RRC CR Apprentice Recruitment Notification 2024: সরকারি চাকরি করতে কে না চায়। তারওপর সেই চাকরি যদি রেলে হয় তাহলে তো একদম সোনায় সোহাগা। আপনারও যদি রেলে চাকরি করা স্বপ্ন হয়ে থাকে তাহলে আপনার জন্য রইল দুর্দান্ত সুখবর। রেলের ফের একবার কয়েক হাজার শূন্যপদে কর্মী নিয়োগের ঘোষণা করা হল। জানা যাচ্ছে, মধ্য রেল শিক্ষানবিশ পদে নিয়োগের জন্য ঘোষণা করা হয়েছে। ইচ্ছুক প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। যে কোনো যোগ্য প্রার্থী অফিসিয়াল ওয়েবসাইট rrccr.com ভিজিট করে আবেদন করতে পারবেন। ১৬ জুলাই, ২০২৪ থেকে আবেদনপত্র গ্রহণ করতে শুরু করেছে। আবেদনের শেষ তারিখ ১৫ আগস্ট, ২০২৪।
পদের নাম ও সংখ্যা
মধ্য রেলওয়ে আইটিআই শিক্ষানবিশ পদে কর্মী নিয়োগ করবে। মোট ২৪২৪টি পদে কর্মী নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা
শিক্ষানবিশ পদে চাকরি পেতে অবশ্যই প্রার্থীকে ৫০ শতাংশ নম্বর নিয়ে মাধ্যমিক পাশ করা থাকতে হবে। সেইসঙ্গে ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট থাকতে হবে। এনসিভিটি দ্বারা জারি করা একটি জাতীয় ট্রেড সার্টিফিকেট (এনটিসি) বা এসসিভিটি / এনসিভিটি দ্বারা জারি করা একটি অস্থায়ী শংসাপত্র থাকতে হবে।
বয়সসীমা
আবেদনকারীর বয়সসীমা ১৫ থেকে ২৪ বছরের মধ্যে হতে হবে।
বেতন কাঠামো
আপনারও যদি ট্রেনি পদে চাকরি হয়ে যায় তাহলে মাস প্রতি আপনি ৭০০০ টাকা করে পেয়ে যাবেন।
আবেদন ফি
RRC CR Apprentice Recruitment 2024-এর জন্য আবেদন ফি ১০০/- টাকা। রিফান্ডেবল নয়।
বাছাই প্রক্রিয়া
চাকরি পেতে হলে আবেদনকারীকে বেশ কয়েকটি ধাপের মধ্যে দিয়ে যেতে হবে। যেমন প্রার্থীদের প্রাথমিকভাবে দশম শ্রেণির পরীক্ষায় প্রাপ্ত নম্বর এবং বিজ্ঞাপিত ট্রেডে আইটিআই নম্বরের ভিত্তিতে সংক্ষিপ্ত তালিকাভুক্ত করা হবে। এরপর প্রথম ধাপের সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের নথি যাচাইয়ের মধ্য দিয়ে যেতে হবে। এই পর্যায়ে, প্রার্থীদের অবশ্যই যাচাইয়ের জন্য তাদের মূল নথি এবং শংসাপত্র দেখাতে হবে। সমস্ত নথি অবশ্যই আসল হতে হবে এবং আবেদনপত্রে প্রদত্ত বিবরণের সাথে মিল থাকতে হবে। যাচাইয়ের সময় কোনওরকম কারচুপি ধরা পরলে প্রার্থীপদ বাতিল করা হবে। এর পাশাপাশি নথি যাচাইয়ের পরে, প্রার্থীদের রেলওয়ের তরফে মেডিকেল পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে।
কীভাবে আবেদন করবেন
১) প্রার্থীকে প্রথমে www.rrccr.com ওয়েবসাইটে যেতে হবে।
২) অনলাইনে আবেদন ফরম পূরণের বিশদ তথ্য পেয়ে যাবেন।
৩) পোর্টালে লগ ইন করুন এবং সাবধানে ব্যক্তিগত বিবরণ এবং বায়ো-ডেটা পূরণ করুন।
৪) আধার কার্ডের তথ্য দিন।
৫) সক্রিয় মোবাইল নম্বর এবং ইমেল আইডি লিখুন।
৬) প্রার্থীদের অবশ্যই ভবিষ্যতের রেফারেন্সের জন্য তাদের অনলাইন আবেদনের প্রিন্টআউট রাখতে হবে এবং সংক্ষিপ্ত তালিকাভুক্ত হলে নথি যাচাইকরণ প্রক্রিয়া চলাকালীন সেগুলি সঙ্গে আনতে হবে।