সৌভিক মুখার্জী, কলকাতা: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। যারা ভারতীয় আর্মিতে চাকরির সুযোগ খোঁজেন, তাদের জন্য আজকের এই প্রতিবেদনটি। সম্প্রতি ইন্ডিয়ান আর্মির তরফ থেকে গ্রুপ সি নিয়োগের (Indian Army Group C Recruitment 2025) বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক বা আইটিআই পাস করলেই প্রার্থীরা আবেদন করতে পারবে। এমনকি এখানে অফলাইনের মাধ্যমে আবেদন চলছে। আজকের প্রতিবেদনে এই নিয়োগ সম্পর্কিত যাবতীয় তথ্য তুলে ধরা হল।
পদ এবং শূন্যপদের বিবরণ
ইন্ডিয়ান আর্মির তরফ থেকে মূলত গ্রুপ সি পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, যেখানে মোট শূন্যপদ রয়েছে ১৯৪টি। এর মধ্যে বিভিন্ন রকম পদ রয়েছে। যেমন লোয়ার ডিভিশন ক্লার্ক, ফায়ারম্যান, ফিটার, ওয়েল্ডার, ট্রেডসম্যান, ওয়াশারম্যান, কুক, স্টোরকিপার, ইলেকট্রিশিয়ান, মেসিনিস্ট ইত্যাদি। এমনকি প্রত্যেকটি পদের জন্য ভিন্ন ভিন্ন শূন্যপদ রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা কী লাগবে?
এখানে প্রতিটি পদের জন্যই ভিন্ন ভিন্ন শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। যেমন ইলেকট্রিশিয়ান, টেলিকম, মেকানিক, ইঞ্জিনিয়ারিং ইত্যাদি পদে আবেদন করার জন্য প্রার্থীদের উচ্চ মাধ্যমিক পাস করতে হবে। ওয়েল্ডার, মেশিনিস্ট পদে আবেদন করার জন্য আইটিআই পাস করতে হবে। আবার ফায়ারম্যান, কুক, টেলিফোন অপারেটর ইত্যাদি পদে আবেদন করার জন্য মাধ্যমিক পাস করতে হবে।
বয়স সীমা কত দরকার?
এই পদে আবেদন করার জন্য সর্বনিম্ন বয়স হয়েছে ১৮ বছর এবং সর্বোচ্চ বয়স চাওয়া হয়েছে ২৫ বছর। এছাড়া সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় দেওয়া হবে।
বেতন কাঠামো
এখানে নিযুক্ত প্রার্থীদের প্রতি মাসে ৫২০০ টাকা থেকে ২০,২০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। তবে বেতন নির্ভর করবে পদের উপর।
নিয়োগ প্রক্রিয়া
যেমনটা জানা যাচ্ছে, এখানে প্রতিটি পদের জন্যই লিখিত পরীক্ষা নেওয়া হবে। এরপর স্কিল টেস্ট, ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে সরাসরি নিয়োগ করা হবে।
আবেদন পদ্ধতি
এখানে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এর জন্য আমাদের প্রতিবেদনের নীচে অফিসিয়াল নোটিফিকেশনের লিংক দেওয়া রয়েছে। সেখানে আবেদনপত্র পাওয়া যাবে। সেটি ডাউনলোড করে প্রথমে A4 সাইজের পেজে প্রিন্ট আউট করতে হবে। তারপর সেটি নিজের ব্যক্তিগত তথ্য দিয়ে পূরণ করতে হবে। এরপর তাতে পোস্টাল স্টাম্প লাগাতে হবে। সঙ্গে যাবতীয় ডকুমেন্টগুলি যুক্ত করে নাগাল্যান্ড, ত্রিপুরা, সিকিম, লাদাখ, হিমাচল প্রদেশ, আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ বা লাক্ষাদ্বীপের যেকোনও সেনা অফিসে জমা দিতে হবে।
আরও পড়ুনঃ ‘শেখ হাসিনা আবারও ক্ষমতায় ফিরবে আশা করছে ভারত!’ তোপ ইউনূসের
জানিয়ে রাখি, এখানে আবেদন শুরু হয়েছে ৪ অক্টোবর থেকে এবং আবেদন চলবে আগামী ২৪ অক্টোবর পর্যন্ত। তাই নির্দিষ্ট সময়সীমার মধ্যে অবশ্যই আবেদন সেরে নেবেন।
Indian Army Group C Notification: Download Now
India Hood এর তরফ থেকে আমরা প্রতিদিন গুরুত্বপূর্ণ সরকারি চাকরির আপডেট দিয়ে থাকি। তাই প্রতিনিয়ত চাকরির আপডেট পেতে অবশ্যই গুগল করুন Indiahood Job। পাশাপাশি ফলো করেন India Hood Bangla কে।