পশ্চিমবঙ্গে শিল্পের বন্যা, ৩০০০ কোটি বিনিয়োগের পাশাপাশি ২ লক্ষ চাকরির ঘোষণা IPF-র

Published on:

indian plastics federation sankrail factory

শ্বেতা মিত্র, কলকাতাঃ পুজোর মাসে পশ্চিমবঙ্গের (West Bengal) জন্য এল এক দারুণ সুখবর। এবার রাজ্যে এক বা দুই নয়, এক লহমায় ৩০০০ কোটি টাকার বিনিয়োগ আসতে চলেছে। সেইসঙ্গে বিপুল কর্মসংস্থানেরও সম্ভাবনা রয়েছে। আপনিও যদি বাংলার বাসিন্দা হয়ে থাকেন ও ভালো চাকরির সন্ধান করে থাকেন তাহলে আপনার জন্য রইল এক দারুণ সুখবর। জানলে খুশি হবেন, নতুন করে বাংলায় শিল্পের বন্যা আসতে চলেছে।

বাংলায় শিল্পের বন্যা

জানা গিয়েছে, ইন্ডিয়ান প্লাস্টিক ফেডারেশন (আইপিএফ) সোমবার পশ্চিমবঙ্গে বিদ্যমান সাঁকরাইল পলিপার্কের পাশাপাশি কমপক্ষে দুটি অতিরিক্ত পলি পার্ক তৈরির পরিকল্পনা ঘোষণা করেছে। সেইসঙ্গে বলা হয়েছে, কোম্পানি বাংলায় ৩০০০ কোটি টাকার বিনিয়োগ করবে। স্বাভাবিকভাবে পুজোর মাসে এহেন ঘোষণার পর সর্বত্র খুশির হাওয়া বইছে। হাওড়া জেলার সাঁকরাইলে একটি সেক্টর স্কিল সেন্টার চালু করতে চলেছে প্লাস্টিক কোম্পানি। এটি ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশনের (এনএসডিসি) অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

বাংলায় ৩০০০ কোটি টাকার বিনিয়োগ

উলুবেড়িয়ায় প্রায় ৫০ একর জায়গার উপর এই বিনিয়োগ হবে বলে খবর। ফলে আগামী দিনে বাংলায় প্লাস্টিক শিল্পে জোয়ার আসবে বলে আশাবাদী বিশিষ্ট মহল। সাঁকরাইল, উলুবেড়িয়ার পাশাপাশি দুর্গাপুর এক্সপ্রেসওয়ের ধারেও বিপুল জায়গায় এই বিনিয়োগ হবে। জমি খোঁজার কাজ শুরু হয়েছে।

সবথেকে বড় কথা, বাংলার বিভিন্ন জায়গায় সব মিলিয়ে ২,০০,০০০ জনের কর্মসংস্থান হতে পারে বলে মনে করা হচ্ছে। এই বিষয়ে বড় তথ্য দিয়েছেন আইপিএফ সভাপতি ললিত আগরওয়াল। তিনি জানিয়েছেন, ‘আগামী কয়েক বছরে প্রায় ৩,০০০ কোটি টাকার মূলধনী ব্যয়ের পরিকল্পনা করা হয়েছে, যা রাজ্যে প্রায় ২ লক্ষ নতুন কর্মসংস্থান তৈরি করতে পারে। এই পরিস্থিতিতে আরও পলি পার্ক প্রয়োজন। একটি ৫০ একর জমিতে উলুবেড়িয়ার জন্য পরিকল্পনা করা হয়েছে, অন্যটির জন্য দুর্গাপুর হাইওয়ের পাশে উপযুক্ত জায়গার সন্ধান করছি।’

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন
গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥