৪০০০-রও বেশি কনস্টেবল পদে নিয়োগ, মাধ্যমিক পাশেই আবেদন! বিজ্ঞপ্তি রাজ্য সরকারের

Published on:

দেশের হাজার হাজার বেকারদের জন্য রইল দারুণ সুখবর। এবার কয়েক হাজার পদে কর্মী নিয়োগের ঘোষণা করে দেওয়া হল। বিশেষ করে আপনারও যদি পুলিশের চাকরি করার স্বপ্ন হয়ে থাকে তাহলে আপনার সেই স্বপ্ন পূরণ হতে চলেছে। কারণ রাজ্যে হাজার হাজার কনস্টেবল নিয়োগ হতে চলেছে। এই মর্মে চাকরির একটি বিজ্ঞপ্তি অবধি জারি করে দেওয়া হয়েছে। আগামী ৩০ শে জুলাই হল আবেদন করার শেষ দিন। আবেদন করতে প্রার্থীদের www.jkssb.nic.in এই ওয়েবসাইটে যেতে হবে।

পদের নাম ও সংখ্যা

WhatsApp Community Join Now

আসলে জম্মু ও কাশ্মীর পুলিশের ডিরেক্টর জেনারেল (স্বরাষ্ট্র বিভাগ) এর অধীনে বিভিন্ন জোনে কনস্টেবলদের জন্য মোট ৪০০২ টি শূন্যপদ ঘোষণা করেছে জম্মু ও কাশ্মীর সার্ভিসেস সিলেকশন বোর্ড।

কনস্টেবল (সশস্ত্র / আইআরপি) ১৬৮৯ জন

কনস্টেবল (এসডিআরএফ) ১০০ জন

কনস্টেবল (টেলিকমিউনিকেশন) ৫০২ জন

কনস্টেবল (ফটোগ্রাফার) ২২ জন

কনস্টেবল এক্সিকিউটিভ পুলিশ (জম্মু) ১২৪৯ জন

কনস্টেবল এক্সিকিউটিভ পুলিশ (কাশ্মীর) ৪৪০ জন

আগ্রহী প্রার্থীরা কেবলমাত্র অনলাইনের মাধ্যমে কনস্টেবল পদের জন্য আবেদন করতে পারবেন,আবেদনের জন্য অফিসিয়াল ওয়েবসাইট www.jkssb.nic.in দেখুন।

শিক্ষাগত যোগ্যতা

উল্লেখিত পদগুলিতে আবেদনের জন্য প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা দশম বা দ্বাদশ শ্রেণী পাশ করা থাকতে হবে।

বয়সসীমা

এখন নিশ্চ্য়ই ভাবছেন যে আবেদনের জন্য কত বয়স হতে হবে? তাহলে জানিয়ে রাখি, আবেদনকারীর বয়স ১৮ থেকে ২৮ বছরের মধ্যে হতে হবে।

বেতন কাঠামো

আপনার চাকরি যদি উল্লেখিত পদগুলিতে হয়ে যায় তাহলে আপনার মাসিক বেতন ১৯, ৯০০ থেকে ৬৩, ২০০ টাকার মধ্যে হবে।

আবেদন ফি

বিজ্ঞপ্তি অনুযায়ী, যে সকল প্রার্থী SC, ST-1, ST-2, ও EWS শ্রেণীর তাদের আবেদন ফিরে হিসেবে দিতে হবে ৬০০ টাকা। বাকিদের ৭০০ টাকা দিতে হবে।

বাছাই প্রক্রিয়া

প্রার্থীকে বেশ কিছু পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে। যেমন লিখিত পরীক্ষা, শারীরিক মান পরীক্ষা (পিএসটি), শারীরিক দক্ষতা পরীক্ষা (পিইটি), মেডিকেল পরীক্ষা ও
নথি যাচাইকরণ। এক্ষেত্রে বলে রাখা জরুরি, J&K সার্ভিসেস সিলেকশন বোর্ড পরীক্ষার তারিখ এবং পরীক্ষার স্থান / কেন্দ্র (গুলি) আলাদাভাবে জানিয়ে দেবে বিস্তারিত জানতে প্রার্থীদের চোখ রাখতে হবে বোর্ডের ওয়েবসাইট www.jkssb.nicin-এ।

কীভাবে আবেদন করবেন

১) প্রার্থীদের প্রথমেই www.jkssb.nicin এই ওয়েবসাইটে যেতে হবে।

২) এরপর ওয়েবসাইট নিজেকে রেজিস্ট্রেশন করে নিন।

৩) আবেদন ফি জমা দিতে হবে।

৪) ভবিষ্যৎ রেফারেন্সের জন্য পেমেন্ট স্লিপ এবং আবেদন পত্রটি নিজের কাছে রেখে দিন।

সঙ্গে থাকুন ➥
X