পরীক্ষা ছাড়াই ৪৪,০০০ পদে কর্মী নিয়োগ করছে India Post, এভাবে করুন আবেদন

Published on:

India Post GDS Recruitment 2024

Indian Post Office GDS Recruitment 2024: আপনিও কি একটা ভালো চাকরির জন্য রাস্তায় হন্যে হয়ে ঘুরছেন? তাহলে আপনার জন্য রইল একদম সোনায় সোহাগা খবর। এবার ভারতীয় ডাক বিভাগের তরফে বাম্পার চাকরির সুযোগ দেওয়া হচ্ছে। এক কথায় চাকরির ঝাঁপি খুলে দিল ভারতীয় ডাক বিভাগ। ভারতীয় ডাক বিভাগে জিডিএস নিয়োগ করবে বলে বিজ্ঞপ্তি জারি করেছে। ভারতীয় ডাকঘরের ৪৪ হাজারেরও বেশি পদের জন্য শূন্যপদ বের করা হয়েছে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

ইউপি, বিহার, দিল্লি, রাজস্থান, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র সহ মোট ২৩টি রাজ্যে ব্রাঞ্চ পোস্টমাস্টার এবং সহকারী ব্রাঞ্চ পোস্ট মাস্টার এবং ডাক সেবক পদে চাকরি পাওয়ার দুর্দান্ত সুযোগ রয়েছে। আপনি আপনার নিজের রাজ্যে একটি সরকারি চাকরি পেতে পারেন। কতদিনের মধ্যে আবেদন করতে হবে? কীভাবে বেদন করবেন? কত টাকা ফি দিতে হবে? বিশদে জানতে চোখ রাখুন আজকের এই লেখাটির ওপর।

পদের নাম ও সংখ্যা

ভারতীয় ডাক বিভাগের তরফে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, মোট ৪৪,২২৮টি পদে কর্মী নিয়োগ করা হবে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

অন্ধ্রপ্রদেশ ১৩৫৫
অসম ৮৯৬
বিহার জিডিএস ২৫৫৮
ছত্তিশগড় জিডিএস ১৩৩৮
দিল্লি জিডিএস ২২
গুজরাট জিডিএস ২০৩৪
হরিয়ানা জিডিএস ২৪১
এইচপি ৭০৮
জম্মু ও কাশ্মীর ৪৪২
ঝাড়খণ্ড জিডিএস ২১০৪
কর্ণাটক ১৯৪০
কেরালা ২৪৩৩
মধ্যপ্রদেশ (জিডিএস) ৪০১১
মহারাষ্ট্র জিডিএস ৩১৭০
উত্তর পূর্ব ২২৫৫
ওড়িশা ২৪৭৭
পাঞ্জাব ৩৮৭
রাজস্থান (রাজস্থান জিডিএস) ২৭১৮
তামিলনাড়ু ৩৭৮৯
উত্তরপ্রদেশ (ইউপি জিডিএস) ৪৫৮৮
উত্তরাখণ্ড (উত্তরাখণ্ড জিডিএস) ১২৩৮
পশ্চিমবঙ্গ ২৫৪৩
তেলেঙ্গানা ৯৮১

শিক্ষাগত যোগ্যতা

উল্লেখিত পদগুলিতে আবেদনের জন্য প্রার্থীকে অবশ্যই যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে দশম শ্রেণি পাশ করা হতে হবে। অঙ্ক এবং ইংলিশ বিষয়ে ভালো নম্বর থাকতে হবে। আঞ্চলিক ভাষায় দক্ষতা থাকতে হবে। কম্পিউটার সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে সেইসঙ্গে সাইকেল চালাতে জানতে হবে।

বয়সসীমা

আবেদনকারীর বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। যদিও SC/ST প্রার্থীদের ক্ষেত্রে ৫ বছর, OBC প্রার্থীদের ক্ষেত্রে ৩ বছর, PwD প্রার্থীদের ক্ষেত্রে ১০ বছর PwD+OBC দের ক্ষেত্রে ১৩ বছর, PwD+SC/ST প্রার্থীদের বয়সের ক্ষেত্রে ১৫ বছর ছাড় দেওয়া হবে।

আবেদন ফি

আবেদনের জন্য প্রার্থীকে ১০০ টাকা প্রদান করতে হবে। আবেদনের জন্য indiapostgdsonline.cept.gov.in এই ওয়েবসাইটে যেতে হবে। আবেদনের শেষ তারিখ ৫ আগস্ট, ২০২৪।

কীভাবে আবেদন করবেন

১) প্রথমেই https://indiapostgdsonline.gov.in.-এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে।

২) এরপর নিজেকে রেজিস্ট্রেশন করতে হবে।

৩) নিজের সব তথ্য দিতে হবে।

৪) এরপর ফি প্রদান করে আবেদন জানাতে হবে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group