মাধ্যমিক পাসে রেলে কাজের সুযোগ, একাধিক পদে কর্মী নিয়োগ করছে IRCTC, এক ক্লিকে আবেদন

Published on:

irctc recruitment 2024

শ্বেতা মিত্র, কলকাতাঃ আপনিও কি একটা ভালো সরকারি চাকরির খোঁজ করছেন? তাহলে আপনার জন্য রইল একদম দুর্দান্ত খবর। বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে রেলের চাকরি করার স্বপ্ন দেখছিলেন তাদের জন্য এসে গেল এক দারুণ সুখবর। জানা গিয়েছে আইআরসিটিসি তরফে একাধিক পদে কর্মী নিয়োগ করা হবে। হ্যাঁ ঠিকই শুনেছেন। সব থেকে বড় কথা আপনিও যদি মহিলা এবং পুরুষ হয়ে থাকেন এবং মাধ্যমিক পাস করে থাকেন তাহলে অনায়াসেই আবেদন করতে পারবেন। তাহলে চলুন আর দেরি না করে জেনে নেওয়া যাক কী যোগ্যতা লাগবে এবং আবেদন করতে হলে কী করতে হবে।

চাকরির খুঁটিনাটি

WhatsApp Community Join Now

আইআরসিটিসির তরফে জানানো হয়েছে, পরীক্ষা ছাড়াই IRCTC তে কর্মী নিয়োগ করা হবে। কম্পিউটার অপারেটর এবং প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট পদে বিপুল পরিমাণে কর্মী নিয়োগ করা হবে। আবেদন জানানো যাবে অনলাইন ওই অফলাইন দুই পদ্ধতিতেই। আগামী ৫ নভেম্বর, ২০২৪ এর মধ্যে আবেদন জানাতে হবে।

অফিশিয়াল ওয়েবসাইট

আপনিও যদি চাকরি করতে ইচ্ছুক হয়ে থাকেন তাহলে বিশদে জানতে https://irctc.com/ এই ওয়েবসাইটে ভিজিট করতে হবে।

পদের নাম

আইআরসিটিসি তরফে যে চাকরির বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সেটা অনুযায়ী, সংস্থা কম্পিউটার অপারেটর এবং প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট পদে কর্মীদের নিয়োগ করবে।

পদের সংখ্যা

এবার জেনে নেওয়া যাক কতগুলি পদে কর্মী নিয়োগ করা হবে সে সম্পর্কে। জানা গিয়েছে, কম্পিউটার অপারেটর এবং প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট পদে ১২ জন কর্মী নিয়োগ করা হবে।

বেতন কাঠামো

আপনিও কি জানতে ইচ্ছুক যে উল্লেখিত পদে আপনার চাকরি হয়ে গেলে কত টাকা বেতন পাবেন? তাহলে জানিয়ে রাখি, যদু চাকরি পান তাহলে আপনাদের বেতন প্রতি মাসে সর্বনিম্ন ৬,০০০/- টাকা থেকে সর্বোচ্চ ৭,০০০/- টাকা হবে।

যোগ্যতা

রেলে চাকরি পাওয়া কিন্তু মুখের কথা নয়। এহেন অবস্থায় IRCTC-র কম্পিউটার অপারেটর এবং প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট পদে চাকরি পেতে হলে আপনার কী কী যোগ্যতা প্রয়োজন তা জেনে নিন ঝটপট।

শিক্ষাগত যোগ্যতা

প্রথমেই আসা যাক শিক্ষাগত যোগ্যতা প্রসঙ্গে। প্রার্থীদের সরকার কর্তৃক স্বীকৃত কোন প্রতিষ্ঠান থেকে স্বীকৃত বোর্ড থেকে মোট ন্যূনতম ৫০% নম্বর সহ মাধ্যমিক এবং COPA ট্রেডে আইটিআই ডিগ্রি অর্জন করতে হবে।

বয়সসীমা

এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স সর্বনিম্ন ১৫ বছর থেকে সর্বোচ্চ ২৫ বছরের মধ্যে হতে হবে বলে খবর।

বাছাই পদ্ধতি

আইআরসিটিসির তরফে জানানো হয়েছে, এখানে প্রার্থীদের মাধ্যমিক নম্বরের উপর ভিত্তি করে যোগ্য সঠিক প্রার্থীদের নিয়োগ প্রদান করা হবে।

কীভাবে আবেদন করবেন

এবার জেনে নেওয়া যাক আবেদন পদ্ধতি প্রসঙ্গে।

  • ১) সর্বপ্রথম সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট https://irctc.com/ এ যেতে হবে।
  • ২) এরপর নিজের নাম ও সমস্ত তথ্য দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।
  • ৩) ধাপে ধাপে সমস্ত ফর্মটি সঠিকভাবে ফিলাপ করতে হবে ও সেখানে যা যা ডকুমেন্টস চেয়েছে নির্দিষ্ট সাইজের মধ্যে সঠিকভাবে আপলোড দিতে হবে।
  • ৪) সর্বশেষে ডেট এবং টাইম এর মধ্যে সমস্ত তথ্য ভেরিফাই করে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।

কী কী নথি লাগবে

১) মাধ্যমিক পাসের মার্কশীট এবং শংসাপত্র।
২) NCVT/SCVT দ্বারা জারি করা জাতীয় বাণিজ্য শংসাপত্র বা NCVT/SCVT দ্বারা জারি করা অস্থায়ী জাতীয় বাণিজ্য শংসাপত্র৷
৩) উচ্চমাধ্যমিক পাসের মার্ক শীট এবং সার্টিফিকেট।
৪) জন্মতারিখের প্রমাণপত্র ।
৫) স্নাতক মার্কশীট এবং সার্টিফিকেট।
৬) SC/ST/OBC আবেদনকারীদের জন্য জাত শংসাপত্র।
৭) ওবিসি শংসাপত্র।
৮) প্রতিবন্ধী শংসাপত্র।
৯) ডিসচার্জ সার্টিফিকেট/সার্ভিং সার্টিফিকেট।
১০) আবেদনকারীর পাসপোর্ট সাইজের ফটোকপি।

আবেদনের শেষ তারিখ

আপনিও যদি আবেদন করতে ইচ্ছুক হয়ে থাকেন তাহলে জেনে রাখুন, আগামী ৫ নভেম্বর, ২০২৪-এর মধ্যে আবেদন জানাতে হবে।

সঙ্গে থাকুন ➥
X