RRB ALP Revised Vacancy: আরো বাড়লো সিট, ফের নতুন করে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করলো রেল

Published on:

RRB ALP Revised Vacancy

RRB ALP Revised Vacancy: ভারতীয় রেলে চাকরি খোঁজা বেকারদের জন্য রইল বাম্পার সুখবর। এবার ১৮,০০০-রও বেশি পদে কর্মী নিয়োগের ঘোষণা করা হল রেলের তরফে। সরকারি চাকরি করার ইচ্ছা কার না থাকে। তারওপর সেই চাকরি যদি রেলে হয় তাহলে তো কোনও কথাই নেই। প্রতি বছর হাজার হাজার চাকরি প্রার্থী রেলে চাকরির জন্য পরীক্ষায় বসেন। তবে এবার ভারতীয় রেলের অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট নিয়োগ করবে বলে বিজ্ঞপ্তি জারি করল রেল। ইতিমধ্যে নতুন শূন্যপদের তালিকা অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। যে প্রার্থীরা রেলওয়ের আরআরবি এএলবি নিয়োগ ২০২৪- এর জন্য আবেদন করেছেন তারা অফিসিয়াল ওয়েবসাইটে আবেদন করতে পারেন।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

পদের নাম ও সংখ্যা

রেলের তরফে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদে ১৮,৭৯৯ জনকে নিয়োগ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা

রেলের তরফে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদনকারীদের অবশ্যই আইটিআই, ডিপ্লোমা বা প্রাসঙ্গিক ক্ষেত্রে ডিগ্রি থাকতে হবে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

বয়সসীমা

আপনিও যদি রেলের অ্যাসিস্ট্যান্ট পদে চাকরি পেতে ইচ্ছুক হয়ে থাকেন তাহলে আপনার বয়স হতে হবে ১৮ থেকে ৩৩ বছরের মধ্যে।

বাছাই প্রক্রিয়া

ইচ্ছুক প্রার্থীকে বেশ কয়েকটা ধাপের মধ্যে দিয়ে যেতে হবে। রেল জানাচ্ছে, CBT-1, CBT-2, and CBAT এই তিনটি পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে। যেটি জুন মাস থেকে শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যে। চলবে ২০২ সালের নভেম্বর মাস অবধি। এর জন্য চোখ রাখতে হবে  indianrailways.gov.in এই ওয়েবসাইটে।

বিজ্ঞপ্তিতে কী লেখা রয়েছে

সংশোধিত শূন্যপদের তালিকার বিজ্ঞপ্তি পরীক্ষা করতে, প্রার্থীদের অফিসিয়াল ওয়েবসাইটটি দেখতে পারেন। এই ওয়েবসাইটটি হলো indianrailways.gov.in। এই ওয়েবসাইটে গিয়ে আপনি ‘Recruitment’ নামে একটি ট্যাব দেখতে পাবেন, সেটিতে ক্লিক করুন। এর ভিতরে ক্লিক করে ঢুকলে আপনার জোনের নাম দেখা যাবে, সেখানে ক্লিক করতে হবে। তারপরেই আপনার জোনের জন্য অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট হিসেবে কতগুলি শূন্যপদ রয়েছে তা দেখা যাবে।

এখানে আপনি হিন্দি এবং ইংরেজি উভয় ভাষাতেই শূন্যপদ সংশোধন করার বিজ্ঞপ্তি দেখতে পাবেন। আপনি চাইলে যে কোনও ভাষায় বিজ্ঞপ্তিটি পরীক্ষা করতে পারেন। নিয়োগের জন্য রেলের তরফে একটি বিশেষ লিঙ্ক খোলা হবে। শূন্যপদ বা অগ্রাধিকার তালিকার অগ্রাধিকার পরিবর্তন করতে রেলওয়ে লিঙ্কটি খুলবে। একবার এই লিঙ্কটি খুললে, আপনি যে কোনও কিছু অনায়াসেই পরিবর্তন করতে পারেন। শুধু মনে রাখবেন এই কাজটি যেন সময়ের মধ্যেই করা যায়। নির্ধারিত তারিখ শেষ হওয়ার পরে আপনি আর এই সুযোগ পাবেন না। হাতে সময় থাকবে মাত্র ১০ দিন।

আরও পড়ুন: দিঘার জগন্নাথ মন্দির নিয়ে বিরাট রায় দিল হাইকোর্ট, খুশিতে লাফাচ্ছেন বাংলার মানুষ

চাইলে প্রায়োরিটি অর্ডারও বদলে নিতে পারবেন আপনি। কলকাতায় পূর্ব রেল ও দক্ষিণ পূর্ব রেলওয়ে মিলিয়ে মোট ১১৫৩টি শূন্যপদ রয়েছে নতুন তালিকায়।

কীভাবে নিজের তথ্য সংশোধন করবেন

১) এর জন্য আবেদনকারীকে অবশ্যই প্রথমে রেলের অফিসিয়াল ওয়েবসাইট indianrailways.gov.in -এ যেতে হবে।

২) এরপর রেল যে লিঙ্ক দেবে সেটায় ক্লিক করে হোমপেজ আসবে আপনার স্ক্রিনে। এরপর “Candidate Login” or “Modify Application” অপশনে ক্লিক করতে হবে।

৩) এরপর নিজের অন্যান্য নথি যেমন রেজিস্ট্রেশন নম্বর, পাসওয়ার্ড এবং জন্মের তারিখ দিতে হবে।

৪) লগ ইন করার পর যা যা আপডেট করার করে নিতে পারবেন প্রার্থীরা।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group