স্বাস্থ্য ক্ষেত্রে কেরিয়ার গড়তে ইচ্ছুক? প্রচুর নিয়োগের বিজ্ঞপ্তি জারি NEIGRIHMS এর

Published on:

NEIGRIHMS Recruitment 2025

সৌভিক মুখার্জী, কলকাতা: আপনি কি সরকারি স্বাস্থ্য সংস্থায় একটি উচ্চ বেতনের সরকারী চাকরি খুঁজছেন? তাহলে আপনার জন্য দারুণ সংবাদ। সম্প্রতি নর্থ ইস্টার্ন ইন্দিরা গান্ধী রিজিওনাল ইনস্টিটিউট অফ হেলথ অ্যান্ড মেডিকেল সায়েন্সেস সংস্থার তরফ থেকে প্রচুর শূন্যপদে গ্রুপ বি ও গ্রুপ সি ক্যাটাগরি বিভিন্ন পদে নিয়োগের (NEIGRIHMS Recruitment 2025) একটি বিজ্ঞপ্তি জারি হয়েছে। এখানে কোনরকম পরীক্ষা ছাড়াই প্রার্থীদেরকে নিয়োগ করা হবে। শুধু তাই নয়, এই পদগুলিতে চাকরি পেলে শুরুতেই দেওয়া হবে মোটা অঙ্কের বেতন। ভারতীয় নাগরিক হলে ছেলে-মেয়ে উভয় প্রার্থী এখানে আবেদন করতে পারবে।

কোন পদের জন্য কয়টি শূন্যপদ রয়েছে, শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, বয়স সীমা কত প্রয়োজন, কত টাকা বেতন দেওয়া হবে, কীভাবে আবেদন করবেন, কীভাবে নিয়োগ করা হবে, সমস্ত তথ্য জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

পদ এবং শূন্যপদের বিবরণ | NEIGRIHMS Recruitment 2025 |

অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী যেমনটা জানা যাচ্ছে, এখানে গ্রুপ বি এবং গ্রুপ সি বিভাগের আওতায় মোট ১৭টি ভিন্ন ভিন্ন পদে নিয়োগ করা হচ্ছে। যেমন নার্সিং অফিসার, স্টোর কিপার, রেডিওগ্রাফার, ফার্মাসিস্ট, সিকিউরিটি গার্ড, টেকনিশিয়ান ইত্যাদি। শূন্যপদের দিকে যদি আমরা দেখি, তাহলে এখানে মোট ১৩০টি শূন্যপদ রয়েছে। যেখানে নার্সিং অফিসার পদে ১০৫টি, স্টোরকিপার পদে ৩টি, রেডিওগ্রাফার পদে ৩টি, টেকনিশিয়ান পদে ৪টি এরকম বিভিন্ন পদের জন্য ভিন্ন ভিন্ন শূন্যপদ রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা কী লাগবে?

অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী নার্সিং অফিসার পদে আবেদন করতে হলে B.Sc. (Hons) নার্সিং বা জেনারেল নার্সিং মিডওয়াইফারি (GNM) ডিপ্লোমা ডিগ্রি লাগবে। স্টোরকিপার পদে আবেদন করার জন্য গ্রাজুয়েশনের পাশাপাশি মেটেরিয়াল ম্যানেজমেন্ট ডিপ্লোমা ডিগ্রি লাগবে। রেডিওগ্রাফার পদে আবেদন করতে হলে রেডিওগ্রাফিতে B.Sc. ডিগ্রী থাকবে। ফার্মাসিস্ট পদে আবেদন করতে হলে ডিপ্লোমা ইন ফার্মেসি (D.Pharm) বা B.Pharm ডিগ্রি লাগবে।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন

বয়স সীমা কত প্রয়োজন?

বিজ্ঞপ্তিতে যেমনটা জানানো হয়েছে, চাকরিপ্রার্থীদের এখানে আবেদন করার জন্য সর্বোচ্চ বয়স লাগবে ৩০ বছর। তবে কিছু কিছু পদের জন্য সর্বোচ্চ ৩৫ বছর বয়স চাওয়া হয়েছে। এছাড়া সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত প্রার্থীদের বয়সের ছাড় দেওয়া হবে।

বেতন কাঠামো

আগেই বলা হয়েছে, এই পদগুলিতে চাকরি পেলে দেওয়া হবে মোটা অঙ্কের বেতন। যেমন নার্সিং অফিসার পদে চাকরি পেলে প্রতি মাসে ৪৪,৯০০ টাকা থাকে ১,৪২,৪০০/- টাকা বেতন দেওয়া হবে। স্টোরকিপার, রেডিওগ্রাফার ইত্যাদি পদে চাকরি পেলে প্রতি মাসে ৩৫,৪০০/- টাকা থেকে ১,১২,৪০০/- টাকা বেতন দেওয়া হবে। পাশাপাশি ফার্মাসিস্ট, টেকনিক্যাল ইত্যাদি পদে চাকরি পেলে প্রতি মাসে ২৯,০০০/- টাকা থেকে ৯২,৩০০/- টাকা বেতন দেওয়া হবে।

কীভাবে আবেদন করবেন?

যে সমস্ত চাকরিপ্রার্থীরা এই পদে আবেদন করতে চান তাদেরকে জানিয়ে রাখি, এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার জন্য নিন্মলিখিত ধাপগুলি অনুসরণ করুন-

১) প্রথমে অফিশিয়াল ওয়েবসাইটে যান।

২) এরপর সংশ্লিষ্ট নিয়োগের বিজ্ঞপ্তিটি খুঁজুন। 

৩) এরপর নতুন আবেদনকারী হলে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করুন। 

৪) এরপর নিজের প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদনপত্রটি পূরণ করুন। 

৫) এরপর প্রয়োজনীয় ডকুমেন্টগুলি আপলোড করুন। 

৬) এরপর আবেদন কি পরিশোধ করুন। 

৭) সবশেষে সাবমিট করুন এবং কনফার্মেশন কপি ডাউনলোড করে রাখুন। 

জানিয়ে রাখি, এখানে আবেদন করার জন্য জেনারেল এবং OBC প্রার্থীদের ৫০০/- টাকা আবেদন ফি লাগবে এবং SC, ST ও EWS প্রার্থীদের জন্য ২৫০/- টাকা আবেদন ফি লাগবে।

কীভাবে নিয়োগ করা হবে?

অফিসিয়াল বিজ্ঞপ্তিতে যেমনটা জানানো হয়েছে, এখানে কোনরকম লিখিত পরীক্ষা নেওয়া হবে না। শুধুমাত্র দক্ষতার পরীক্ষা এবং ইন্টারভিউ এর মাধ্যমেই নিয়োগ করা হবে। 

অফিসিয়াল ওয়েবসাইট- NEIGRIHMS Official Website

অফিসিয়াল নোটিশ- NEIGRIHMS Official Notification

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥