সৌভিক মুখার্জী, কলকাতা: ভারতের অন্যতম শক্তিশালী ও গুরুত্বপূর্ণ বিদ্যুৎ উৎপাদন সংস্থা নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের তরফ থেকে এবার দক্ষিণ ভারতের কুদানকুলাম নিউক্লিয়ার প্রজেক্টে প্রচুর অ্যাপ্রেন্টিস নিয়োগ (NPCIL Apprentice Recruitment 2025) হচ্ছে। জানা যাচ্ছে, ট্রেড, ডিপ্লোমা এবং গ্রাজুয়েট অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে এবং নিযুক্তদের শুরুতেই দেওয়া হবে মোটা অংকের বেটন।
কোন কোন ট্রেডে নিয়োগ করা হচ্ছে, মোট শূন্যপদ কত রয়েছে, শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, বয়স সীমা কত লাগবে, বেতন কত দেওয়া হবে, কীভাবে আবেদন করবেন, কীভাবে নিয়োগ করা হবে, সমস্ত খুঁটিনাটি তথ্য পেতে প্রতিবেদনটি পড়ুন।
পদ এবং শূন্যপদের বিবরণ
যেমনটা জানা গিয়েছে, এখানে ট্রেড, ডিপ্লোমা এবং গ্রাজুয়েট অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে এবং মোট শূন্যপদ রয়েছে 337টি। তবে এক্ষেত্রে ট্রেড অ্যাপ্রেন্টিস পদে 118টি, ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস পদে 94টি এবং গ্রাজুয়েট অ্যাপ্রেন্টিস পদে 125টি শূন্যপদ থাকছে।
শিক্ষাগত যোগ্যতা কী লাগবে?
ট্রেড অ্যাপ্রেন্টিস পদে আবেদন করার জন্য চাকরিপ্রার্থীকে যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে আইটিআই সার্টিফিকেট থাকতে হবে। ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস পদে আবেদন করার জন্য সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি অর্জন করতে হবে এবং গ্রাজুয়েট অ্যাপ্রেন্টিস পদে আবেদন করার জন্য সংশ্লিষ্ট বিষয়ে ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজিতে ব্যাচেলার ডিগ্রি অর্জন করতে হবে।
বয়স সীমা কত দরকার?
জানা যাচ্ছে, ট্রেড অ্যাপ্রেন্টিস পদে আবেদন করার জন্য 16 থেকে 24 বছর, ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস পদে আবেদন করার জন্য 18 থেকে 25 বছর এবং গ্রাজুয়েট অ্যাপ্রেন্টিস পদে আবেদন করার জন্য 20 থেকে 28 বছর বয়স লাগবে। এর পাশাপাশি সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হবে।
বেতন কাঠামো
ট্রেড অ্যাপ্রেন্টিস পদে নিযুক্ত প্রার্থীদের প্রতি মাসে 7700 টাকা থেকে 8050 টাকা বেতন দেওয়া হবে। ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস পদে নিযুক্ত হলে প্রতি মাসে 14,000 টাকা এবং গ্রাজুয়েট অ্যাপ্রেন্টিস পদে নিযুক্ত হলে প্রতি মাসে 16,000 টাকা বেতন দেওয়া হবে।
নিয়োগ প্রক্রিয়া
এখানে কোনোরকম লিখিত পরীক্ষা হবে না। আবেদনকারীকে আইটিআই, ডিপ্লোমা, গ্রাজুয়েশনের নম্বরের উপর ভিত্তি করে নিয়োগ করা হবে।
আরও পড়ুনঃ মাত্র ২৫০ টাকা দাম, এটাই নাকি সবথেকে প্রিয় খাবার মুকেশ আম্বানির
কীভাবে আবেদন করবেন?
এখানে যোগ্য এবং আগ্রহী চাকরিপ্রার্থীরা NAPS বা NATS-র পোর্টালে গিয়ে আবেদন করতে পারবে। এর জন্য প্রথমে সেখানে রেজিস্টার করতে হবে। তারপর আবেদনপত্রটি ফিলাপ করে তার সঙ্গে প্রয়োজনীয় ছবি ও সেলফ অ্যাটেস্টেড নথিপত্র সহ নীচে দেওয়া ঠিকানায় পাঠিয়ে দিতে হবে।
ঠিকানা- Senior Manager (HRM), Kudankulam Nuclear Power Project, Nuclear Power Corporation of India Limited, Kudankulam PO, Radhapuram Taluk, Tirunelveli District, Tamil Nadu – 627106
বলে রাখি, এখানে 31 জুলাইয়ের মধ্য আবেদনপত্র পাঠাতে হবে। তারপরে আর আবেদন গ্রহণযোগ্য হবে না। তাই নির্দিষ্ট সময়সীমার মধ্যে অবশ্যই আবেদন সেরে নেবেন।
অফিসিয়াল নোটিশ- ডাউনলোড করুন
India Hood এর তরফ থেকে আমরা প্রতিদিন গুরুত্বপূর্ণ সরকারি চাকরির আপডেট দিয়ে থাকি। তাই প্রতিনিয়ত চাকরির আপডেট পেতে অবশ্যই গুগল করুন Indiahood Job। পাশাপাশি ফলো করেন India Hood Bangla কে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |