বেকারদের জন্য সুখবর, DRDO -তে শয়ে শয়ে পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি

Published on:

drdo recruitment

শ্বেতা মিত্রঃ আপনিও কি একটা ভাল চাকরির সন্ধানে হন্যে হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেরাচ্ছেন? তাহলে আপনার সেই অপেক্ষার অবসান ঘটতে চলেছে কারণ এবার কেন্দ্রীয় সরকারের অধীনে বেশ কিছু পদে কর্মী নিয়োগ হতে চলেছে। হ্যাঁ ঠিকই শুনেছেন।

DRDO Job Recruitment 2024: চাকরির খুঁটিনাটি

WhatsApp Community Join Now

জানা গিয়েছে, প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা বা ডিআরডিও-তে বেশ কিছু পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। DRDO -তে এমন কিছু শূন্যপদ রয়েছে যেখানে কর্মী নিয়োগ করা হবে। শিক্ষণবিশ, থেকে শুরু করে টেকনিশিয়ান ট্রেড করতে পারেন এমন কয়েক জনকে নেওয়া হবে। এবার আপনার মনেও নিশ্চয়ই প্রশ্ন জাগছে যে ডিআরডিওতে চাকরি পাবেন কীভাবে? যোগ্যতা কী কী লাগবে? তাহলে জেনে নিন বিশদে।

অফিশিয়াল ওয়েবসাইট

আপনি যদি চাকরি করতে ইচ্ছুক হয়ে থাকেন তাহলে আপনাকে ডিআরডিও-র অফিসিয়াল ওয়েবসাইট www.drdo.gov.in অনলাইনে আবেদন জানাতে হবে।

পদের নাম

যে যে পদে কর্মী নিয়োগ করা হবে সেগুলি হল গ্রাজুয়েট অ্যাপ্রেন্টিস, টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস এবং ট্রেড অ্যাপ্রেন্টিস।

কতগুলি শূন্যপদ

গ্রাজুয়েট অ্যাপ্রেন্টিস পদে ৪০ জন , টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস পদে ৪০ জন এবং ট্রেড অ্যাপ্রেন্টিস পদে ১২০ জনকে নিয়োগ করা হবে। অর্থাৎ সব মিলিয়ে ১২০টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।

DRDO RCI Recruitment 2024 যোগ্যতা

এবার আসা যাক যোগ্যতা প্রসঙ্গে। গ্রাজুয়েট অ্যাপ্রেন্টিস, টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস এবং ট্রেড অ্যাপ্রেন্টিস পদে চাকরি পেতে হলে কী কী যোগ্যতা লাগবে তা জেনে নিন।

শিক্ষাগত যোগ্যতা

১) গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস পদে আবেদনের জন্য প্রার্থীদের বিই/ বিটেক (ইসিই, ইইই, সিএসই, মেকানিক্যাল, কেমিক্যাল) ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে।

২) টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস পদের জন্য ECE, EEE, CSE, Mechanical, Chemical -এ ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে।

৩) এছাড়া ট্রেড অ্যাপ্রেন্টিস পদে চাকরি পেতে হলে প্রার্থীর ফিটার, ওয়েল্ডার, টার্নার, মেশিনিস্ট, মেকানিক-ডিজেল, ইলেকট্রনিক্স-মেকানিক, ইলেকট্রিশিয়ান এবং সিওপিএ (কম্পিউটার অপারেটর এবং প্রোগ্রামিং সহকারী) ডিগ্রি থাকতে হবে। প্রত্যেকটি পরীক্ষায় ৬০% নম্বর নিয়ে পাশ করা থাকতে হবে।

বয়সসীমা

উল্লেখিত পথগুলিতে আবেদন করার জন্য প্রার্থীকে ২০২৪ সালের ১ আগস্ট অনুযায়ী ১৮ বছরের কম হলে হবে না।

বাছাই প্রক্রিয়া

উল্লেখিত পদগুলিতে আবেদনকারীদের একাডেমিক মেধা, ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের ভিত্তিতে বাছাই করা হবে। সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের ইমেইলের মাধ্যমে এ বিষয়ে জানিয়ে দেওয়া হবে।

আবেদন প্রক্রিয়া

এবার আসা যাক আবেদন প্রক্রিয়া সম্পর্কে। BE / B.Tech / ডিপ্লোমা শিক্ষানবিশের পদে চাকরি পেতে হলে প্রার্থীদের আগে NATS 2.0 পোর্টাল nats.education.gov.in নিজেকে রেজিস্টার করতে হবে। একই সঙ্গে ট্রেড অ্যাপ্রেন্টিসের apprenticeshipindia.org নিবন্ধনের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। প্রার্থীরা এখানে গবেষণা কেন্দ্র ভবনের আইডিতে গিয়ে এই নিয়োগের জন্য আবেদন করতে পারবেন।

কী কী নথি লাগবে

১) স্বাক্ষরিত অ্যাপ্লিকেশন প্রিন্টআউট

২) দশম পাশ মার্কশিট ও সার্টিফিকেট

৩) বিই/বিটেক/ডিপ্লোমা/আইটিআই-এর জন্য চূড়ান্ত মার্কশিট/ ডিগ্রি / অস্থায়ী ডিগ্রি / ডিপ্লোমা / আইটিআই সার্টিফিকেট

৪) জাতির সার্টিফিকেট

৫) PWD সার্টিফিকেট (যদি থাকে)

৬) আধার কার্ড (বাধ্যতামূলক)

৭) ব্যাঙ্কের পাসবই

৮) মেডিকেল ফিটনেস সার্টিফিকেট

৯) দুটি পাসপোর্ট সাইজের ছবি

আবেদনের শেষ তারিখ

আবেদন জানানোর শেষ তারিখ ১৫ অক্টবর।

গুরুত্বপূর্ণ কিছু লিংক

www.drdo.gov.in

https://www.drdo.gov.in/drdo/sites/default/files/career-vacancy-documents/AdvtAppRCI24092024.pdf

সঙ্গে থাকুন ➥
X