০ টি প্রশ্ন-এর পরীক্ষায় বসতে হবে। বিষয় টগকবে সাধারণ বুদ্ধিমত্তা, সাধারণ জ্ঞান, প্রাথমিক গণিত এবং ইংরেজি / হিন্দি। লিখিত পরীক্ষা দিতে হবে।
৩) মেডিকেল পরীক্ষা (ডিএমই / আরএমই): যারা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হবেন তাদের একটি বিশদ মেডিকেল পরীক্ষা করা হবে।
আবেদন ফি
General/OBC/EWS শ্রেণীর প্রার্থীদের আবেদন ফি হিসেবে ১০০ টাকা গুনতে হবে। যদিও SC/ST/Ex-servicemen -দের কোনো ফি দিতে হবে না।
CISF Constable Recruitment: কীভাবে আবেদন করবেন
প্রথমে সিআইএসএফের অফিসিয়াল ওয়েবসাইট cisfrectt.cisf.gov.in যেতে হবে।
২) হোমপেজে দেওয়া login ট্যাবে ক্লিক করুন।
৩) এবার ‘CISF Constable Recruitment 2024’ লিঙ্কে ক্লিক করুন।
৪) প্রয়োজনীয় নথি আপলোড করুন এবং ফি জমা দিন। ভবিষ্যতের রেফারেন্সের জন্য একটি প্রিন্টআউট নিন।
আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন
বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গিয়েছে, উল্লেখিত পদে আবেদনের জন্য প্রার্থীদের হাতে সময় আছে ৩০ সেপ্টেম্বর, ২০২৪ অবধি। এছাড়া আবেদন পত্র যদি কোনও ভুল থেকে থাকে তা সংশোধন করার জন্য আপনি সময় পাবেন ১০-১২ অক্টোবর, ২০২৪ অবধি।