চাকরি প্রার্থীদের জন্য রইল এক বাম্পার সুখবর। গ্ৰুপ সি-র এবার্বকয়েক হাজার পদে কর্মী নিয়োগে বিজ্ঞপ্তি জারি করা হল। বর্তমান সময়ে একটা ভালো চাকরি জোগাড় করা মোটেই কিন্তু মুখের কথা নয়ম সর্বোপরি সেই চাকরি আবার টিকিয়ে রাখাও কিন্তু বেশ বড় ব্যাপার। দেশে এখনো এমন বহু মানুষ রয়েছেন যারা একটা ভালো চাকরির জন্য রাস্তায় হন্যে হয়ে ঘুরে বেরাচ্ছেন। তবে এবার সকলের সেই অপেক্ষার দিন শেষ। কারণ এবার এক ধাক্কায় ১৫,৭৫৫টি পদে কর্মী নিয়োগের ঘোষণা করে দেওয়া হল।
পদের নাম ও সংখ্যা
আসলে হরিয়ানা স্টাফ সিলেকশন কমিশন গ্রুপ সি এর ১৫৭৫৫ টি পদের জন্য যোগ্য প্রার্থীদের কাছ থেকে আবেদন পত্র আহ্বান করেছে। যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা কেবল হরিয়ানা স্টাফ সিলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন।
শিক্ষাগত যোগ্যতা
এখন আপনিও নিশ্চয়ই ভাবছেন যে হরিয়ানা স্টাফ সিলেকশন কমিশন গ্রুপ সি এর জন্য আবেদন জানাতে গেলে কী কী শিক্ষাগত যোগ্যতা জরুরি? তাহলে জানিয়ে রাখি, আবেদনকারীর কাছে দশম, দ্বাদশ, ডিপ্লোমা, স্নাতক, স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
বয়সসীমা
অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী, গ্ৰুপ সি পদে আবেদনকারীর বয়স ১৮ থেকে ৪২ বছরের মধ্যে হতে হবে।
বাছাই প্রক্রিয়া
আবেদনকারীকে বেশ কয়েকটি ধাপের মধ্যে দিয়ে যেতে হবে। যেমন লিখিত পরীক্ষা, স্কিল টেস্ট এবং প্রিলিমিনারি টেস্ট দিতে হবে।
পরীক্ষার প্যাটার্ন
বিজ্ঞপ্তি অনুযায়ী, সমস্ত প্রশ্ন বাধ্যতামূলক হবে। প্রশ্নপত্র হবে দ্বিভাষিক অর্থাৎ ইংরেজি এবং হিন্দি। একটি অফলাইন (ওএমআর ভিত্তিক) লিখিত পরীক্ষা হবে গ্রুপ-সি পদে নিয়োগের জন্য। যদিও ভুল উত্তরের জন্য কোনও নেগেটিভ মার্কিং থাকবে না। অর্থাৎ পরীক্ষার্থীদের ভুল উত্তরের জন্য নম্বর কাটা হবে না। তবে প্রার্থী যদি সবগুলো অপশনের কোনোটিতে টিক না দিয়ে থাকেন, তাহলে তার ০.৯৭৫ নম্বর কেটে নেওয়া হবে।
আবেদন ফি
জানলে অবাক হবেন, আবেদনকারীকে চাকরি পেতে কোনোরকম ফি প্রদান করতে হবে না। আবেদন করার শেষ তারিখ ৮ জুলাই, ২০২৪।
কীভাবে আবেদন করবেন
আপনিও যদি এই পদে চাকরি পেতে ইচ্ছুক হয়েছে থাকেন তাহলে অফিশিয়াল ওয়েবসাইট https://hssc.gov.in/ -তে যেতে হবে।
তারপর Apply Online লিংকে ক্লিক করুন।
এবার সংশ্লিষ্ট নিয়োগের বিজ্ঞাপন adv042024.hryssc.com লিঙ্কে ক্লিক করতে হবে।
রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন হলে লগইন করার পর আবেদন ফরমটি পূরণ করতে হবে।
সঠিক আকারে প্রয়োজনীয় সব কাগজপত্র আপলোড করার পর আবেদন ফি জমা দিতে হবে।
ফর্মের প্রিন্ট আউট বের করে ভবিষ্যতের জন্য নিরাপদে রাখুন।