কলকাতাঃ বাংলায় বিনিয়োগ না আসা নিয়ে বারংবার বাংলার শাসক দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছে বিরোধী দলগুলি। সেই ক্ষোভের আগুনে আরও ঘি তখন পড়ে যখন সরকার জানায় যে বাংলায় প্রস্তুতির পর্যাপ্ত সময় না মেলায় বাণিজ্য সম্মেলন হবে না। বিরোধী এলোনিতা শুভেন্দু অধিকারী থেকে শুরু করে বিজেপির বাকি নেতা মন্ত্রী, বাম, কংগ্রেস সরকারকে তুলোধনা করে ছেড়েছে। তবে কেন্দ্রীয় সরকারের তরফে এবার এমন এক তথ্য প্রকাশ করা হল যা শুনে সকলের চোখ কপালে উঠে যেতে পারে বৈকি।
বিরাট তথ্য দিল কেন্দ্র
বিরোধী থেকে শুরু করে অনেকেই বলতে শুরু করেছিল যে বাংলা থেকে বিনিয়োগকারীরা মুখ ফিরিয়ে নিয়েছেন। তবে অন্য কথা বলছে কেন্দ্রীয় সরকারের বাণিজ্য মন্ত্রক। সম্প্রতি এই মন্ত্রক একটি রিপোর্ট পেশ করেছে। আর এই রিপোর্ট অনুযায়ী, ২০২৪ সালের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে বাংলায় যে বিনিয়োগ এসেছে তা অতীতের অনেক বিনিয়োগকে ছাপিয়ে গিয়েছে। জানলে চমকে উঠবেন, শুধুমাত্র এই দুই মাসেই বাংলায় বিনিয়োগের পরিমাণ এসেছে ১৮ হাজার ৫৩০ কোটি টাকা।
বিপুল কর্মসংস্থান হবে?
বাংলায় এত বিপুল পরিমানে বিনিয়োগের ফলে অনেকেই আশা করছেন সকলে। জানা যাচ্ছে, শুধুমাত্র জানুয়ারি মাসেই শিল্পক্ষেত্রে বাংলায় লগ্নি হয়েছে ১৬ হাজার ২৬১ কোটি টাকা। এই প্রস্তাবিত শিল্পগুলিতে ৪ হাজার ৮৯১ জনের কর্মসংস্থান হতে পারে বলে মনে হচ্ছে।
কোন কোন ক্ষেত্রে লগ্নি হয়েছে জানেন?
বাংলায় এত পরিমানে লগ্নি হওয়ার জেরে খুশির হাওয়া বইছে সকলের মধ্যে। যাইহোক, স্টিল কাস্টিং, ইন্ডাস্ট্রিয়াল ইনস্যুলেশন, পোশাক, ডাকটাইল আয়রন পাইপ, স্টিল প্রসেসিং, রেলের বগি সংক্রান্ত শিল্পে এই বছর বিপুল পরিমানে বিনিয়োগ হয়েছে। এদিকে ২০২৩ সালে যেখানে জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে বাংলায় লগ্নির অঙ্ক ছিল ১ হাজার ২২৫ কোটি টাকা, সেখানেও ২৪ সালের প্রথম দু মাসে লগ্নি অঙ্ক হয়েছে সাড়ে ১৮ হাজার কোটি টাকারও বেশি।