LIC-র কয়েকশো শূন্যপদে শুরু হল নিয়োগ, খুশিতে ডগমগ চাকরি প্রার্থীরা, এভাবে করুন আবেদন

Published on:

LIC HFL Junior Assistant Recruitment : চাকরি প্রার্থীদের জন্য রইল দারুণ সুখবর। বর্তমান সময়ে একটা ভালো চাকরি পাওয়া মোটেও মুখের কথা নয়। আবার সেই চাকরি পেয়ে টিকিয়ে রাখাটাও এখন বড় ব্যাপার। এখনও অবধি দেশে কয়েক হাজার বেকার যুবক যুবতী রয়েছে যারা ভালো চাকরির সন্ধানে দিন রাত হন্যে হয়ে রাস্তায় ঘুরে বেরাচ্ছেন। তবে এবার অনেকের সেই চাকরি পাওয়ার স্বপ্ন এবার পূরণ হতে চলেছে বলে মনে হচ্ছে। আর সেই সুযোগ দিচ্ছে LIC। একপ্রকার চাকরির ঝুলি খুলে দিল এলআইসি হাউজিং ফিনান্স লিমিটেড। একাধিক পদে কর্মী নিয়োগের ঘোষণা করেছে এই কোম্পানি।

পদের নাম ও সংখ্যা

এলআইসি হাউজিং ফিনান্স লিমিটেড জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থার তরফে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, মোট ২০০টি পদে কর্মী নিয়োগ করা হবে। যার মধ্যে ৫৩টি নিয়োগ হবে মহারাষ্ট্রে, কর্ণাটকে ৩৮টি, তেলেঙ্গানায় ৩১টি, উত্তরপ্রদেশে ১৭টি, অন্ধ্রপ্রদেশে ১২টি, মধ্যপ্রদেশে ১২টি, আসামে ৫টি, ছত্তিশগড়ে ৬টি, গুজরাটে ৫টি, হিমাচল প্রদেশে ৩টি, জম্মু ও কাশ্মীরে ১টি, পুদুচেরিতে ১টি, সিকিমে ১টি, তামিলনাড়ুতে ১০টি, পশ্চিমবঙ্গে ৫টি শূন্যপদ রয়েছে। আবেদন প্রক্রিয়া আগামী ২৫ জুলাই থেকে শুরু হবে, শেষ তারখ ১৪ আগস্ট। lichousing.com. এই ওয়েবসাইটে গিয়ে আপনি অনায়াসেই আবেদন কর‍্তে পারবেন।

শিক্ষাগত যোগ্যতা

এলআইসি হাউজিং ফিনান্স লিমিটেড জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে চাকরি পেতে হলে প্রার্থীদের অবশ্যই কমপক্ষে ৬০% নম্বর সহ স্নাতক পাশ হতে হবে।

বয়সসীমা

আবেদনকারীর বয়স বয়স ১ জুলাই ২০২৪ তারিখে ২১ বছরের কম এবং ২৮ বছরের বেশি হওয়া উচিত নয়।

WhatsApp Community Join Now

বেতন কাঠামো

এই উল্লেখিত পদে আপনার যদি চাকরি হয়ে যায় তাহলে মাস প্রতি আপনার বেতন ৩২,০০০ থেকে ৩৫,০০০ টাকা হবে। সেইসঙ্গে অন্যান্য ভাতাও পেয়ে যাবেন।

বাছাই প্রক্রিয়া

বিজ্ঞপ্তি অনুযায়ী, বাছাই পদ্ধতিতে একটি অনলাইন পরীক্ষা এবং একটি সাক্ষাত্কার অন্তর্ভুক্ত রয়েছে। অনলাইন পরীক্ষাটি ইংরেজি ভাষা, যৌক্তিক যুক্তি, সাধারণ সচেতনতা, সংখ্যাসূচক ক্ষমতা এবং কম্পিউটার দক্ষতার মতো বিভাগগুলি অন্তর্ভুক্ত থাকবে। ইংরেজিতে পরীক্ষা পরিচালিত হয়। নেগেটিভ মার্কিং রয়েছে। সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের অনলাইন পরীক্ষায় তাদের পারফরম্যান্সের ভিত্তিতে একটি ইন্টারভিউয়ের জন্য আমন্ত্রণ জানানো হবে। চূড়ান্ত মেধা তালিকাটি অনলাইন পরীক্ষা এবং সাক্ষাত্কার উভয়ের ক্রমবর্ধমান স্কোরের ভিত্তিতে তৈরি করা হবে, মেডিকেল ফিটনেসও পরীক্ষা করা হবে প্রার্থীদের।

আবেদন ফি

কেউ যদি আবেদন করতে ইচ্ছুক হয় তাহলে তাঁকে আবেদন ফি হিসেবে জিএসটি সহ ৯৪৪ টাকা দিতে হবে। এমনিতে ফি ৮০০ টাকা, কিন্তু জিএসটি সহ ১৪৪ টাকা দিতে হবে। সব মিলিয়ে ৯৪৪ টাকা গুনতে হবে।

কিভাবে আবেদন করবেন

১) প্রথমেই www.lichousing.com অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।

২) Career অপশনে গিয়ে Click বাটনে ক্লিক করুন।

৩) নিজেকে রেজিস্টার করুন। এরপর আপনাকে রেজিস্ট্রেশন নম্বর এবং পাসওয়ার্ড দেওয়া হবে।

৪) “SAVE AND NEXT” অপশনে ক্লিক করুন।

৫) সমস্ত তথ্য অনলাইনে আপলোড করুন।

৬) আবেদন ফর্মটি পূরণ করুন এবং জমা দিন।

৭) আবেদনপত্রের একটি প্রিন্ট আউট নিন।

সঙ্গে থাকুন ➥
X