কলকাতাঃ আপনিও কি পশ্চিমবঙ্গের বাসিন্দা? একটা ভালো চাকরির সন্ধানে রাস্তায় হন্যে হয়ে ঘুরে বেরাচ্ছেন? তাহলে আপনার জন্য রইল দারুণ সুখবর। বর্তমান সময়ে চাকরির দরকার কার না রয়েছে। কিন্তু সেই চাকরি যে পাওয়া সহজ তাও কিন্তু নয়। একটা ভালো চাকরি জোগাড় করতে কালঘাম ছুটে যায় অনেকের। তবে আর চিন্তা নেই। কারণ এবার রাজ্য সরকার বেকারদের ভালো চাকরির সুযোগ দিতে চলেছে। আসলে পশ্চিমবঙ্গ সরকারের ভূমি দপ্তরের বিএলআরও (BLRO) অফিসে চুক্তিভিত্তিক গ্রুপ সি কর্মী নিয়োগ করা হবে। আর এই মর্মে একটি বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে। তাহলে দেরি না করে জেনে নিন কোন পদে কর্মী নিয়োগ করা হবে, কী কী যোগ্যতা লাগবে, বেতনই বা কত।
চাকরির খুঁটিনাটি
বিজ্ঞপ্তি অনুযায়ী, পশ্চিমবঙ্গ সরকারের ভূমি দপ্তরের বিএলআরও (BLRO) অফিসে চুক্তিভিত্তিক গ্রুপ সি কর্মী নিয়োগ করা হবে। আবেদনকারীকে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে এবং মহিলা ও পুরুষ উভয়েই আবেদন জানাতে পারবেন। নিয়োগকারী সংস্থা হল West Bengal Land & Land Reforms Department।
অফিশিয়াল ওয়েবসাইট
আরও বিশদে জানতে বা আবেদন করতে https://uttardinajpur.gov.in/ এই অফিশিয়াল পেজে ভিজিট করতে হবে।
পদের নাম
বিজ্ঞপ্তি অনুযায়ী, ডাটা এন্ট্রি অপারেটর গ্রুপ সি পদে কর্মী নিয়োগ করা হবে।
পদের সংখ্যা
নিশ্চয়ই ভাবছেন যে কতগুলি পদে কর্মীদের নিয়োগ করা হবে? তাহলে জানিয়ে রাখি, মোট ১৬টি শূন্যপদে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করা হবে।
বেতন কাঠামো
আপনার চাকরি যদি ডাটা এন্ট্রি অপারেটর পদে হয়ে যায় তাহলে আপনার মাসিক বেতন হবে ১৬০০০ টাকা।
যোগ্যতা
ডাটা এন্ট্রি পদে কাজ করা কিন্তু মুখের কথা নয়। এই কাজ করতে হলে প্রার্থীকে অবশ্যই কম্পিউটার সম্পর্কে একটু জ্ঞান থাকতে হবেই। এছাড়াও আরও অন্যান্য যোগ্যতা তো রয়েইছেই।
শিক্ষাগত যোগ্যতা
ভূমি দফতরের ডাটা এন্ট্রি অপারেটর গ্রুপ সি পদে চাকরি পেতে হলে আবেদনকারীকে অবশ্যই যে কোনো স্বীকৃত বিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্নাতক পাশ হতে হবে। এর পাশাপাশি কম্পিউটারে এমএস অফিস এবং ইন্টারনেট সম্পর্কে ধারণা থাকতে হবে।
বয়সসীমা
এখন নিশ্চয়ই ভাবছেন যে উল্লেখিত পদগুলিতে আবেদনের ক্ষেত্রে বয়সীমা কত লাগবে? উল্লেখ করা পদের ক্ষেত্রে প্রার্থীর বয়স হতে হবে সর্বনিম্ন ২১ বছর থেকে সর্বোচ্চ ৪৫ বছরের মধ্যে।
বাছাই প্রক্রিয়া
এবার আসা যাক বাছাই প্রক্রিয়া সম্পর্কে। উল্লেখিত পদে চাকরি পেতে হলে আবেদনকারীকে বেশ কিছু ধাপের মধ্যে দিয়ে যেতে হবে। যেমন প্রার্থীদের লিখিত পরীক্ষা, কম্পিউটার টেস্ট ও ইন্টারভিউ এর মাধ্যমে বাছাই করা হবে। এখানে মোট ৫০ নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া হবে, যার প্রশ্ন হবে এমসিকিউ ধর্মী। ইংরেজি পরীক্ষায় ১০ নম্বর, গণিতে ১০ নম্বর, জেনারেল নলেজে ১০ নম্বর এবং কম্পিউটারে থাকবে ২০ নম্বরের প্রশ্ন। এই লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদেরকে কম্পিউটার টেস্টের জন্য ডাকা হবে। ৪০ নম্বরের কম্পিউটার টেস্ট হবে। এরপর সবশেষে ১০ নম্বরের ইন্টারভিউর মাধ্যমে প্রার্থীদের নিয়োগ প্রদান করা হবে।
কীভাবে আবেদন করবেন
জেনে নিন কীভাবে আবেদন করবেন।
প্রথমে অফিশিয়াল ওয়েবসাইট https://uttardinajpur.gov.in/ -এ যেতে হবে।
এরপর স্ক্রিনে Apply Now এ ক্লিক করুন।
এরপর আপনি একটা আবেদনপত্র দেখতে পারবেন।
সেটি নির্ভুলভাবে ফিলআপ করুন তারপর Submit বাটনে ক্লিক করুন।
আবেদনের শেষ তারিখ
উল্লেখিত পদে চাকরির জন্য আবেদন করার শেষ দিন। ২২শে অক্টোবর, ২০২৪ তারিখ পর্যন্ত।
গুরুত্বপূর্ণ লিংক – https://uttardianjpurrequirements.dcpuud.in/