সৌভিক মুখার্জী, কলকাতা: ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেওয়ার স্বপ্ন দেখছেন? তাহলে এটি হতে পারে আপনার জন্য দারুন সুযোগ। সম্প্রতি ভারতীয় সেনাবাহিনী NCC স্পেশাল এন্ট্রি স্কিমের অধীনে বিভিন্ন পদে নিয়োগের একটি বিজ্ঞপ্তি (Indian Army Recruitment 2025) প্রকাশ করেছে। এই নিয়োগের আওতায় ছেলে-মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবে। চাকরি পেলে শুধু এখানে স্বপ্ন পূরণ হবে না, বরং মোটা অঙ্কের বেতনের সঙ্গে মিলবে প্রচুর সুবিধা।
কোন পদে কয়টি শূন্যপদ রয়েছে, আবেদন করার জন্য যোগ্যতা কী লাগবে, বেতন কত দেওয়া হবে, বয়স সীমা কত লাগবে, আবেদন কীভাবে করবেন ইত্যাদি বিষয়গুলি জানতে হলে প্রতিবেদনটি অবশ্যই শেষ পর্যন্ত পড়ুন।
পদ এবং শূন্যপদের বিবরণ | Indian Army Recruitment 2025 |
ভারতের সেনাবাহিনীর তরফ থেকে যে অফিশিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, সেখানে NCC স্পেশাল এন্ট্রি স্কিমের অধীনে বিভিন্ন পদ যেমন লেফটেন্যান্ট, ক্যাপ্টেন, মেজর, লে. কর্নেল, MSP ইত্যাদি পদে নিয়োগের কথা উল্লেখ রয়েছে। অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী মোট ৭৬টি পদে নিয়োগ করা হবে। ছেলেদের জন্য রয়েছে ৭০টি শূন্যপদ এবং মেয়েদের জন্য রয়েছে ৬টি শূন্যপদ।
যোগ্যতা কী লাগবে?
এখানে শিক্ষাগত যোগ্যতা হিসেবে চাওয়া হয়েছে স্নাতক ডিগ্রি। অর্থাৎ, ন্যূনতম ৫০% নাম্বার পেয়ে যেকোনো শাখায় স্নাতক ডিগ্রী অর্জন করলেই এই পদে আবেদন করা যাবে।
বয়স সীমা কত লাগবে?
ভারতীয় সেনাবাহিনীর এই পদে আবেদন করার জন্য নূন্যতম বয়স লাগবে ১৯ বছর এবং সর্বোচ্চ বয়স লাগবে ২৫ বছর। বয়স হিসেব করতে হবে ০১/০৭/২০২৫ তারিখ অনুযায়ী।
বেতন কত দেওয়া হবে?
আগেই বলা হয়েছে, এখানে বিভিন্ন পদে নিয়োগ করা হবে। তাই ভারতীয় সেনাবাহিনীর বিভিন্ন গ্রেড অনুযায়ী বেতন দেওয়া হবে। যেমন লেফটেন্যান্ট পদে চাকরি করলে প্রতি মাসে ৫৬ হাজার ১০০ টাকা থেকে ১ লক্ষ ৭৭ হাজার ৫০০ টাকা বেতন দেওয়া হবে। ক্যাপ্টেন পদে চাকরি পেলে প্রতি মাসে ৬১ হাজার ৩০০ টাকা থেকে ১ লক্ষ ৯৩ হাজার ৯০০ টাকা বেতন দেওয়া হবে। মেজর পদে চাকরি পেলে প্রতি মাসে ৬৯ হাজার ৪০০ টাকা থেকে ২ লক্ষ ৭ হাজার টাকা বেতন দেওয়া হবে।
কীভাবে আবেদন করবেন?
যারা ভারতীয় সেনাবাহিনীর এই পদগুলিতে আবেদন করতে চান তারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। এজন্যে ভারতীয় সেনাবাহিনীর অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। এরপর নিজের ব্যক্তিগত তথ্য ও প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
আরও পড়ুনঃ শুরুতেই বেতন ৬০ হাজার টাকা, পাওয়ারগ্রিডে প্রচুর শূন্যপদে নিয়োগ, জানুন পদ্ধতি
তবে মনে রাখবেন, এখানে আবেদন শুরু হয়েছে ১৫ই ফেব্রুয়ারি, ২০২৫ থেকে এবং আবেদন চলবে ১৫ই মার্চ, ২০২৫ তারিখ পর্যন্ত। তাই নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন প্রক্রিয়া সেরে ফেলতে হবে।
নিয়োগ কীভাবে করা হবে?
অফিসিয়াল বিজ্ঞপ্তিতে যেমনটা জানানো হয়েছে, এখানে কোনরকম লিখিত বা CBT পরীক্ষা নেওয়া হবে না। সরাসরি ইন্টারভিউ এবং মেডিকেল পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে।
অফিশিয়াল ওয়েবসাইট- Click Here
অফিশিয়াল বিজ্ঞপ্তি- Indian Army Official Notification
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |