শ্বেতা মিত্র, কলকাতাঃ আপনি কি পশ্চিমবঙ্গের বাসিন্দা? একটা ভাল চাকরির সন্ধানে হন্যে হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেরাচ্ছেন? তাহলে আপনার জন্য রইল একটি দুর্দান্ত সুখবর। আসলে চাকরি প্রার্থীদের জন্য এবার সুখবর শুনিয়েছে বিধানচন্দ্র কৃষি বিদ্যালয়। রাজ্যেরই কৃষি বিদ্যালয়ে কর্মী নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হ্যাঁ ঠিকই শুনেছেন। কোনরকম লিখিত পরীক্ষা ছাড়াই শুধুমাত্র ইন্টারভিউ এর মাধ্যমে প্রার্থী বাছাই করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের এই কৃষি বিদ্যালয়। পুরুষ হোক কিংবা মহিলা, উভয়ই আবেদন জানাতে পারবেন। তাহলে আরো বিশদে জানতে চোখ রাখুন আজকের এই লেখাটির ওপর।
চাকরির খুঁটিনাটি
বিধানচন্দ্র কৃষি বিদ্যালয়ের তরফে চাকরি সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আর এই বিজ্ঞপ্তি অনুযায়ী, রাজ্যের এই নামকরা কৃষি বিদ্যালয়ের পিওন পদে কর্মী নিয়োগ করা হবে। আপনার শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস হলেই এই পদের জন্য আবেদন করা যেতে পারে।
অফিসিয়াল ওয়েবসাইট
পদের নাম কি এবং কতগুলি পদে আবেদন করা যাবে সেই সঙ্গে আরও বিশদে তথ্য জানতে প্রার্থীদের অফিসিয়াল ওয়েবসাইট https://www.bckv.edu.in/index.php/en/ এ ভিজিট করার পরামর্শ দেওয়া হচ্ছে।
পদের নাম | BCKV Peon Recruitment 2024 |
জানা গিয়েছে, বিধানচন্দ্র কৃষি বিদ্যালয়ে পিওন পদ খালি রয়েছে। আর এই পদ ভরাট করতে আবেদনকারীদের কাছে আবেদনপত্র জমা করার আহ্বান জানানো হয়েছে।
পদ সংখ্যা
এবার জেনে নেওয়া যাক পদের সংখ্যার ব্যাপারে। বিধানচন্দ্র কৃষি বিদ্যালয়ের তরফে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, পিওন পদে ১ জনকে নিয়োগ করা হবে।
বেতন কাঠামো
এবার জেনে নেওয়া যাক পিওন পদে আপনার চাকরি হলে মাস প্রতি বেতন কত হবে। পিওন পদে যারা চাকরি পাবে তাদেরকে প্রতি মাসে ২৯,০৩৪/- টাকা করে বেতন দেওয়া হবে।
যোগ্যতা
বিধানচন্দ্র কৃষি বিদ্যালয়তে চাকরি পাওয়া কিন্তু মুখের কথা নয়। যাইহোক, বিধানচন্দ্র কৃষি বিদ্যালয়ের পিওন পদে চাকরি পেতে হলে আপনার ঠিক কী কী যোগ্যতা প্রয়োজন তা এক নজরে জেনে নিন।
শিক্ষাগত যোগ্যতা | Job For Class 8 Pass|
পদে আবেদন করার জন্য আগ্রহী চাকরিপ্রার্থীকে যে কোন স্কুল থেকে ন্যূনতম অষ্টম শ্রেণী পাস করতে হবে।
কাজের অভিজ্ঞতা
বিজ্ঞপ্তিতে সাফ সাফ জানানো হয়েছে, এছাড়া সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের পূর্ব অভিজ্ঞতা থাকলে পোয়া বারো হবে। উক্ত প্রার্থী বিশেষ অগ্রাধিকার পাবেন।
বয়সসীমা
বিদ্যালয় তরফে জারি করা বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট কোনো বয়সের উল্লেখ করা নেই। অর্থাৎ যে কোনও বয়সের প্রার্থীরাই এই পদের জন্য আবেদন করতে পারবে।
বাছাই পদ্ধতি
এবার আপনি নিশ্চয়ই ভাবছেন যে উক্ত পদে প্রার্থী বাছাই প্রক্রিয়া কীভাবে হবে। এখানে জানিয়ে রাখি, কোনওরকম লিখিত পরীক্ষা বা কম্পিউটার টেস্ট হবে না। সরাসরি ইন্টারভিউ-এর মাধ্যমে নিয়োগ করা হবে। তবে প্রার্থীর সংখ্যা যদি শূন্যপদে তুলনায় চার গুণের বেশি হয় তাহলে প্রাথমিকভাবে লিখিত পরীক্ষা বা কম্পিউটার ভিত্তিক পরীক্ষা নেওয়া হতে পারে। তারপরেই কিন্তু চূড়ান্ত প্রার্থীদের ইন্টারভিউ-এর জন্য ডাকা হবে।
আবেদন প্রক্রিয়া
সব থেকে বড় কথা অনলাইন হোক কিংবা অফলাইন কোনভাবেই আবেদন প্রক্রিয়া গ্রহণ করা হবে না। DEE Building, Ground Floor. এই ঠিকানায় নিজের আবেদনপত্র নিয়ে সকাল ১১টার মধ্যে পৌঁছাতে হবে।
আবেদনের শেষ তারিখ
বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রার্থীদের আগামী ১৩ নভেম্বর, ২০২৪ এর মধ্যে আবেদন জানাতে হবে।