HSSC Constable এর ৬০০০ পদে শুরু হল কর্মী নিয়োগ, এভাবে করুন আবেদন

Published on:

haryana

HSSC Constable Recruitment Notification 2024: আপনিও কি বেকার হয়ে বাড়িতে বসে আছেন? ভালো চাকরির সন্ধান করছেন? তাহলে আপনার জন্য রইল অত্যন্ত সুখবর। এবার এক ধাক্কায় ৬০০০টি পদে কর্মী নিয়োগের ঘোষণা হয়ে গেল। আসলে হরিয়ানা স্টাফ সিলেকশন কমিশন কনস্টেবল পদে কর্মী নিয়োগের ঘোষণা করেছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, পুরুষ এবং মহিলা উভয়েই আবেদন জানাতে পারবেন পদগুলির জন্য। যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা কেবল হরিয়ানা স্টাফ সিলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট https://www.hssc.gov.in/ -এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ ৮ জুলাই, ২০২৪।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

পদের নাম ও সংখ্যা

HSSC Constable Recruitment 2024 : হরিয়ানা স্টাফ সিলেকশন কমিশনের তরফে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, পুরুষ কনস্টেবল পদে ৫০০০ জন এবং মহিলা কনস্টেবল পদে ১০০০ জনকে নিয়োগ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা

আপনিও যদি কনস্টেবল পদে চাকরি করতে ইচ্ছুক হয়ে থাকেন তাহলে আপনার শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে। এরইসঙ্গে হিন্দি বা সংস্কৃত নিয়ে ম্যাট্রিক পাশ করা থাকতে হবে। এখানে একটি বিশেষ কথা বলে রাখা জরুরি, উচ্চশিক্ষার জন্য প্রার্থীকে কোনও অতিরিক্ত গুরুত্ব দেওয়া হবে না

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

বয়সসীমা

আবেদনকারীর বয়স ১৮ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে।

বেতন কাঠামো

আপনার চাকরি যদি উল্লেখিত পদে হয়ে যায় তাহলে আপনি মাস প্রতি Level 3 পর্যায়ের ২১,৭০০ টাকা বেতন পেয়ে যাবেন।

বাছাই পর্ব

উপরোক্ত পদগুলির জন্য প্রার্থীদের বেশ কয়েকটি ধাপের মধ্যে দিয়ে যেতে হবে। এই ধাপগুলি হল কমন এলিজিবিলিটি টেস্ট (সিইটি), শারীরিক পরীক্ষা (পিএমটি), শারীরিক স্ক্রিনিং টেস্ট (পিএসটি) এবং জেনারেল নলেজ।

শারীরিক স্ক্রিনিং টেস্ট (পিএসটি)

পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে ২.৫ কিলোমিটার দৌড়ের আয়োজন করা হবে, যার সময়সীমা হবে ১২ মিনিটের।

মহিলা প্রার্থীদের ক্ষেত্রে ১.০ কিলোমিটারের একটি দৌড়ের আয়োজন করা হবে, যার সময়সীমা থাকবে ৬ মিনিট।

এছাড়া অবসরপ্রাপ্ত প্রার্থীদের জন্য ১.০ কিলোমিটারের একটি দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হবে যার সময়সীমা হবে ৫ মিনিট।

কীভাবে আবেদন করবেন 

এইচএসএসসি hssc.gov.in অফিসিয়াল ওয়েবসাইট যান।

হোমপেজে গিয়ে ‘Apply’ ট্যাবে ক্লিক করুন।

এবার ফোন নম্বর ইত্যাদি দিয়ে নিজের নাম রেজিস্ট্রেশন করুন।

এবার সব তথ্য পূরণ করুন এবং আবেদন করুন।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group