৮০০-র উপর প্লেসমেন্ট, বার্ষিক ২.১৪ কোটি বেতনের চাকরির অফার! ইতিহাস গড়ল IIT খড়গপুর

Published on:

iit kharagpur

প্রীতি পোদ্দার, কলকাতা: চাকরির বাজারে নজর রাখলেই দেখা যায় খুব খারাপ অবস্থা সংস্থাগুলির। খুব কম জায়গায় ভ্যাকেন্সি নোটিশ প্রকাশিত হচ্ছে। তাও আবার সেই সকল ভ্যাকেন্সি নোটিসে শূন্যপদের সংখ্যাও কম। যার ফলে বেশ দুশ্চিন্তায় পড়েছে সকলেই। কিন্তু এই আবহেই এবার বাজিমাত করল আইআইটি খড়গপুর (IIT Kharagpur)। চলতি মরশুমে দুর্দান্তভাবে নিয়োগ প্রক্রিয়া শুরু হল ক্যাম্পাসে। প্লেসমেন্ট সিজনের প্রথম দিনেই কার্যত ‘দামি দামি চাকরির ডালা সাজিয়ে’ দেওয়া হল পড়ুয়াদের।

২ কোটি ১৪ লক্ষ টাকার চাকরির প্রস্তাব এক পড়ুয়াকে

WhatsApp Community Join Now

সূত্রের খবর এর আগে IIT খড়গপুর থেকে বছরে সর্বোচ্চ দেড় কোটি টাকা বেতনের চাকরির প্লেসমেন্ট পাওয়া গিয়েছিল। যা ছিল অভাবনীয়। কিন্তু সেই রেকর্ড এবার নিজেরাই ভাঙল। চলতি বছর অর্থাৎ ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ‘প্লেসমেন্ট সাকসেস’-এ বছরে সর্বোচ্চ ২ কোটি ১৪ লক্ষ টাকার চাকরির প্রস্তাব পেলেন IIT খড়গপুরের একজন পড়ুয়া। এছাড়াও সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল চলতি মাসের প্রথম দুইদিন অর্থাৎ ১ ও ২ ডিসেম্বর ৮০০-র বেশি পড়ুয়া চাকরির অফার পেয়েছেন। যাদের মধ্যে আন্তর্জাতিক সংস্থায় চাকরির অফার পেয়েছেন ১৩ জন। এবং বছরে ১ কোটি টাকা বেতনের চাকরির অফার পেয়েছেন ৯ জন।

খড়গপুর IIT এর ডিরেক্টর বীরেন্দ্র কুমার তিওয়ারি বলেন, ‘প্লেসমেন্ট সিজন এখন মন্থর। তা সত্ত্বেও খড়গপুর IIT র ছাত্ররা প্রথম দিনেই ৭৫০টিরও বেশি অফার পেয়েছে । IIT র পড়াশোনার ক্ষেত্রে সুনামই প্লেসমেন্টে সাফল্যের মূলমন্ত্র । আমাদের প্রতিষ্ঠানের উপর বাণিজ্য সংস্থাগুলির আস্থাই প্লেসমেন্টের সাফল্যের অন্যতম কারণ।’ পাশাপাশি IIT র কেরিয়ার ডেভেলপমেন্ট সেন্টারের চেয়ারপার্সন অধ্যাপক রাজীব মাইতি বলেন, ‘বিভিন্ন ধরনের সংস্থার অংশগ্রহণ এই বিপুল পরিমাণ প্লেসমেন্টের অন্যতম কারণ। আমরা তাই খুবই গর্ববোধ করি।’

বহুজাতিক আন্তর্জাতিক সংস্থাগুলিতে প্লেসমেন্টের ডালা

জানা গিয়েছে, এই দু’দিনে সফটওয়্যার, অ্যানালিটিক্যাল, ফিন্যান্স, ব্যাঙ্কিং, কনসাল্টিং, কোর ইঞ্জিনিয়ারিং প্রভৃতি বিষয়ের উপর চাকরি হয়েছে। এছাড়াও চাকরি হয়েছে Google, Microsoft, Apple, ক্যাপিটাল ওয়ান, গ্রাভিয়ান, অপ্টিভন, ফ্লিপকার্ট, আমেরিকান এক্সপ্রেস, মেশো, মাস্টারকার্ডের মতো বিশ্বের নামকরা বহুজাতিক আন্তর্জাতিক সংস্থাগুলিতেও প্লেসমেন্ট পেয়েছে এখানকার পড়ুয়ারা।

সঙ্গে থাকুন ➥
X