কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কে ট্রেনিং নিয়ে চাকরি

Published on:

Kotak Mahindra Internship 2025

সৌভিক মুখার্জী, কলকাতা: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। যারা ব্যাঙ্কিং খাতে কেরিয়ার গড়ার স্বপ্ন দেখছেন, তাদের জন্য আজকের প্রতিবেদনটি। সম্প্রতি কোটাক মাহিন্দ্রা লাইফ ইন্সুরেন্স সংস্থার তরফ থেকে প্রচুর শূন্যপদে ইন্টার্নশিপ ট্রেনিংয়ের (Kotak Mahindra Internship 2025) আয়োজন করা হয়েছে। জানা যাচ্ছে, এখানে মানবসম্পদ বিভাগে বিনামূল্যে ইন্টার্নশিপ ট্রেনিং করানো হবে এবং সাথে দেওয়া হবে মোটা অঙ্কের এস স্টাইপেন্ড।

কারা আবেদন করতে পারবেন, কীভাবে আবেদন করবেন, কী কী যোগ্যতা পূরণ করতে হবে, কী কী দায়িত্ব সামলাতে হবে, কোথায় ট্রেনিংটি হবে, কত টাকা স্টাইপেন্ড দেওয়া হবে, সমস্ত খুঁটিনাটি তথ্য জানতে হলে প্রতিবেদনটি শেষ অবধি পড়ুন।

সংস্থা সম্পর্কে তথ্য | Kotak Mahindra Internship 2025 |

কোটাক মাহিন্দ্রা লাইফ ইন্সুরেন্স দেশের অন্যতম বড় আর্থিক পরিষেবা প্রদানকারী সংস্থা। এটি ব্যাঙ্কিং, স্টক, ব্রোকিং, মিউচুয়াল ফান্ড, লাইফ ইন্সুরেন্স থেকে শুরু করে ইনভেস্টমেন্ট ব্যাঙ্কিং ক্ষেত্রে বহু বছর ধরেই পরিষেবা দিয়ে আসছে। এই সংস্থার তরফ থেকেই বিনামূল্যে ইন্টার্নশিপ ট্রেনিং-এর আয়োজন করা হয়েছে।

কারা আবেদন করতে পারবেন?

এই ইন্টার্নশিপ ট্রেনিং-এ আবেদন করতে গেলে অবশ্যই প্রার্থীদের কিছু যোগ্যতা পূরণ করতে হবে। প্রথমত, পূর্ণ সময়ের জন্য অফিসে উপস্থিত থেকে ইন্টার্নশিপ করতে হবে। দ্বিতীয়ত, 23 মে থেকে 27 জুনের মধ্যে ইন্টার্নশিপ শুরু করতে হবে। তৃতীয়ত, তিন মাসের জন্য নিরবিচ্ছিন্ন সময় দিতে হবে। চতুর্থত, মানব সম্পদ বিভাগে কাজের আগ্রহ ও দক্ষতা থাকতে হবে। এমনকি মহিলারা যারা কর্মজীবন শুরু করতে চান, তারাও আবেদন করতে পারবেন।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন

কী কী দায়িত্ব সামলাতে হবে?

এখানে ইন্টার্ন হিসেবে নিযুক্ত হওয়ার পর প্রার্থীদের কিছু দায়িত্ব সামাল দিতে হবে। প্রথমত IT এবং non-IT পদের জন্য উপযুক্ত প্রার্থীদের খোঁজ করতে হবে এবং মূল্যায়ন নিতে হবে। প্রার্থীদের সঙ্গে যোগাযোগ ও ইন্টারভিউয়ের ব্যবস্থা করতে হবে। জব ডেসক্রিপশন বিশ্লেষণ করে প্রার্থীদের নির্বাচন করতে হবে। এমনকি ডেটাবেস আপডেট রাখতে হবে।

ট্রেনিং-এর স্থান ও মেয়াদ

যেমনটা জানা যাচ্ছে, এই ইন্টার্নশিপ ট্রেনিংটি ভারতের গুরগাঁওতে অনুষ্ঠিত হবে এবং ট্রেনিংটি মোট তিন মাসের জন্য হবে। তাই গুরগাঁওতে উপস্থিত থেকে তিন মাস নিরবিচ্ছিন্ন সময় দিতে হবে। 

স্টাইপেন্ড এবং অন্যান্য সুযোগ-সুবিধা

এখানে ইন্টার্নশিপ ট্রেনিং নিলে প্রতি মাসে 10,000 টাকা থেকে 15,000 টাকা পর্যন্ত স্টাইপেন্ড দেওয়া হবে বলে জানানো হয়েছে। শুধু তাই নয়, সঙ্গে দেওয়া হবে সুপারিশপত্র ও সার্টিফিকেট, যেগুলি চাকরির আবেদনের ক্ষেত্রে সহায়ক হবে।

আরও পড়ুনঃ মূল্য বাড়ছে ভারতীয় মুদ্রার, ডলার বিপরীতে বড় লাফ টাকার

কীভাবে আবেদন করবেন?

যারা এই ইন্টার্নশিপ ট্রেনিং-এ আবেদন করতে চান, তাদেরকে অনলাইনের মাধ্যমেই আবেদন করতে হবে। এর জন্য আমাদের প্রতিবেদনের নিচে অফিসিয়াল ওয়েবসাইটের লিংক দেওয়া রয়েছে। সেখান থেকে সরাসরি রেজিস্ট্রেশন করে নিজের ব্যক্তিগত তথ্য এবং প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

তবে জানিয়ে রাখি, এখানে আবেদন করার শেষ তারিখ 22 জুন, 2025। এর পরে আর আবেদন গ্রহণ করা হবে না। তাই নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদন সেরে নেওয়া সবথেকে বুদ্ধিমানের কাজ।

আবেদন করুন- Click Here

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥