মাধ্যমিক পাসে রেল ১ লক্ষ গ্রুপ ডি কর্মী নিয়োগ! দেখুন শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি

Published on:

rrb recruitment 2025

শ্বেতা মিত্র, কলকাতাঃ চাকরিপ্রার্থীদের জন্য রইল দারুণ সুখবর। রেলের হাজার হাজার পদে কর্মী নিয়োগের ঘোষণা করা হল। আপনিও যদি উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েছে বাড়িতে বেকার বসে থাকেন, কিংবা রেলে চাকরির করার স্বপ্ন দেখে থাকেন তাহলে আপনার জন্য রইল একদম সোনায় সোহাগা খবর। জানা গিয়েছে, রেলে এবার লক্ষাধিক পদে কর্মীদের নিয়োগের ঘোষণা করা হয়েছে। আবেদনকারীদের শুধুমাত্র মাধ্যমিক পাস করা থাকলেই হবে। আপনিও কি রেলে চাকরি করতে ইচ্ছুক? তাহলে বিশদে জানতে চোখ রাখুন আজকের এই লেখাটির উপর।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

চাকরির খুঁটিনাটি

রেলের তরফে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সেটা অনুযায়ী, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড সারা ভারতজুড়ে ট্র্যাক রক্ষণাবেক্ষণকারী/মেইন্টেনার গ্রেড-IV, হেল্পার/সহকারী, সহকারী পয়েন্টসম্যান, লেভেল-1 পদে লোক নেওয়া হবে।

অফিশিয়াল ওয়েবসাইট

আপনি যদি আবেদন করতে ইচ্ছুক হয়ে থাকেন তাহলে  http://www.rrbcdg.gov.in/ এই ওয়েবসাইটে যেতে হবে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

পদের নাম

জানা গিয়েছে, ট্র্যাক রক্ষণাবেক্ষণকারী/মেইন্টেনার গ্রেড-IV, হেল্পার/সহকারী, সহকারী পয়েন্টসম্যান, লেভেল-1 পদে লোক নেওয়া হবে।

পদের সংখ্যা | RRB Group D Recruitment 2025 |

১ লাখ এর বেশি শূন্যপদে এই নিয়োগ করা হবে।

যোগ্যতা

রেলে এক লক্ষেরও বেশি গ্রুপ ডি পদে চাকরি পেতে হলে আবেদনকারীর বেশ কিছু যোগ্যতা থাকা দরকার হবে। সেই যোগ্যতাগুলি কী কী? সেই বিষয় জানতে চোখ রাখুন আজকের এই লেখাটির উপর।

শিক্ষাগত যোগ্যতা

দশম শ্রেনি অর্থাৎ মাধ্যমিক পাস করা থাকতে হবে।

বয়সসীমা

বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদনকারীর বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে।

অন্যান্য যোগ্যতা

এছাড়াও আবেদনকারীদের অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি যারা ভারতে বসতি স্থাপনের জন্য নির্দিষ্ট দেশ (যেমন, পাকিস্তান, শ্রীলঙ্কা, ইত্যাদি) থেকে অভিবাসী হয়েছেন, তাঁরাও আবেদন করতে পারবেন। সেইসঙ্গে নেপাল বা ভুটানের মানুষও আবেদন করতে পারবেন।

বাছাই পদ্ধতি

এবার জেনে নেওয়া যাক কীভাবে প্রার্থী বাছাই করা হবে। জানা গিয়েছে, কম্পিউটারাইজড পরীক্ষা অর্থাৎ একটি লিখিত পরীক্ষা, যা প্রার্থীদের জ্ঞান কতটা তা দেখবে।এরপর নেওয়া হবে শারীরিক দক্ষতা পরীক্ষা। ফিটনেস দেখার জন্য একটি শারীরিক পরীক্ষা। এরপর হবে নথি এবং মেডিকেল যাচাইকরণ।

কীভাবে আবেদন করবেন | RRB Group D Recruitment 2025 Apply Process |

১) প্রথমেই অফিশিয়াল http://www.rrbcdg.gov.in/ এ যান।

২) এরপর “New Registration” লিঙ্কে ক্লিক করুন।

৩) এরপর আপনার নাম, জন্ম তারিখ, পিতামাতার নাম, আধার নম্বর, শিক্ষার বিবরণ, মোবাইল নম্বর এবং ইমেল ঠিকানা পূরণ করুন।

৪) রেজিস্ট্রেশন নিশ্চিত করুন। আপনার যোগাযোগের তথ্য যাচাই করতে আপনার মোবাইলে পাঠানো OTP ব্যবহার করুন।

৫) লগইন করুন অর্থাৎ অ্যাকাউন্ট অ্যাক্সেস করতে আপনার নিবন্ধন নম্বর এবং পাসওয়ার্ড ব্যবহার করুন৷

৬)  আপনার শিক্ষা, কমিউনিটি, বয়স, এবং অন্যান্য প্রাসঙ্গিক তথ্য সম্পর্কে বিশদ বিবরণ পূরণ করুন।

৭) নিজের পছন্দ অনুযায়ী পদে আবেদন করতে ক্লিক করুন।

৮) ফি প্রদান করুন।

৯)  পরীক্ষার ভাষা নির্বাচন করুন।

১০)  নথি আপলোড করুন, অর্থাৎ আপনার স্ক্যান করা স্বাক্ষর, ছবি এবং যে কোনও প্রয়োজনীয় শংসাপত্র জমা দিন।

গুরুত্বপূর্ণ তারিখ

আবেদনকারীকে অক্টোবর এবং নভেম্বর মাসের মধ্যে নিজেদের আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার পরামর্শ দেওয়া হচ্ছে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group