সৌভিক মুখার্জী, কলকাতাঃ চাকরিপ্রার্থীদের জন্য দারুণ সুখবর। সম্প্রতি কৃষি বিদ্যালয়ে প্রচুর শূন্যপদে গ্রুপ-ডি কর্মী নিয়োগের (PDKV Recruitment 2025) বিজ্ঞপ্তি জারি হয়েছে। আপনি যদি যোগ্য হন এবং সরকারি প্রতিষ্ঠানে কাজ করতে চান তাহলে এটি হতে পারে আপনার জন্য সুবর্ণ সুযোগ। সব থেকে বড় ব্যাপার হল, এখানে মাত্র চতুর্থ শ্রেণী পাস থেকে শুরু করে মাধ্যমিক পাস যোগ্যতার প্রার্থীরা আবেদন করতে পারবে। ভারতীয় নাগরিক হলে ছেলে-মেয়ে উভয় প্রার্থী আবেদনযোগ্য।
কোন পদে কয়টি শূন্যপদ রয়েছে, শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, বয়স সীমা কত লাগবে, কত টাকা বেতন দেওয়া হবে, আবেদন কীভাবে করবেন, কীভাবে নিয়োগ করা হবে ইত্যাদি বিষয়গুলি জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
পদ এবং শূন্যপদের বিবরণ | PDKV Recruitment 2025 |
শুরুতেই জানিয়ে রাখি, এই নিয়োগের বিজ্ঞপ্তিটি জারি হয়েছে ডঃ পানজাবরাও দেশমুখ কৃষি বিদ্যাপীঠের (PDKV) তরফ থেকে। এখানে গ্রুপ-ডি পদের আওতায় ল্যাবরেটারি অ্যাটেনডেন্ট, অ্যাটেনডেন্ট, ওয়াচম্যান, ওয়ালম্যান, মৎস্যজীবী, শ্রমিক ইত্যাদি পদে নিয়োগ করা হচ্ছে। শূন্যপদ সম্পর্কে যদি আলোচনা করি তাহলে এখানে মোট ৫১৯টি শূন্যপদ পাওয়া যাবে। যেখানে শ্রমিকদের জন্য ৩৪৪টি, ল্যাবরেটরি অ্যাটেনডেন্ট পদে ৩৯টি, অ্যাটেনডেন্ট পদে ৮০টি, ওয়াচম্যান পদে ৫০টি শূন্যপদ থাকছে।
শিক্ষাগত যোগ্যতা কী লাগবে?
আগেই বলা হয়েছে, এখানে ন্যূনতম চতুর্থ শ্রেণি পাসে আবেদন করা যাবে। যেমন মৎস্যজীবী বা গার্ডেনার পদে আবেদন করার জন্য চতুর্থ শ্রেণি পাস হতে হবে, লাইব্রেরি অ্যাটেনডেন্ট, ল্যাবরেটরি অ্যাটেনডেন্ট, ওয়ালম্যান পদে আবেদন করার জন্য মাধ্যমিক পাস করতে হবে এবং ওয়াচম্যান পদে আবেদন করার জন্য সপ্তম শ্রেণী পাস করতে হবে।
বয়স সীমা কত প্রয়োজন?
অফিসিয়াল বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এখানে সর্বনিম্ন ১৮ বছর থেকে সর্বোচ্চ ৩৮ বছর বয়সের প্রার্থীরা আবেদন করতে পারবে। এছাড়া সরকারি নিয়ম অনুসারে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ছাড় দেওয়া হবে।
বেতন কাঠামো
অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী, এখানে নিয়োগপ্রাপ্ত প্রার্থীদের প্রতি মাসে ১৫,০০০/- টাকা থেকে ৪৭,৬০০/- টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।
আবেদন কীভাবে করবেন?
যে সমস্ত প্রার্থীরা এখানে আবেদন করতে চান তাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এর জন্য নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করুন-
১) প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে (www.pdkv.ac.in) যেতে হবে।
২) এবার “Group D Recruitment 2025” অপশনে ক্লিক করতে হবে।
৩) নতুন আবেদনকারী হলে অবশ্যই রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।
৪) একবার লগইন করে প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদনপত্রটি পূরণ করতে হবে।
৫) এবার প্রয়োজনীয় ডকুমেন্টগুলি আপলোড করতে হবে।
৬) এরপর আবেদন ফি প্রদান করতে হবে।
৭) আবেদনপত্র সাবমিট করে এক কপি প্রিন্ট আউট রেখে দিতে হবে।
এক্ষেত্রে বলে রাখা ভালো, সাধারণ শ্রেণীর প্রার্থীদের জন্য আবেদন করতে হলে ৫০০/- টাকা আবেদন ফি লাগবে এবং সংরক্ষিত শ্রেণী যেমন SC, ST, PwBD, OBC, EWS প্রার্থীদের আবেদন করার জন্য ২৫০ টাকা আবেদন ফি লাগবে।
গুরুত্বপূর্ণ তারিখ
এখানে আবেদন শুরু হচ্ছে ১০ই মার্চ, ২০২৫ থেকে এবং আবেদন চলবে ১০ই এপ্রিল, ২০২৫ তারিখ পর্যন্ত। তাই নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদন সেরে নেওয়াই ভালো।
নিয়োগ প্রক্রিয়া
অফিসিয়াল বিজ্ঞপ্তিতে যেমনটা জানানো হয়েছে, প্রার্থীদের আবেদন যাচাই, মেধা তালিকা প্রস্তুতি এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে নিয়োগ করা হবে। কোন রকম লিখিত পরীক্ষা বা মৌখিক পরীক্ষার প্রয়োজন নেই।
অফিসিয়াল ওয়েবসাইট- PDKV Official Website
অফিসিয়াল নোটিশ- PDKV Official Notification
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |