India Post GDS Recruitment 2024: আপনিও কি ভারতীয় ডাক বিভাগে চাকরির স্বপ্ন দেখেন? তাহলে অবশেষে আপনার সেই স্বপ্ন সত্যি হতে চলেছে। কারণ এবার ভারতীয় ডাক বিভাগের কয়েক হাজার পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হল। ৩০,০০০-রও বেশি পদে কর্মী নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে। আপনার চাকরি যদি হয়ে যায় তাহলে মাস গেলে আপনার বেতন হবে ১২,০০০ থেকে ১৬,০০০ টাকা অবধি।
পদের নাম ও সংখ্যা
ভারতীয় ডাক বিভাগ গ্রামীণ ডাক সেবক, ব্রাঞ্চ পোস্টমাস্টার এবং অ্যাসিস্ট্যান্ট পোস্টমাস্টার পদে লোক কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এক ধাকায় ৩০,০০০-রও বেশি পদে কর্মী নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা
ভারতীয় ডাক বিভাগের গ্রামীণ ডাক সেবক পদে কোনও প্রার্থী যদি আবেদন করতে চান তাহলে তাঁর শিক্ষাগত যোগ্যতা যে কোনও স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে দশম শ্রেণি পাস বা ম্যাট্রিক পাস করা থাকতে হবে। এছাড়া ব্রাঞ্চ পোস্টমাস্টার এবং অ্যাসিস্ট্যান্ট পোস্টমাস্টার পদে আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা যে কোনও স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে দশম শ্রেণি পাস বা ম্যাট্রিক পাস করা থাকতে হবে।
বয়সসীমা
আবেদনকারীর বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।
বেতন কাঠামো
গ্রামীণ ডাক সেবক, ব্রাঞ্চ পোস্টমাস্টার এবং অ্যাসিস্ট্যান্ট পোস্টমাস্টার পদে আপনার চাকরি যদি হয়ে যায় তাহলে আপনার বেতন হতে পারে ১২,০০০ টাকা থেকে ১৬,০০০ টাকার মধ্যে।
আবেদন ফি
India Post GDS এর এই পদে আবেদনের জন্য জেনারেল শ্রেণির প্রার্থীদের ১০০ টাকা, EWS-দের ১০০ টাকা, OBC শ্রেণির প্রার্থীদের ১০০ টাকা গুণতে হবে। যদিও SC, ST, PWD শ্রেণির প্রার্থীদের কোনওরকম ফি দিতে হবে না।
কীভাবে আবেদন করবেন
১) প্রথমেই https://indiapostgdsonline.gov.in/ এই ওয়েবসাইটে যেতে হবে।
২) এরপর রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
৩) লগ ইন করুন এবং আবেদন ফর্মটি ভালোভাবে পূরণ করুন।
৪) প্রয়োজনীয় নথি পূরণ করুন।
৫) এরপর অনলাইনে আবেদন ফি প্রদান করুন।
৬) আবেদন ফরম জমা দিন।
ভবিষ্যতের রেফারেন্সের জন্য জমা দেওয়া আবেদনপত্রের একটি কপি নিজের কাছে রাখতে ভুলবেন না কিন্তু।
আবেদনের শেষ তারিখ এখনও জানানো হয়নি তবে আবেদন প্রক্রিয়া শুরু হবে ১৫ জুলাই, ২০২৪ থেকে।