৭৫০ শূন্যপদে নিয়োগ, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্কে পশ্চিমবঙ্গ থেকেও চাকরির সুবর্ণ সুযোগ

Published on:

Indian Overseas Bank Recruitment 2025

সৌভিক মুখার্জী, কলকাতাঃ ব্যাংকে চাকরি করার ইচ্ছা সবারই থাকে। কিন্তু সবার সেই স্বপ্ন পূরণ হয় না। কিন্তু এবার ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক অ্যাপ্রেন্টিস পদে প্রচুর শূন্যপদে নিয়োগের (Indian Overseas Bank Recruitment 2025) একটি বিজ্ঞপ্তি জারি করেছে। যেখানে চাকরিপ্রার্থীরা ন্যূনতম স্নাতক পাশ যোগ্যতায় আবেদন করতে পারবে। এক্ষেত্রে জানিয়ে রাখি, ভারতীয় নাগরিক হলে ছেলে-মেয়ে উভয়প্রার্থী এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে। 

কোন রাজ্যের জন্য কটি শূন্যপদ রয়েছে, আবেদন করার জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, বয়স সীমা কত লাগবে, কত টাকা বেতন দেওয়া হবে, কীভাবে আবেদন করবেন, কীভাবে নিয়োগ করা হবে ইত্যাদি বিষয়গুলি জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন। 

পদ এবং শূন্যপদের বিবরণ | Indian Overseas Bank Recruitment 2025 |

ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্কের তরফ থেকে যে অফিশিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, সেখানে অ্যাপ্রেন্টিস পদে নিয়োগের কথা উল্লেখ রয়েছে। শূন্যপদের দিকে যদি আমরা তাকাই, তাহলে এখানে মোট ৭৫০টি শূন্যপদ দেখতে পাব। এক্ষেত্রে বলে রাখা ভালো, পশ্চিমবঙ্গের জন্য ৩০টি, উড়িষ্যার জন্য ২৪টি, উত্তরপ্রদেশের জন্য ৮০টি, তামিলনাড়ুর জন্য ১৭৫টি, এরকম প্রত্যেকটি রাজ্যের জন্য ভিন্ন ভিন্ন শূন্যপদ রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা কী লাগবে?

অফিসিয়াল বিজ্ঞপ্তিতে যেমনটা জানানো হয়েছে, অ্যাপ্রেন্টিস পদে আবেদন করার জন্য অবশ্যই চাকরিপ্রার্থীকে যেকোনো সরকার স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রী অর্জন করতে হবে।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন

বয়স সীমা কত লাগবে?

বিজ্ঞপ্তি অনুযায়ী এখানে ২০ বছর থেকে ২৮ বছর বয়সের চাকরিপ্রার্থীরা আবেদন করতে পারবে। তবে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত ক্যাটাগরির প্রার্থীদের বয়সের ছাড় থাকবে। 

বেতন কত দেওয়া হবে?

যেহেতু এটি ব্যাঙ্কের চাকরি, তাই এখানে মোটা অংকের বেতন দেওয়া হবে। ভারতের প্রধান মেট্রো শহরগুলি থেকে যে সমস্ত প্রার্থীরা নিযুক্ত হবে তাদেরকে প্রতি মাসে ১৫,০০০/- টাকা, সাধারণ শহরগুলি থেকে যে সমস্ত প্রার্থীরা নিযুক্ত হবে তাদেরকে প্রতি মাসে ১২,০০০/- টাকা এবং গ্রামীন এলাকা থেকে যে সমস্ত প্রার্থীরা নিযুক্ত হবে তাদেরকে প্রতি মাসে ১০,০০০/- টাকা বেতন দেওয়া হবে।

আবেদন কীভাবে করবেন?

বিজ্ঞপ্তিতে যেমনটা বলা আছে, চাকরিপ্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এর জন্য অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। এরপর নিজের ব্যক্তিগত তথ্য এবং প্রয়োজনীয় ডকুমেন্টগুলি আপলোড করে আবেদন জমা দিতে হবে। তবে মনে রাখবেন, আবেদন জমা দেওয়ার আগে অবশ্যই আবেদন ফি প্রদান করতে হবে।

এক্ষেত্রে PwBD ক্যাটাগরির জন্য ৪৭২ টাকা, মহিলা, SC ও ST ক্যাটাগরির জন্য ৭০৮ টাকা এবং জেনারেল, OBC ও EWS প্রার্থীদের জন্য ৯৪৪ টাকা আবেদন ফি দিতে হবে। 

নিয়োগ কীভাবে করা হবে?

অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী, এখানে অনলাইন লিখিত পরীক্ষা এবং স্থানীয় ভাষায় দক্ষতার পরীক্ষার উপর ভিত্তি করে নিয়োগ করা হবে।

গুরুত্বপূর্ণ তারিখ

যারা আবেদন করবেন তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি, এখানে অনলাইনে আবেদন শুরু হচ্ছে ১লা মার্চ, ২০২৫ থেকে এবং আবেদন চলবে ৯ই মার্চ, ২০২৫ তারিখ পর্যন্ত। আবেদন করার সময় সীমা খুবই কম। তাই নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন প্রক্রিয়া সেরে নেওয়াই ভালো।

আরও পড়ুনঃ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় প্রচুর নিয়োগ, স্নাতক হলেই চাকরি

অফিসিয়াল ওয়েবসাইট- Click Here

অফিসিয়াল নোটিশ- Download Now

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥