সৌভিক মুখার্জী, কলকাতা: গত 30 এপ্রিল অক্ষয় তৃতীয়ার পুণ্য লগ্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে দিঘায় জগন্নাথ মন্দিরের (Digha Jagannath Temple) শুভ উদ্বোধন হয়। আর সেই দিন থেকে যেন পর্যটকদের ভিড় উপচে পড়েছে সমুদ্র সৈকত লাগোয়া এই দিঘার জগন্নাথ মন্দিরে। প্রতিদিন হাজার হাজার মানুষ ভিড় করছে এই মন্দির দর্শনের জন্য।
কিন্তু যত ভিড় বাড়ছে, তত পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। পুলিশ প্রশাসন এই ভিড় সামাল দিতে গিয়ে কার্যত হিমশিম খাচ্ছে। আর এহেন পরিস্থিতিতে রাজ্য সরকার এক বিরাট সিদ্ধান্তের পথে হাঁটলো। জানা যাচ্ছে, এবার অতিরিক্ত 100 জন সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করা হবে, যারা এই মন্দির ও মন্দির লাগোয়া আশেপাশের অঞ্চলগুলির নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখবে।
বিজ্ঞপ্তিতে কী বলা রয়েছে?
সম্প্রতি পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেখানে স্পষ্ট জানানো হয়েছে, দিঘা থানার অন্তর্গত এলাকা এবং দীঘা মোহনা থানার আওতায় থাকা অঞ্চলগুলিতে 100 জন অতিরিক্ত সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করা হবে। এমনকি আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়ার প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে।
কারা আবেদন করতে পারবেন?
যেমনটা জানানো হয়েছে, এই সিভিক ভলেন্টিয়ার পদে আবেদন করার জন্য প্রার্থীকে ন্যূনতম 20 বছর বয়স হতে হবে। পাশাপাশি অবশ্যই অষ্টম শ্রেণী পাস করতে হবে। তাহলেই আবেদন করা যাবে। তবে হ্যাঁ, যাদের কাছে NCC, NSS ও সিভিল ডিফেন্স সংক্রান্ত প্রশিক্ষণের অভিজ্ঞতা রয়েছে, বা কম্পিউটার দক্ষতা রয়েছে, তাদেরকে আগে অগ্রাধিকার দেওয়া হবে।
কীভাবে আবেদন করবেন?
জানা যাচ্ছে, প্রতিদিন সকাল 10 টা থেকে বিকেল 5 টা পর্যন্ত প্রার্থীরা অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। সরাসরি দিঘা থানা অথবা দিঘা মোহনা থানায় গিয়ে আবেদনপত্র সংগ্রহ ও জমাও দিতে পারবে প্রার্থীরা। তবে হ্যাঁ, আবেদন করার শেষ তারিখ 19 মে, 2025। এরপর আর কোনও আবেদন গ্রহণ করা হবে না। তাই যারা আবেদন করতে চান, তারা অবশ্যই নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদন সারবেন।
আরও পড়ুনঃ একযোগে ৫১ জায়গায় ৭১ হামলা! পাকিস্তানের টুঁটি চেপে ধরল বালোচ আর্মি, কাঁপছে ইসলামাবাদ
তবে এও জানিয়ে রাখি, কোনওরকম অপরাধমূলক রেকর্ড থাকলে এখানে আবেদন গ্রহণ করা হবে না। জেলা পুলিশের আধিকারিক জানিয়েছেন, ইতিমধ্যে প্রচুর আবেদন জমা পড়তে শুরু করেছে। স্থানীয় তরুণ তরুণীদের এই চাকরিতে যোগ দেওয়ার আগ্রহ দেখা যাচ্ছে। তাই আপনি যদি দিঘা বা তার আশেপাশের অঞ্চলের বাসিন্দা হন এবং উপযুক্ত যোগ্যতা থাকা সত্ত্বেও বেকার হয়ে থাকেন, তাহলে এই সুযোগ হাতছাড়া করবেন না।