সৌভিক মুখার্জী, কলকাতা: চাকরিপ্রার্থীদের জন্য দারুণ সুখবর। দেশের সরকারি স্বাস্থ্য পরিষেবাকে আরো শক্তিশালী করার জন্য এবার কর্মচারী রাজ্য বীমা কর্পোরেশন বা ESIC এর তরফ থেকে বড়সড় নিয়োগের (ESIC Recruitment 2025) বিজ্ঞপ্তি জারি করেছে। হ্যাঁ, Specialist Grade-II পদে প্রচুর শূন্যপদে নিয়োগ করা হবে বলে জানা যাচ্ছে, যেখানে যোগ্য চাকরিপ্রার্থীরা এখানে অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। এমনকি এই পদে চাকরি পেলে শুরুতেই দেওয়া হবে মোটা অঙ্কের মাইনে।
কোন পদের জন্য কয়টি শূন্যপদ রয়েছে, শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, বয়স সীমা কত প্রয়োজন, কত টাকা বেতন দেওয়া হবে, কীভাবে আবেদন করবেন, কীভাবে নিয়োগ করা হবে, সমস্ত তথ্য জানতে হলে অবশ্যই এই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
পদ এবং শূন্যপদের বিবরণ | ESIC Recruitment 2025 |
অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী যেমনটা জানা যাচ্ছে, এখানে Specialist Grade-II পদের আওতায় জুনিয়র স্কেল এবং সিনিয়র স্কেল পদে নিয়োগ করা হবে। শূন্যপদের দিকে যদি আমরা তাকাই, তাহলে মোট 558টি শূন্যপদ পাওয়া যাবে। যেখানে জুনিয়র স্কেল পদে 403টি এবং সিনিয়র স্কেল পদে 155টি শূন্যপদ রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা কী লাগবে?
অফিসিয়াল বিজ্ঞপ্তিতে যেমনটা জানা গিয়েছে, জুনিয়র স্কেল পদে আবেদন করতে চাইলে M.B.B.S ডিগ্রি সহ Medical Council Act, 1956 অনুযায়ী যেকোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি অর্জন করতে হবে। তবে সিনিয়র স্কেল পদে আবেদন করার জন্য যেকোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি অর্জন করলেই হবে।
বয়স সীমা কত প্রয়োজন?
বিজ্ঞপ্তিতে যেমনটা জানানো হয়েছে, এখানে আবেদন করার জন্যে সর্বোচ্চ বয়স লাগবে ৪৫ বছর। সর্বনিম্ন বয়স সীমা উল্লেখ করা নেই। তবে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা আবার বয়সের ছাড় পাবে।
কত টাকা বেতন দেওয়া হবে?
আগেই বলা হয়েছে, এই পদগুলিতে চাকরি পেলে মোটা অঙ্কের বেতন দেওয়া হবে। যেমনটা জানা যাচ্ছে, জুনিয়র স্কেল পদে চাকরি পেলে প্রতি মাসে পে-লেভেল 11 অনুযায়ী 67,700/- টাকা বেতন দেওয়া হবে এবং সিনিয়র স্কেল পদে চাকরি পেলে প্রতি মাসে পে-লেভেল 12 অনুযায়ী 78,800/- টাকা বেতন দেওয়া হবে।
কীভাবে আবেদন করবেন?
যোগ্য এবং আগ্রহী চাকরিপ্রার্থীদের এখানে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে বলে জানানো হয়েছে। প্রথমে ESIC নির্ধারিত ফরম্যাটে আবেদন পত্রটি পূরণ করতে হবে। এরপর আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্টগুলি যুক্ত করে সংশ্লিষ্ট রাজ্যের ESIC অফিসে পাঠিয়ে দিতে হবে।
জানিয়ে রাখি, এখানে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 9 এপ্রিল, 2025 তারিখে এবং আবেদন জমা দেওয়ার শেষ তারিখ 26মে, 2025। তাই যারা আবেদন করতে ইচ্ছুক, তারা অবশ্যই নির্দিষ্ট সময় সীমার মধ্যে আবেদন সেরে নেবেন।
নিয়োগ প্রক্রিয়া
প্রার্থীদের এখানে কোনরকম লিখিত পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে না বলে জানানো হয়েছে। শুধুমাত্র ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে এবং চূড়ান্ত নির্বাচনের আগে ডকুমেন্ট ভেরিফিকেশন করানো হবে।
অফিসিয়াল ওয়েবসাইট- ESIC Official Website
অফিসিয়াল নোটিশ- ESIC Official Notification
India Hood এর তরফ থেকে আমরা প্রতিদিন গুরুত্বপূর্ণ সরকারি চাকরির আপডেট দিয়ে থাকি। তাই প্রতিনিয়ত চাকরির আপডেট পেতে অবশ্যই গুগল করুন Indiahood Job। পাশাপাশি ফলো করেন India Hood Bangla কে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |