বেতন ৫৩,০৯৩ টাকা, ১২১৭টি শূন্যপদে নিয়োগ শুরু করলো সরকারি সংস্থা HLL

Published on:

job

HLL Lifecare Limited Recruitment 2024: উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার পরেও বেকার হয়ে বাড়িতে বসে? ভালো চাকরি খুঁজছেন? তাহলে আপনার জন্য রইল বাম্পার সুখবর। আর আপনার জন্য এই সুযোগ বয়ে আনল কেন্দ্রীয় সরকার। আসলে কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের অধীনস্থ এইচএলএল লাইফকেয়ার নামে একটি সংস্থায় বাম্পার নিয়োগের ঘোষণা করা হয়েছে। হাজারেরও বেশি পদে এই নিয়োগ হবে বলে খবর। আবেদনের শেষ তারিখ ১৭ জুলাই। আবেদন করতে হবে https://www.lifecarehll.com/ এই ওয়েবসাইটের মাধ্যমে। আপনিও কি এই কোম্পানিতে চাকরি করতে ইচ্ছুক? তাহলে জেনে নিন কী কী যোগ্যতা লাগবে, কীভাবে আবেদন করবেন সে সম্পর্কে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

পদের নাম ও সংখ্যা

মোট ১২১৭টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। সিনিয়র ডায়ালাইসিস টেকনিশিয়ান/ ডায়ালাইসিস টেকনিশিয়ান/ জুনিয়র/ অ্যাসিস্ট্যান্ট ডায়ালাইসিস টেকনিশিয়ান পদে ১২০৬ জন, অ্যাকাউন্টস অফিসার পদে ২ জন, অ্যাডমিন সহকারী পদে ২ জন, প্রোজেক্ট কোঅর্ডিনেটর পদে ১ জন এবং সেন্টার ম্যানেজার পদে ৫ জনকে নিয়োগ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা

বিজ্ঞপ্তি অনুযায়ী, সিনিয়র ডায়ালাইসিস টেকনিশিয়ান পদে চাকরি পেতে হলে মেডিকেল ডায়ালাইসিস টেকনোলজি / রেনাল ডায়ালাইসিস প্রযুক্তিতে ডিপ্লোমা বা B.Sc ডিগ্রি থাকতে। এছাড়া এই ফিল্ডে কমপক্ষে আট বছরের অভিজ্ঞতা থাকতে হবে। অথবা মেডিকেল ডায়ালাইসিস টেকনোলজি/রেনাল ডায়ালাইসিস টেকনোলজিতে ন্যূনতম ছয় মাসের অভিজ্ঞতাসহ M.Sc করা থাকতে হবে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

ডায়ালাইসিস টেকনিশিয়ান পদে চাকরি পেতে প্রার্থীর কাছে মেডিকেল ডায়ালাইসিস টেকনোলজিতে সার্টিফিকেট কোর্স এবং সাত বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। অথবা মেডিকেল ডায়ালাইসিস টেকনোলজি / রেনাল ডায়ালাইসিস টেকনোলজিতে ডিপ্লোমা বা B.Sc ডিগ্রি এবং পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা বাধ্যতামূলক। ডায়ালাইসিস টেকনোলজিতে এমএসসিতে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে। জুনিয়র ডায়ালাইসিস টেকনিশিয়ানের জন্য সব যোগ্যতা একই। সার্টিফিকেট কোর্স করলে প্রার্থীদের ৪ বছর, ডিগ্রি বা ডিপ্লোমা থাকলে দুই বছর এবং M.Sc করলে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে। অ্যাসিস্ট্যান্ট ডায়ালাইসিস টেকনিশিয়ান পদের জন্য সার্টিফিকেট কোর্সের পর এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে। সর্বোপরি যে কোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ভালো নম্বর সহ MBA, M.Com, MSW, M.Sc, B.Sc, CA, CMA, ডিপ্লোমা ও পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি কমপ্লিট করা থাকতে হবে।

বেতন কাঠামো

উল্লেখিত পদগুলিতে যদি আপনার চাকরি হয়ে যায় তাহলে আপনি প্রতি মাসে ২৪,২১৭ টাকা থেকে শুরু করে ৫৩,০৯৩ টাকা অবধি পেয়ে যেতে পারেন।

বয়সসীমা

আবেদনকারীর বয়স ১ জুলাই ২০২৪ তারিখ অনুযায়ী সর্বোচ্চ ৩৭ বছর বা তার নিচে হতে হবে।

কর্মক্ষেত্র

তামিলনাড়ু, কেরালা ও অন্ধ্রপ্রদেশ, দিল্লি, পশ্চিমবঙ্গ, ওড়িশা ও ঝাড়খণ্ড, মহারাষ্ট্র ও ছত্তিশগড়।

আবেদন ফি

কোনো ফি লাগবে না।

প্রার্থী বাছাই পদ্ধতি

বিজ্ঞপ্তি অনুযায়ী, লিখিত পরীক্ষা/ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। ৯০ নম্বরের লিখিত পরীক্ষা এবং ১০ নম্বরের ইন্টারভিউ হবে।

কীভাবে আবেদন করবেন

এখন নিশ্চয়ই ভাবছেন কীভাবে আবেদন করবেন? তাহলে জেনে নিন স্টেপ বাই স্টেপ।

১) প্রার্থীরা সর্বপ্রথম lifecarehll.com এই ওয়েবসাইটে গিয়ে বিজ্ঞপ্তিটি ডাউনলোড করতে হবে।

২) এরপর নিজের ডেস্কটপ বা কোনো অনলাইন সেন্টারে গিয়ে আবেদন ফর্মটি প্রিন্ট আউট করবেন।

৩) পরবর্তী ধাপ হিসেবে আবেদন ফর্মে আবেদনকারী ইচ্ছুক প্রার্থীর নাম, তার স্থানীয় ঠিকানা, তার অভিভাবকের নাম, তার জন্মতারিখ সহ যা যা নথি চাইবে সেগুলি দিতে হবে।

৪) এরপর একটি মুখবন্ধ খামে ফিলাপ করা আবেদন ফর্মটি ভরে নেবেন ও এরসাথে নিজের যাবতীয় কার্যকলাপের অরিজিনাল নথিপত্র গুলো নেবেন।

৫) এরপর বিজ্ঞপ্তিতে উল্লেখ করা ঠিকানায় স্পীড পোস্ট বা নিজে গিয়ে আবেদন ফর্মটি জমা করে দেবেন।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group