শুরুতেই বেতন ৬০ হাজার টাকা, পাওয়ারগ্রিডে প্রচুর শূন্যপদে নিয়োগ, জানুন পদ্ধতি

Published on:

Powergrid Recruitment 2025

সৌভিক মুখার্জী, কলকাতা: বেকার চাকরিপ্রার্থীদের জন্য দারুণ সুখবর। এবার ভারত সরকারের বিদ্যুৎ মন্ত্রণালয়ের অধীনস্থ সংস্থা পাওয়ারগ্রিডের তরফ থেকে ইলেকট্রিক্যাল বিভাগে বিভিন্ন পদে নিয়োগের (PGCIL Executive Recruitment 2025) বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ম্যানেজার, ডেপুটি ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ইত্যাদি পদে এখানে নিয়োগ হচ্ছে। এই পদগুলিতে চাকরি পেলে শুরুতেই পাবেন মোটা অঙ্কের বেতন। এছাড়াও মিলবে প্রচুর সুবিধা। ভারতীয় নাগরিক হলে ছেলে-মেয়ে সবাই এই পদে আবেদন জানাতে পারবে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

কোন পদে কয়টি শূন্যপদ রয়েছে, শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, বয়স সীমা কত লাগবে, কত টাকা বেতন দেওয়া হবে, নিয়োগ কীভাবে করা হবে, আবেদন কীভাবে করবেন ইত্যাদি বিষয়গুলি জানতে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

পদ এবং শূন্যপদের বিবরণ | Powergrid Recruitment 2025 |

পাওয়ারগ্রিডের তরফ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী এখানে ম্যানেজার, ডেপুটি ম্যানেজার এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে নিয়োগ হচ্ছে। তবে বলে রাখা ভালো, এখানে ইলেকট্রিক্যাল বিভাগের অধীনে এই নিয়োগটি করা হচ্ছে। বিজ্ঞপ্তি অনুযায়ী এখানে মোট শূন্যপদ রয়েছে ১১৫টি। ম্যানেজার পদের দিকে যদি খেয়াল করি তাহলে ৯টি শূন্যপদ রয়েছে, ডেপুটি ম্যানেজার পদে ৪৮টি এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে ৫৮টি শূন্যপদ রয়েছে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

শিক্ষাগত যোগ্যতা কী লাগবে?

এই পদগুলিতে আবেদন করার জন্য চাকরিপ্রার্থীকে অবশ্যই যেকোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে B.E./B.Tech/B.Sc (Engg.) ডিগ্রি অর্জন করতে হবে। তবে মনে রাখবেন, ইলেক্ট্রিক্যাল বা ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স বা পাওয়ার সিস্টেম বা পাওয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগে ন্যূনতম ৬০% নম্বর লাগবে।

বয়স সীমা কত লাগবে?

অফিসিয়াল বিজ্ঞপ্তিতে যেমনটি জানানো হয়েছে, ম্যানেজার পদে আবেদন করার জন্য সর্বোচ্চ বয়স লাগবে ৩৯ বছর, ডেপুটি ম্যানেজার পদে আবেদন করার জন্য সর্বোচ্চ বয়স লাগবে ৩৬ বছর এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে আবেদন করার জন্য সর্বোচ্চ বয়স লাগবে ৩৩ বছর। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড়ও পাবে। 

বেতন কত দেওয়া হবে?

আগেই বলা হয়েছে এখানে বিভিন্ন পদে নিয়োগ হচ্ছে। তাই প্রতিটি পদের জন্য আলাদা বেতন কাঠামো ধার্য করা হয়েছে। যেমন ম্যানেজার পদে চাকরি পেলে প্রতি মাসে ৮০ হাজার টাকা থেকে ২ লক্ষ ২০ হাজার টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। ডেপুটি ম্যানেজার পদে চাকরি পেলে প্রতি মাসে ৭০ হাজার টাকা থাকে ২ লক্ষ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের পদে চাকরি পেলে প্রতি মাসে ৬০ হাজার টাকা থাকে ১ লক্ষ ৮০ হাজার টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।

আবেদন কীভাবে করবেন?

এখানে চাকরিপ্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। এজন্য নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করুন-

  • প্রথমে পাওয়ারগ্রিডের অফিসিয়াল ওয়েবসাইটে যান। 
  • নতুন আবেদনকারী হলে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করুন। 
  • এরপর নির্ধারিত আবেদন ফরমটি নিজের সমস্ত ব্যক্তিগত তথ্য এবং প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করে পূরণ করুন।
  • এরপর আবেদন ফি পরিশোধ করুন। মনে রাখবেন, আবেদন ফি অনলাইনে পেমেন্ট করতে হবে।
  • এরপর আবেদন সাবমিট করার পর একটি প্রিন্ট আউট সংরক্ষণ করে রেখে দিন। 

আবেদন ফি কত লাগবে?

বিজ্ঞপ্তি অনুযায়ী এই পদগুলিতে আবেদন করার জন্য জেনারেল, OBC এবং EWS প্রার্থীদের কাছে ৫০০ টাকা আবেদন ফি চাওয়া হয়েছে এবং SC, ST, PwBD প্রার্থী হলে কোন রকম আবেদন ফি লাগবে না।

নিয়োগ কীভাবে করা হবে?

কোনরকম লিখিত পরীক্ষা বা কম্পিউটার ভিত্তিক পরীক্ষার কথা অফিশিয়াল বিজ্ঞপ্তিতে উল্লেখ করা নেই। তবে অনলাইনে জমা করা আবেদনগুলি প্রথমে পরীক্ষা-নিরীক্ষা করা হবে। এরপর যদি প্রয়োজন হয় একটি স্ক্রিনিং টেস্টে নেওয়া হবে। এই টেস্টে যারা উত্তীর্ণ হবে তাদেরকে ডকুমেন্ট ভেরিফিকেশন এবং ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে।

আরও পড়ুনঃ বেতন ৩৫০০০, মাধ্যমিক পাসেই রেলের টিকিট কালেক্টরের চাকরি! ১৩,৫০০ পদে নিয়োগ

গুরুত্বপূর্ণ তারিখ

এখানে অনলাইনে আবেদন শুরু হয়েছে ১৮ই ফেব্রুয়ারি, ২০২৫ থেকে এবং আবেদন চলবে ১২ই মার্চ, ২০২৫ তারিখ পর্যন্ত। তাই নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদন সেরে নেওয়া সবথেকে বুদ্ধিমানের কাজ হবে।

অফিসিয়াল ওয়েবসাইট- Click Here

অফিসিয়াল বিজ্ঞপ্তি- POWERGRID Official Notification

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group