সৌভিক মুখার্জী, কলকাতা: আপনি যদি মাধ্যমিক পাস করে থাকেন, তাহলে আপনার জন্য রইল দারুণ সংবাদ। কারণ, পূর্ব রেলওয়ে এবার প্রচুর শূন্যপদে অ্যাপ্রেন্টিস নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে। হ্যাঁ, একটি শর্ট নোটিফিকেশন জারি হয়েছে পূর্ব রেলের তরফ থেকে। আর খুব শীঘ্রই বিস্তারিত নোটিফিকেশন জারি করা হবে। জানা যাচ্ছে, এখানে 3 হাজারের বেশি শূন্যপদ থাকছে এবং মাধ্যমিক পাস যোগ্যতায় চাকরিপ্রার্থীরা আবেদন করতে পারবে।
কোন কোন ট্রেডে নিয়োগ করা হচ্ছে, শূন্যপদ কত রয়েছে, শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, বয়স সীমা কত লাগবে, কত টাকা বেতন দেওয়া হবে, কীভাবে আবেদন করবেন, কীভাবে নিয়োগ করা হবে, সমস্ত তথ্য জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
পদ এবং শূন্যপদের বিবরণ
পূর্ব রেলের তরফ থেকে যেমনটা জানানো হয়েছে, এখানে এক অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ করা হবে এবং মোট 3115 টি শূন্যপদ রয়েছে। তবে এর ভিতরে বিভিন্ন ট্রেড রয়েছে। যেমন ইলেকট্রিশিয়ান, ফিটার, মেশিনেস্ট, ওয়েল্ডার কার্পেন্টার ইত্যাদি।
শিক্ষাগত যোগ্যতা কী লাগবে?
যদিও এখনও বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি। তবে যেমনটা জানা যাচ্ছে, এখানে মাধ্যমিক পাস যোগ্যতায় চাকরিপ্রার্থীরা আবেদন করতে পারবে। তবে সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই সার্টিফিকেট লাগবে।
বয়স সীমা কত দরকার?
ন্যূনতম 15 বছর থেকে সর্বোচ্চ 24 বছর বয়সের প্রার্থীরা এখানে আবেদন করতে পারব বলে জানানো হয়েছে। এর পাশাপাশি সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় দেওয়া হবে।
বেতন কাঠামো
যেহেতু অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ করা হচ্ছে, তাই এখানে সরকারের নির্ধারিত নিয়ম অনুযায়ী স্টাইপেন্ড দেওয়া হবে। প্রতি মাসে 7000 টাকা থাকে 9000 টাকা দেওয়া হবে বলেই জানানো হয়েছে।
নির্বাচন প্রক্রিয়া
কোনোরকম লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ এখানে হবে না। শুধুমাত্র মাধ্যমিক পরীক্ষা এবং আইটিআই পরীক্ষার উপর ভিত্তি করে মেরিট লিস্ট বানানো হবে। তারপর ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে নিয়োগ করা হবে।
আরও পড়ুনঃ হলুদ ধাতুর ঝলকানিতে মধ্যবিত্তর বুক ধুকপুকানি! আজকের সোনা, রুপোর দর
আবেদন পদ্ধতি
চাকরিপ্রার্থীরা রেলওয়ে রিক্রুটমেন্ট সেলের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবে। প্রথমে রেজিস্ট্রেশন করে নিতে হবে। তারপর নিজের ব্যক্তিগত তথ্য ও প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করে আবেদন সেরে নিতে হবে।
বলে দিই, এখানে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে 1 জুলাই, 2025 তারিখে। এখনও আবেদন শুরু হয়নি এবং আবেদনের শেষ তারিখে জানানো হয়নি। খুব শীঘ্রই আরআরসি’র অফিসিয়াল ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |