পার্থ সারথি মান্না, কলকাতাঃ বর্তমান সময়ে দাঁড়িয়ে একটা ভালো চাকরি পাওয়া বেশ মুশকিল হয়ে দাঁড়িয়েছে। সরকারি চাকরি তো বটেই প্রাইভেট চাকরির জন্যও হাজার হাজার প্রার্থীদের লাইন পড়ে যায়। সম্প্রতি UIDAI এর তরফ থেকে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। গোটা ২৩টি রাজ্য থেকে ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। কি যোগ্যতার প্রয়োজন ও কিভাবে আবেদন করতে হবে? চলুন দেখে নেওয়া যাক।
CSC আধারে নিয়োগের বিজ্ঞপ্তি জারি | CSC Aadhar Supervisor Recruitment 2025
ভারতের প্রতিটা নাগরিকের কাছেই আধার একটি গুরুত্বপূর্ণ নথিতে পরিণত হয়েছে। সরকারি প্রকল্পের জন্য থেকেই শুরু করে প্রতিদিনের কাজে এমনকি ব্যাঙ্কেও আধার কার্ড অত্যাবশ্যক হয়ে পড়েছে। এবার জানা যাচ্ছে আধার সেবা কেন্দ্র কমন সার্ভিস সেন্টার (CSC)-তে বেশি কিছু লোক নেওয়া হবে। দেশের ২৩টি রাজ্য থেকে এই শূন্যপদের জন্য আবেদন করা যাবে। কি যোগ্যতা থাকলে কোন পদের জন্য আবেদন করা যাব? কত টাকা বেতন হবে? সমস্ত খুঁটিনাটি তথ্য রইল আজকের প্রতিবেদনে।
শূন্যপদের বিবরণ
এই নিয়োগের বিজ্ঞপ্তি অনুযায়ী মোট শূন্যপদের সংখ্যা ১৯৫টি। মোট ২৩টি রাজ্যে লোক নেওয়া হবে বলে জানানো হয়েছে, প্রতিটা রাজ্যের নির্দিষ্ট বিজ্ঞপ্তিতে সেই রাজ্যের শূন্যপদের সংখ্যা জানানো হয়েছে। যেমন আপনি যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হন তাহলে মোট শূন্যপদের সংখ্যা ৯টি। যার মধ্যে বীরভূমে ১টি, পূর্ব মেদিনীপুরে ২টি, ঝাড়গ্রামে ৩টি, উত্তর দিনাজপুর ১টি, দক্ষিণ দিনাজপুরে ২টি শূন্যপদ রয়েছে। মূলত আধার সুপারভাইজার বা অপারেটর পদে নিয়োগ করা হবে বলেই জানা যাচ্ছে বিজ্ঞপ্তি থেকে।
বেতন
আধার CSC নিয়োগের বিজ্ঞপ্তিতে আলাদা করে এই আধার কেন্দ্র অপারেটর বা সুপারভাইজার পদের বেতন সম্পর্কে নির্দিষ্ট করে কিছু জানানো হয়নি। তবে যে রাজ্যে নিয়োগ হবে সেই রাজ্যের সরকারের নিয়ম অনুযায়ী বেতন দেওয়া হবে বলে জানানো হয়েছে।
শিক্ষাগত যোগ্যতা
আপনি যদি কমন সার্ভিস সেন্টারে অপারেটর বা সুপারভাইজার হতে চাইলে আবেদনকারী প্রার্থীকে নূন্যতম উচ্চমাধ্যমিক বা সরকারি স্বীকৃত সমতুল্য কোর্সে পাস থাকতে হবে। যদি সেটা না হয় তাহলে মাধ্যমিক পাস ও সাথে ২ বছরের আইটিআই কোর্স করে থাকতে হবে। এছাড়াও যদি মাধ্যমিকের পর পলিটেকনিক ডিপ্লোমা কোর্স করে থাকে তাহলেও আবেদন করা যেতে পারে।
বয়সসীমা
বিজ্ঞপ্তি অনুযায়ী শূন্যপদের জন্য আবেদন করতে চাইলে আবেদনকারীকে নূন্যতম ১৮ বছর বয়সী হতে হবে। তবে নিয়োগের ক্ষেত্রে কোনো ঊর্ধ্ব সীমা নেই। তাই যে কোনো পূর্ণবয়স্ক ছেলেমেয়েরাই আবেদন করতে পারবে।
নিয়োগের পদ্ধতি
এই নিয়োগের ক্ষেত্রে আলাদা করে কোনো লিখিত পরীক্ষা নেওয়া হবে না। প্রথমে যে সমস্ত প্রার্থীরা আবেদন করবেন তাদের একটি তালিকা প্রস্তুত করা হবে। তারপর সেখান থেকে টেকনিক্যাল দক্ষতা অনুযায়ী প্রার্থীবাছাই করা হবে।
অনলাইনে আবেদনের পদ্ধতি
আধার কেন্দ্র অপারেটর বা সুপারভাইজার পদের জন্য অনলাইনেই আবেদন করতে হবে। এর জন্য নিচে দেওয়া পদ্ধতি ফলো করতে হবেঃ
- প্রথমেই অফিসিয়াল ওয়েবসাইট www.cscspv.in এ চলে যেতে হবে।
- এরপর সেখানে Recruitment সেকশনে ক্লিক করলেই নোটিফিকেশন দেখতে পাবেন। এরপর নিজের রাজ্য বাছাই করে তার পাশের ‘Apply Now’ বাটনে ক্লিক করতে হবে।
- শুরুতে আবেদন সংক্রান্ত সমস্ত তথ্য স্ক্রিনে দেখতে পাওয়া যাবে। সেগুলো সবটা পড়ে নেওয়ার পর নিচে আবারও ‘Apply Now’ বাটনে ক্লিক করলেই আবেদনেফ ফর্ম খুলে যাবে।
- এবার সঠিক তথ্য দিয়ে ফর্ম পূরণ করে নিন। তারপর প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করে দিন।
- ডকুমেন্টস আপলোড করা হয়ে গেলে সবটা শুরু থেকে একবার চেকিং করে ক্যাপচা পূরণ করে সাবমিট করলেই আবেদন সম্পন্ন হবে।
প্রয়োজনীয় ডকুমেন্টস
- আধার কার্ড
- PDF, DOC বা Docx ফরম্যাটে বায়োডাটা
- শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র
- আধার সুপারভাইজার সার্টিফিকেট
আবেদনের অফিসিয়াল ওয়েবসাইট : Official Website
অফিসিয়াল বিজ্ঞপ্তি : Official Recruitment Notification