আদালতে গ্রুপ সি, গ্রুপ ডি পদে বিপুল কর্মী নিয়োগ, বেতন ৩২ থেকে ৮২ হাজার টাকা

Published on:

Uttar Dinajpur District Court Recruitment: বাংলার বেকার যুবক-যুবতীদের জন্য রইল এক দারুণ সুখবর। আপনিও যদি দীর্ঘদিন ধরে একটা ভালো চাকরির সন্ধানে রাস্তায় রাস্তায় ঘুরে বেরিয়ে থাকেন তাহলে আপনার সেই অপেক্ষার দিন শেষ হতে চলেছে। কারণে আদালতের বেশ কিছু পদে কর্মী নিয়োগের ঘোষণা করা হল। হ্যাঁ ঠিকই শুনেছেন। আদালতের একাধিক পদ যেমন ইংলিশ স্টেনোগ্রাফার, আপার ডিভিশন ক্লার্ক, লোয়ার ডিভিশন ক্লার্ক, প্রসেস সার্ভার এবং গ্রুপ-ডি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হল। আপনিও যদি চাকরি করতে ইচ্ছুক হয়ে থাকেন তাহলে চোখ রাখুন আজকের এই লেখাটির ওপর।

পদের নাম ও সংখ্যা

বিজ্ঞপ্তি অনুযায়ী, উত্তর দিনাজপুরের রায়গঞ্জের জেলা জজের অফিসে ইংলিশ স্টেনোগ্রাফার, আপার ডিভিশন ক্লার্ক, লোয়ার ডিভিশন ক্লার্ক, প্রসেস সার্ভার এবং গ্রুপ-ডি পদের জন্য কর্মী নিয়োগের ঘোষণা করা হয়েছে। মোট ৭৫টি পদে কর্মী নিয়োগ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা

ইংলিশ স্টেনোগ্রাফার (২) পদে যদি কেউ আবেদন করতে চায় তাহলে মাধ্যমিক/সমতুল্য, কম্পিউটার প্রশিক্ষণে শংসাপত্র, শর্টহ্যান্ডে 80 w.p.m. গতি, টাইপ রাইটিংয়ে 40 w.p.m.-এর দক্ষতা থাকতে হবে। আপার ডিভিশন ক্লার্কের পদে (৭) আবেদনের জন্য স্নাতক ডিগ্রি, কম্পিউটার প্রশিক্ষণে ৬ মাসের সার্টিফিকেট থাকতে হবে। লোয়ার ডিভিশন ক্লার্কের (৩২) পদে চাকরি পেতে আবেদনকারীর কাছে মাধ্যমিক, বা সমতুল, কম্পিউটার প্রশিক্ষণের সার্টিফিকেট থাকতে হবে।

এরইসঙ্গে প্রসেস সার্ভার পদে (৬) চাকরি পেতে হলে আবেদনকারীকে অষ্টম শ্রেণী পাশ হতে হবে। গ্রুপ ডি পদের (২৭) জন্যেও অষ্টম শ্রেণি পাশ হলেই হবে।

WhatsApp Community Join Now

বয়সসীমা

১) ইংলিশ স্টেনোগ্রাফার পদে চাকরি পেতে হলে বয়স হতে হবে ৩২ বছরের মধ্যে। তবে ওবিসি/এসসি প্রার্থীদের ক্ষেত্রে বয়স ৩৫ এবং এসটি শ্রেণির প্রার্থীর বয়স ৩৭ বছর হলেই হবে।

২) আপার ডিভিশন ক্লার্কের পদের জন্য সাধারণ শ্রেণির প্রার্থীর বয়স ৩২ বছর, ওবিসি/এসসি প্রার্থীদের ক্ষেত্রে ৩৫ বছর এবং এসটি শ্রেণির প্রার্থীর বয়স ৩৭ হলেই হবে।

৩) লোয়ার ডিভিশন ক্লার্কের পদের জন্য সাধারণ শ্রেণির প্রার্থীর বয়স ৪০, ওবিসি/এসসি প্রার্থীদের ৪৩ এবং এসটি শ্রেণির প্রার্থীর বয়স ৪৫ বছর হতে হবে।

৪) প্রসেস সার্ভার পদের জন্য সাধারণ শ্রেণির প্রার্থীর বয়স ৪০, ওবিসি/এসসি প্রার্থীদের ৪৩ এবং এসটি শ্রেণির প্রার্থীর বয়স ৪৫ বছর হতে হবে।

৫) গ্রুপ ডি পদের জন্য সাধারণ শ্রেণির প্রার্থীর বয়স ৪০, ওবিসি/এসসি প্রার্থীদের ৪৩ এবং এসটি শ্রেণির প্রার্থীর বয়স ৪৫ বছর হতে হবে।

বেতন কাঠামো

আপনার চাকরি যদি ইংলিশ স্টেনোগ্রাফার পদে হয়ে যায় তাহলে মাস গেলে আপনিও ৩২,১০০ থেকে ৮২,৯০০ টাকা বেতন পেতে পারেন। আপার ডিভিশন ক্লার্কের পদে চাকরি হলে আপনি পেয়ে যেতে পারেন ২৮,৯০০ থেকে ৭৪,৫০০ টাকা। লোয়ার ডিভিশন ক্লার্কের পদে চাকরি হলে আপনি পেয়ে যেতে পারেন ২২,৭০০ থেকে ৫৮,৫০০ টাকা।

এছাড়া প্রসেস সার্ভার পদে চাকরি হলে আপনি পেয়ে যেতে পারেন ২১,০০০ থেকে ৫৪,০০০ টাকা অবধি। গ্রুপ ডি পদে চাকরি হলে আপনিও পেতে পারেন ১৭,০০০ থেকে ৪৩,৬০০ টাকা অবধি।

আবেদন ফি

ইংলিশ স্টেনোগ্রাফার পদের জন্য আবেদন ফি হিসেবে সাধারণ শ্রেণি, OBC-A, OBC-B, EWS প্রার্থীদের ৬০০ টাকা এবং এস/এসটি প্রার্থীদের ৩০০ টাকা দিতে হবে।

আপার ডিভিশন ক্লার্কের পদের জন্য আবেদন ফি হিসেবে সাধারণ শ্রেণি, OBC-A, OBC-B, EWS প্রার্থীদের ৬০০ টাকা এবং এস/এসটি প্রার্থীদের ৩০০ টাকা দিতে হবে।

লোয়ার ডিভিশন ক্লার্কের পদের আবেদন ফি হিসেবে সাধারণ শ্রেণি, OBC-A, OBC-B, EWS প্রার্থীদের ৫০০ টাকা এবং এস/এসটি প্রার্থীদের ৩০০ টাকা দিতে হবে।

প্রসেস সার্ভার পদের আবেদন ফি হিসেবে সাধারণ শ্রেণি, OBC-A, OBC-B, EWS প্রার্থীদের ৪০০ টাকা এবং এস/এসটি প্রার্থীদের ২০০ টাকা দিতে হবে।

পিওন পদের আবেদন ফি হিসেবে সাধারণ শ্রেণি, OBC-A, OBC-B, EWS প্রার্থীদের ৩০০ টাকা এবং এস/এসটি প্রার্থীদের ১৫০ টাকা দিতে হবে।

বাছাই প্রক্রিয়া

আবেদনকারীদের বেশ কয়েকটি ধাপের মধ্যে দিয়ে যেতে হবে। ইংলিশ স্টেনোগ্রাফার পদের জন্য প্রার্থীদের MCQ প্রশ্ন সহ স্ক্রিনিং টেস্ট, ডিক্টেশন এবং ট্রান্সক্রিপশন টেস্ট, কম্পিউটারে টাইপিং টেস্ট, ব্যক্তিত্ব পরীক্ষা এবং কম্পিউটার দক্ষতা পরীক্ষা করা হবে।

এরপর আপার এবং লোয়ার ডিভিশন ক্লার্কের পদের জন্য প্রার্থীদের MCQ প্রশ্নসহ প্রিলিমিনারি পরীক্ষা, ইংরেজি ও বাংলায় প্রচলিত প্রশ্নসহ মেইন পরীক্ষা, ব্যক্তিত্ব পরীক্ষা এবং কম্পিউটার দক্ষতা পরীক্ষা করা হবে।

প্রসেস সার্ভার পদে আবেদনকারীদের লিখিত এবং ব্যক্তিত্ব পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে।

এছাড়া পিয়ন, নাইট গার্ড অর্থাৎ গ্রুপ ডি পদের জন্য আবেদনকারীর লিখিত পরীক্ষা ও পার্সোনালিটি টেস্ট নেওয়া হবে।

কোথায় আবেদন করবেন

আবেদন করতে www.northdinajpur.dcourts.gov.in এই ওয়েবসাইটে যেতে হবে। আবেদনের শেষ তারিখ ২০ আগস্ট, ২০২৪।

সঙ্গে থাকুন ➥
X