আপনিও কি পশ্চিমবঙ্গের বাসিন্দা? আপনিও কি ভালো চাকরির জন্যে দীর্ঘদিন ধরে রাস্তায় হন্যে হয়েছে ঘুরে বেড়াচ্ছেন? তাহলে শুধুমাত্র আপনার জন্য রইল সোনায় সোহাগা খবর। বাংলায় বহু পদে কর্মী নিয়োগের ঘোষণা করা হয়েছে সরকারের তরফে। যদিও এই নিয়োগ হবে চুক্তির ভিত্তিতে। রাজ্যের স্বাস্থ্য দফতরের ওয়েবসাইটে এই মর্মে নিয়োগ-বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যেখান বলা হয়েছে যে রামপুরহাটের ব্লক পাবলিক হেলথ ইউনিটের বেশ কিছু শূন্যপদে নিয়োগ করা হবে। আপনিও যদি চাকরি করতে ইচ্ছুক হয়েছে থাকেন তাহলে অনলাইনে এই আবেদন করতে হবে। আজ বৃহস্পতিবার ১১ জুলাই থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে।
পদের নাম ও সংখ্যা
সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, জেলা স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ সমিতির তরফে নিয়োগ হবে ব্লক এপিডেমোলজিস্ট, ব্লক পাবলিক হেলথ ম্যানেজার, ল্যাবরেটরি টেকনিশিয়ান এবং ব্লক ডেটা ম্যানেজার পদে কর্মী নিয়োগ হবে। মোট ৫টি পদে লোক নেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা
বিজ্ঞপ্তি অনুযায়ী, ব্লক পাবলিক হেলথ ম্যানেজার পদে আবেদনের জন্য প্রার্থীদের জীবনবিজ্ঞানে বিএসসি ছাড়াও ম্যানেজমেন্টে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি বা ডিপ্লোমা থাকতে হবে। এর পাশাপাশি অ্যাডভান্স এমএস অফিসে কাজের দক্ষতাও থাকতে হবে। জীবনবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি এবং পাবলিক হেলথ নিয়ে কাজের পূর্ব অভিজ্ঞতা থাকলে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। হ্যাঁ ঠিকই শুনেছেন।
বয়সসীমা
আপনিও যদি উল্লেখিত পদে চাকরি করতে আগ্রহী হয়েছে থাকেন তাহলে আপনার বয়স ১৯ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।
বেতন কাঠামো
আপনারও যদি ব্লক এপিডেমোলজিস্ট, ব্লক পাবলিক হেলথ ম্যানেজার, ল্যাবরেটরি টেকনিশিয়ান এবং ব্লক ডেটা ম্যানেজার পদে চাকরি হয়েছে যায় তাহলে মাস গেলে আপনি ২২, ০০০ টাকা থেকে ৩৫, ০০০ টাকা উপার্জন করতে সক্ষম হবেন।
আবেদন ফি
আপনি যদি সংরক্ষিত শ্রেণীর প্রার্থী হয়ে থাকেন তাহলে আবেদন ফিরে হিসেবে ৫০ টাকা দিতে হবে। এছাড়া অসংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের আবেদন ফিরে হিসেবে ১০০ টাকা গুনতে হবে।
বাছাই প্রক্রিয়া
পদগুলিতে চাকরি পেতে আবেদনকারীদের বেশ কয়েকটি ধাপের মধ্যে দিয়ে যেতে হবে। প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা, কাজের অভিজ্ঞতা, কম্পিউটার পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে নিয়োগ করা হবে। আবেদনের শেষ তারিখ ২৮ জুলাই।
আবেদন করতে এবং আরও বিশদে জানতে আপনাকে যেতে হবে https://www.wbhealth.gov.in/ এই ওয়েবসাইটে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |