ভালোভাবে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে নিজের পায়ে দাঁড়াতে কে না চান। আপনিও চান নিশ্চয়ই? অনেকের নানা স্বপ্ন থাকে। কেউ চান ডাক্তার, ইঞ্জিনিয়ার হতে, কেউ চান আবার সরকারি চাকরি করতে তো আবার কেউ চান শিক্ষকতা করতে। প্রতি বছরে দেশজুড়ে শিক্ষকতার নানা চাকরির পরীক্ষায় বসেন লাখ লাখ পরিক্ষার্থী। কিন্তু তাতে সফল হতে পারেন গুটি কয়েকজনই। তবে আর চিন্তা নেই, এবার এক ধাক্কায় রাজ্যের ১৩৯৮টি শূন্যপদে কর্মী নিয়োগের ঘোষণা করা হল। হ্যাঁ ঠিকই শুনেছেন।
আসলে হরিয়ানায় দীর্ঘদিন ধরে জেবিটি নিয়োগের অপেক্ষায় থাকা যুবক-যুবতীরা চাকরির আশা দেখতে পেয়েছেন। দীর্ঘদিন ধরে জেবিটি নিয়োগ পাচ্ছে না। তবে বর্তমানে, হরিয়ানা স্টাফ সিলেকশন কমিশন ১৩৯৮ JBT প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রার্থীদের অবশ্যই ডিপ্লোমা ইন এডুকেশন (ডিএড) থাকতে হবে এবং এইচটিইটি পাস করতে হবে। খুব শীঘ্রই এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হতে পারে HSSC-র তরফে।
পদের নাম ও সংখ্যা
প্রাথমিক শিক্ষক পদে কর্মী নিয়োগ করা হবে। মোট ১৩৯৮টি শূন্যপদে নিয়োগ করতে চলেছে হরিয়ানা স্কুল সার্ভিস কমিশন।
শিক্ষাগত যোগ্যতা
আপনিও যদি প্রাথমিক শিক্ষক পদে নিয়োগ পেতে ইচ্ছুক হয়ে থাকেন তাহলে আপনার শিক্ষাগত যোগ্যতা দ্বাদশ শ্রেণি পাশ সেইসঙ্গে D.Ed এবং HTET পাশ করা থাকতে হবে।
বয়সসীমা
আবেদনকারীর বয়সসীমা ১৮ থেকে ৪২ বছরের মধ্যে হতে হবে।
বেতন কাঠামো
উল্লেখিত পদে যদি আপনার চাকরি হয়ে যায় তাহলে আপনি মাস গেলে ৪২০০/- গ্রেড পে সহ ৯৩০০-৩৪,৮০০ টাকা বেতন পেয়ে যাবেন।
বাছাই প্রক্রিয়া
প্রাথমিক শিক্ষক পদে চাকরি পেতে হলে আবেদনকারীদের বেশ কয়েকটি ধাপের মধ্যে দিয়ে যেতে হবে। বাছাই প্রক্রিয়ায় একটি লিখিত পরীক্ষা, নথি যাচাইকরণ এবং একটি মেডিকেল পরীক্ষা অন্তর্ভুক্ত থাকবে। প্রাথমিকভাবে প্রার্থীদের লিখিত পরীক্ষা নেওয়া হবে। যারা যোগ্যতা অর্জন করবে তারা তারপরে নথি যাচাইয়ের পর্যায়ে এগিয়ে যাবে, যেখানে তাদের শংসাপত্র এবং যোগ্যতা পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করা হবে। অবশেষে, যাচাইকরণে উত্তীর্ণ প্রার্থীদের প্রয়োজনীয় মেডিকেল পরীক্ষা করা হবে।
কীভাবে আবেদন করবেন
এখন নিশ্চয়ই ভাবছেন যে উল্লেখিত পদে আবেদন করতে হলে কীভাবে আবেদন করবেন? জেনে নিন প্রক্রিয়া…
১) প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট https://hssc.gov.in/ -এ যেতে হবে।
২) এরপর ‘Apply Online’ অপশনে ক্লিক করতে হবে।
৩) পরবর্তী ধাপ হিসেবে অনলাইন আবেদন ফর্ম পূরণ করতে হবে।
৪) এরপর প্রয়োজনীয় নথি আপলোড করা এবং আবেদন ফি প্রদান করতে হবে।