পার্থ সারথি মান্না, কলকাতাঃ একটা সরকারি চাকরি পাওয়া অনেকেরই স্বপ্ন থাকে। এর জন্য মাধ্যমিক উচমাধ্যমিকের পর থেকেই প্রস্তুতি নিতে শুরু করে বহু ছেলেমেয়ে। এমনকি কিছু জন কাজের পাশাপাশি পড়াশোনা চালিয়ে যান। এবার সমস্ত চাকরিপ্রার্থীদের সুখবর দিল ভারতীয় বন সার্ভে বিভাগ। হ্যাঁ ঠিকই ধরেছেন নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে FSI এর তরফ থেকে। আজকের প্রতিবেদনে সেই তথ্যই তুলে ধরব আপনাদের জন্য।
ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়াতে নিয়োগের বিজ্ঞপ্তি জারি | Forest Survey of India or FSI Recruitment 2025
সম্প্রতি বিভিন্ন শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়া। গ্রূপ বি ও গ্রূপ সি পদের জন্য আবেদন করতে পারবেন ভারতের যে কোনো জায়গা থেকেই। কি শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন? কিভাবে আবেদন করবেন? সমস্ত খুঁটিনাটি জানতে আজকের প্রতিবেদনটি শেষ অবধি পড়ুন।
শূন্যপদের বিবরণ | FSI Recruitment 2025 |
FSI এর জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী মোট ২০টি পদের জন্য লোক নেওয়া হবে। এর মধ্যে সুপারিন্টেন্ডেট পদের জন্য ১০টি, সিনিয়ার ড্রাফ্টসম্যান পদের জন্য ২টি, স্টেনোগ্রাফার গ্রেড – ১ পদের জন্য ৫টি ও অপার ডিভিশনাল ক্লার্ক পদে ১টি শূন্যপদ রয়েছে বলে জানা যাচ্ছে।
বেতন
শূন্যপদ জানার পরেই যেটা সকলের প্রশ্ন সেটা হল কতটাকা বেতন পাওয়া যাবে। বিজ্ঞপ্তি অনুযায়ী ভিন্ন পদের ক্ষেত্রে ভিন্ন বেতন পরিকাঠামো থাকবে। নিচে পদের ভিত্তিতে বেতনের কাঠামো দেওয়া হল:
- সুপারিন্টেন্ডেন্ট – পে লেভেল ৬ অনুযায়ী ৩৫,৪০০ থেকে ১,১২,৪০০ টাকা
- সিনিয়ার ড্রাফ্টসম্যান – পে লেভেল ৬ অনুযায়ী ৩৫,৪০০ থেকে ১,১২,৪০০ টাকা
- স্টেনোগ্রাফার গ্রেড ১ – পে লেভেল ৬ অনুযায়ী ৩৫,৪০০ থেকে ১,১২,৪০০ টাকা
- আপার ডিভিশন ক্লার্ক – পে লেভেল ৬ অনুযায়ী ২৫,৫০০ থেকে ৮১,১০০ টাকা
শিক্ষাগত যোগ্যতা
যেমনটা আগেই বলা হয়েছে, একাধিক পদের জন্য নিয়োগ করা হচ্ছে। সেক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতাও ভিন্ন ভিন্ন হবে। এক্ষেত্রে কোন পদের ক্ষেত্রে কি যোগ্যতা প্রয়োজন সেটা নিচে তালিকারূপে দেওয়া হলঃ
- সুপারিন্টেন্ডেন্ট পদের জন্য আবেদনকারীকে ৬ বছরের জন্য লেভেল ৫ যেকোনো পোস্টে ৬ বছর বা লেভেল ৪ এর কোন পদে ১০ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়াও প্রশাসনিক, অ্যাকাউন্ট ও সংস্থানের জন্য কাজের ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
- সিনিয়ার ড্রাফ্টসম্যান পদের জন্য কেন্দ্রীয় সরকারের বা রাজ্য সরকারের অধীনে লেভেল ৪ এর কোনো পদে ৮ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। তবেই আবেদন করতে পারবেন প্রার্থীরা।
- স্টেনোগ্রাফার গ্রেড ১ – এই পদের জন্য প্রার্থীকে ১০ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। যে বিভাগে নিয়োগ হচ্ছে সেই বিভাগের হলে ভালো হয়।
- আপার ডিভিশন ক্লার্ক – এক্ষেত্রেও টানা ৮ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এক্ষেত্রে একই গ্রেড বা তার নিচের গ্রেডে কাজ করে থাকলেও আবেদন করা যেতে পারে।
বয়সসীমা
যেহেতু এই নিয়োগের ক্ষেত্রে কাজের অভিজ্ঞতাকে গুরুত্ব দেওয়া হয়েছে তাই এক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা অনেকটাই বেশি। জানা যাচ্ছে, ৫৬ বছর অবধি আবেদন করা যাবে এই পদগুলির জন্য। এই বয়সের হিসাব করা হবে আবেদনের শেষ তারিখের হিসাবে।
নিয়োগের পদ্ধতি
এই নিয়োগে মূলত ডেপুটেশনের ভিত্তিতে করা হবে। তাই যে সমস্ত প্রার্থীরা আবেদন করবেন তাদের অভিজ্ঞতা ও বার্ষিক রিপোর্ট বা ACR এর APAR এর উপর নির্ভর করবে। এছাড়া নিয়োগের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়ার তরফ থেকেই।
আবেদনের পদ্ধতি
আপনি যদি FSI এর শূন্যপদের জন্য আবেদন করতে চান তাহলে অফলাইনের মাধ্যমেই আবেদন করতে হবে। এক্ষেত্রে নিম্নলিখিত পদ্ধতি ফলো করতে হবেঃ
- প্রথমেই অফিসিয়াল ওয়েবসাইটে চলে যেতে হবে।
- এরপর অফিসিয়াল বিজ্ঞপ্তি থেকে আবেদনের ফর্ম ডাউনলোড করে সেটাকে সঠিক তথ্য দিয়ে পূরণ করে নিতে হবে।
- এরপর প্রয়োজনীয় ডকুমেন্ট, ও শেষ পাঁচ বছরের ACR বা APAR আবেদন ফর্মের সাথে যুক্তি করে অ্যাটেস্টেড করতে হবে গ্যাজেটেড অফিসারের দ্বারা।
- ফর্ম ও সমস্ত ডকুমেন্ট তৈরি করা হয়ে গেলে নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে। তাহলেই আবেদন করা হয়ে যাবে।
আবেদন পাঠানোর ঠিকানা
ফর্ম ও ডকুমেন্টস পাঠানোর ঠিকানাটি হলঃ ডিরেক্টর জেনারেল, ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়া, পোস্ট অফিস এইপিই, কাউলাগড় রোড, দেরাদুন – ২৪৮১৯৫
আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস
- শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র
- আধার কার্ড / ভোটার কার্ড
- ACR বা APAR রিপোর্ট
আবেদনের শেষ তারিখঃ ৩১শে মার্চ ২০২৫
অফিসিয়াল ওয়েবসাইট লিংক : Official Website
অফিসিয়াল বিজ্ঞপ্তির লিংক : Official Advertisement Link
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |