EPFO-তে প্রচুর কর্মী নিয়োগ, পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীরাও করতে পারবেন আবেদন

Published on:

EPFO Recruitment 2025

সৌভিক মুখার্জী, কলকাতাঃ বেকার চাকরিপ্রার্থীদের জন্য দারুণ সুখবর। সম্প্রতি শ্রম দপ্তরের তরফ থেকে ডেপুটি ডিরেক্টর এবং অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পদে নিয়োগের (EPFO Recruitment 2025) বিজ্ঞপ্তি জারি হয়েছে। যোগ্য চাকরিপ্রার্থীরা ভারতীয় নাগরিক হলে পশ্চিমবঙ্গের যেকোন জেলা থেকে এই পদে আবেদন করতে পারবে। এই পদে চাকরি পেলে মোটা অঙ্কের বেতন সহ মিলবে প্রচুর সুযোগ-সুবিধা। 

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

কোন পদে কয়টি শূন্যপদ রয়েছে, শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, বয়স সীমা কত লাগবে, কত টাকা বেতন দেওয়া হবে, আবেদন কীভাবে করবেন, নিয়োগ কীভাবে করা হবে ইত্যাদি বিষয়গুলি জানার জন্য প্রতিবেদনটি অবশ্যই শেষ পর্যন্ত পড়ুন। 

পদ এবং শূন্যপদের বিবরণ | EPFO Recruitment 2025 |

অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী যেমনটা জানা যাচ্ছে, EPFO সংস্থার তরফ থেকে ডেপুটি ডিরেক্টর এবং অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পদে নিয়োগ করা হবে। শূন্যপদ সম্পর্কে যদি আলোচনা করি তাহলে এখানে মোট ২৫টি শূন্যপদ পাওয়া যাবে, যেখানে ডেপুটি ডিরেক্টর পদের জন্য ৭টি এবং অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পদের জন্য ১৮টি শূন্যপদ থাকছে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

শিক্ষাগত যোগ্যতা কী লাগবে?

অফিসিয়াল বিজ্ঞপ্তি বলছে, এই পদগুলিতে আবেদন করার জন্য কোনরকম আলাদাভাবে শিক্ষাগত যোগ্যতা লাগবে না। কিন্তু বলে রাখি, প্রার্থীদের নিয়মিতভাবে সমতুল্য কোন পদে কর্মরত কর্মকর্তা হতে হবে। তাহলে এই পদে আবেদন করা যাবে। 

বয়স সীমা কত লাগবে?

অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী, এই পদগুলিতে সর্বোচ্চ ৫৬ বছর বয়সের প্রার্থীরা আবেদন করতে পারবে। তবে বয়স হিসাব করতে হবে আবেদনের শেষ তারিখ অনুযায়ী। 

বেতন কত দেওয়া হবে?

বিজ্ঞপ্তি অনুযায়ী যেমনটি জানা যাচ্ছে, ডেপুটি ডাইরেক্টর পদে চাকরি পেলে লেভেল ১১ পে-ম্যাট্রিক্স হিসাবে বেতন দেওয়া হবে এবং অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পদে চাকরি পেলে লেভেল ১০ পে-ম্যাট্রিক্স হিসাবে বেতন দেওয়া হবে। 

আবেদন কীভাবে করবেন?

ইচ্ছুক এবং যোগ্য চাকরিপ্রার্থীরা নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করে আবেদন করতে পারবেন-

  • প্রথমে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র ডাউনলোড করতে হবে। 
  • এরপর নির্ধারিত ফরম্যাট মেনে আবেদনপত্রটি ব্যক্তিগত তথ্য দিয়ে পূরণ করতে হবে। 
  • এরপর আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় নথিপত্রগুলি সংযুক্ত করতে হবে। 
  • এরপর নীচে দেওয়া ঠিকানায় স্পিড পোস্টের মাধ্যমে আবেদনপত্রটি পাঠিয়ে দিতে হবে।

এই ঠিকানায় আবেদনপত্র পাঠান- Sh. Deepak Arya, Regional Provident Fund Commissioner-II, Plate A, Ground Floor, Block II, East Kidwai Nagar, New Delhi-110023

তবে এক্ষেত্রে বলে রাখি, আবেদনপত্র পাঠাতে হবে বিজ্ঞপ্তি প্রকাশের ৪৫ দিনের মধ্যে। 

নিয়োগ কীভাবে করা হবে?

অফিসিয়াল বিজ্ঞপ্তিতে নিয়োগের জন্যে কোনরকম লিখিত পরীক্ষা বা কম্পিউটার ভিত্তিক পরীক্ষার কথা উল্লেখ করা নেই। প্রথমে আবেদনপত্র যাচাই-বাছাই এবং স্ক্রুটিনি করা হবে। তারপর অভিজ্ঞতা ও যোগ্যতার মূল্যায়ন করে ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে। 

আরও পড়ুনঃ সুখবর, এক ধাক্কায় অনেকটাই দাম কমল গ্যাস সিলিন্ডারের, নতুন রেট কত?

অফিসিয়াল ওয়েবসাইট- Click Here

অফিসিয়াল নোটিশ- EPFO Official Notification

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group