Indiahood-nabobarsho

OYO রুমে বিনামূল্যে ইন্টার্নশিপ ট্রেনিং নিয়ে চাকরি! আবেদন করলেই মাসে ২০ হাজার

Published on:

OYO Rooms Internship 2025

সৌভিক মুখার্জী, কলকাতা: রাজ্য তথা গোটা দেশের বেকার যুবক-যুবতীদের জন্য এবার সুখবর। যদি আপনি ইন্টার্নশিপ ট্রেনিং (OYO Rooms Internship 2025) খুঁজে থাকেন এবং কন্টেন্ট ডেভেলপমেন্টে আগ্রহী হন, তাহলে আজকের প্রতিবেদনটি আপনার জন্য। হ্যাঁ, এবার সেই সুযোগ নিয়ে এসেছে OYO Rooms। জনপ্রিয় এই হোটেল সংস্থা এবার কনটেন্ট ডেভেলপমেন্ট ইন্টার্ন পদে প্রচুর শূন্যপদে ট্রেনিং করাচ্ছে। যেখানে বিনামূল্যে ট্রেনিং-এর পাশে মিলবে প্রতি মাসে ২০ হাজার টাকা করে স্টাইপেন্ড।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

কিন্তু কারা এখানে আবেদন করতে পারবেন, কীভাবে আবেদন করবেন, কী কী দায়িত্ব পালন করতে হবে, কোথায় এই ট্রেনিংটি হবে, কত দিনের ট্রেনিং হবে, কত টাকা স্টাইপেন্ড দেওয়া হবে, সমস্ত তথ্য জেনে নিন আজকের এই প্রতিবেদনে।

OYO Rooms কী? | OYO Rooms Internship 2025 |

OYO নামটার সঙ্গে কমবেশি সকলেই পরিচিত। দক্ষিণ এশিয়ার সবথেকে বৃহৎ এই হোটেল নেটওয়ার্ক। সহজ ভাষায় বললে, যেখানেই যাওয়া হোক না কেন, কম দামে ভালো মানের রুম পাওয়া যায় OYO-র মাধ্যমে। আর এখানে শুধু পর্যটক নয়, বরং শহরের বাসিন্দারাও কম দামে সুবিধাজনক রুম পেতে পারেন। এই সংস্থার তরফ থেকেই বিনামূল্য ইন্টার্নশিপ ট্রেনিংয়ের আয়োজন করা হয়েছে। 

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

ইন্টার্নশিপে কী কী কাজ করতে হবে?

যেমনটা জানা যাচ্ছে, OYO Rooms-এ কন্টেন্ট ডেভেলপমেন্ট ইন্টার্ন হিসেবে নিযুক্ত হলে, আপনাকে Excel-এর কাজ করতে হবে। পাশাপাশি বিভিন্ন স্টেকহোল্ডারদের সঙ্গে যোগাযোগ রাখতে হবে এবং ডেটা ম্যানেজমেন্ট ও কো-অর্ডিনেশন সামলাতে হবে। আর এই ইন্টার্নশিপের কাজগুলি মূলত ডেটা এবং যোগাযোগ নির্ভর। তাই যাদের এই দিকগুলিতে আগ্রহ এবং দক্ষতা রয়েছে, তারাই আবেদন করবেন।

ট্রেনিংটি কোথায় হবে?

যেমনটা জানা যাচ্ছে, OYO Rooms-র এই ইন্টার্নশিপ ট্রেনিংটি ভারতের গুরগাঁও এবং হরিয়ানাতে অনুষ্ঠিত হবে। এই শহরগুলিতে থেকেই ইন্টার্নশিপ ট্রেনিং নিতে হবে।

ইন্টার্নশিপের মেয়াদ

এই ইন্টার্নশিপ ট্রেনিংটির মেয়াদ হবে দুই মাস। অর্থাৎ শর্ট টাইম ইন্টার্নশিপ। দুই মাস প্রার্থীদের নিরবিচ্ছিন্ন সময় দিতে হবে। 

স্টাইপেন্ড এবং অন্যান্য সুবিধা

এই ইন্টার্নশিপে নিযুক্ত প্রার্থীরা প্রতি মাসে ১০ হাজার টাকা থেকে ২০ হাজার টাকা করে স্টাইপেন্ড পাবে। পাশাপাশি ট্রেনিং শেষ হলে প্রার্থীদেরকে সার্টিফিকেট এবং সুপারিশপত্র দেওয়া হবে। যেগুলি চাকরির আবেদনের ক্ষেত্রে কাজে আসতে পারে।

আরও পড়ুনঃ বিনামূল্যে ইন্টার্নশিপ ট্রেনিং করিয়ে চাকরি দিচ্ছে Lenskart! প্রতি মাসে মিলবে মোটা স্টাইপেন্ড

আবেদন কীভাবে করবেন?

যে সমস্ত চাকরিপ্রার্থীরা OYO Rooms এর ইন্টার্নশিপ নিতে চান, তাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এর জন্য আমাদের প্রতিবেদনের নীচে অফিশিয়াল ওয়েবসাইটের লিংক দেওয়া রয়েছে। সেখান থেকে সরাসরি অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করে “Apply Now” অপশনে ক্লিক করতে হবে। এরপর নিজের ব্যক্তিগত ও শিক্ষাগত যোগ্যতার তথ্য ইনপুট করতে হবে। এরপর প্রয়োজনীয় ডকুমেন্টগুলি আপলোড করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। 

তবে এক্ষেত্রে জানিয়ে রাখি, এখানে আবেদন করার শেষ তারিখ ১০ই মে, ২০২৫। তাই নির্দিষ্ট সময়সীমার মধ্যে অবশ্যই আবেদন সেরে নেবেন।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group