সৌভিক মুখার্জি, কলকাতাঃ যারা ব্যাঙ্কে চাকরির স্বপ্ন দেখেন তাদের জন্য সুসংবাদ। সম্প্রতি পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক প্রচুর শূন্যপদে একটি নিয়োগের (PNB SO Recruitment 2025) বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যদি আপনি ব্যাঙ্কিং সেক্টরে ক্যারিয়ার গড়তে চান তাহলে এটি আপনার জন্য সুবর্ণ সুযোগ হতে পারে। এই পদে চাকরি পেলে শুরুতেই দেওয়া হবে মোটা অঙ্কের বেতন। ভারতীয় নাগরিক হলে ছেলে-মেয়ে উভয় প্রার্থী এই পদে আবেদন জানাতে পারবে।
মোট কয়টি শূন্যপদ রয়েছে, আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, কত টাকা বেতন দেওয়া হবে, বয়স সীমা কত লাগবে, আবেদন কীভাবে করবেন, কীভাবে নিয়োগ করা হবে ইত্যাদি বিষয়গুলি জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
পদ এবং শূন্যপদের বিবরণ | PNB SO Recruitment 2025 |
বিজ্ঞপ্তি অনুযায়ী যেমনটা জানা যাচ্ছে, এখানে বিশেষজ্ঞ কর্মকর্তা (SO) পদে নিয়োগ করা হচ্ছে। তবে এর মধ্যে অফিসার, ম্যানেজার, সিনিয়র ম্যানেজার ইত্যাদি বিভাগে নিয়োগ করা হবে। শূন্যপদ নিয়ে যদি কথা বলি, তাহলে এখানে মোট ৩৫০টি শূন্যপদ পাওয়া যাবে। যেখানে অফিসার (ক্রেডিট) বিভাগে ২৫০টি, অফিসার (ইন্ডাস্ট্রি) বিভাগে ৭৫টি, ম্যানেজার (আইটি) বিভাগে ৫টি, এরকম বিভিন্ন বিভাগের জন্য বিভিন্ন শূন্যপদ রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা কী লাগবে?
যেহেতু এখানে বিভিন্ন বিভাগে নিয়োগ হচ্ছে, তাই বিজ্ঞপ্তি অনুযায়ী প্রতিটি বিভাগের জন্য ভিন্ন ভিন্ন শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। যেমন অফিসার (ক্রেডিট) পদে আবেদন করার জন্য CA / CMA / CFA / MBA (Finance) বা PGDM (Finance) ডিগ্রি লাগবে। অফিসার (ইন্ডাস্ট্রি) পদে আবেদন করার জন্য B.E / B.Tech ডিগ্রি লাগবে, ডাটা সায়েন্টিস্ট পদে আবেদন করার জন্য B.E / B.Tech (IT, CS, Data Science) ডিগ্রি লাগবে।
বয়স সীমা কত লাগবে?
বিজ্ঞপ্তি অনুযায়ী যেমনটা জানা যাচ্ছে, JMGS-I গ্রেডের পদগুলিতে আবেদন করতে বয়স লাগবে ২১ বছর থেকে ৩০ বছর, MMGS-II গ্রেডের পদগুলিতে আবেদন করতে বয়স লাগবে ২৫ বছর থেকে ৩৫ বছর এবং MMGS-III গ্রেডের পদগুলিতে আবেদন করার জন্য বয়স লাগবে ২৭ বছর থেকে ৩৮ বছর।
বেতন কত দেওয়া হবে?
অফিসিয়াল বিজ্ঞপ্তিতে যেমনটা জানানো হয়েছে, JMGS-I গ্রেডের পদগুলিতে চাকরি পেলে প্রতি মাসে ৪৮,৪৮০/- টাকা থেকে ৮৫,৯২০/- টাকা বেতন দেওয়া হবে, MMGS-II গ্রেডের পদগুলিতে চাকরি পেলে প্রতি মাসে ৬৪,৮২০/- টাকা থেকে ৯৩,৯৬০/- টাকা বেতন দেওয়া হবে এবং MMGS-III গ্রেডের পদগুলিতে চাকরি পেলে প্রতি মাসে ৮৫,৯২০/- টাকা থেকে ১,০৫,২৮০/- টাকা বেতন দেওয়া হবে।
আবেদন কীভাবে করবেন?
যার এই পদগুলিতে আবেদন করতে চান তারা পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। সর্বপ্রথম রেজিস্ট্রেশন করে নিতে হবে। এরপর নিজের ব্যক্তিগত তথ্য এবং প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করে আবেদন সম্পন্ন করতে হবে। তবে বলে রাখি, আবেদন জমা দেওয়ার আগে অবশ্যই আবেদন ফি প্রদান করতে হবে।
এক্ষেত্রে SC/ST/PwBD প্রার্থীদের জন্য ৫৯/- টাকা আবেদন ফি ধার্য করা হয়েছে এবং অন্যান্য সকল ক্যাটাগরি প্রার্থীদের জন্য ১১৮০/- টাকা আবেদন ফি ধার্য করা হয়েছে।
গুরুত্বপূর্ণ তারিখ
এখানে আবেদন শুরু হচ্ছে ৩রা মার্চ, ২০২৫ তারিখ থেকে এবং আবেদন চলবে ২৪শে মার্চ, ২০২৫ তারিখ পর্যন্ত। তাই নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদন সেরে নেওয়াই ভালো।
নিয়োগ কীভাবে করা হবে
বিজ্ঞপ্তি অনুযায়ী যেমনটা জানা যাচ্ছে, এখানে অনলাইন লিখিতে পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।
আরও পড়ুনঃ শুরুতেই বেতন ৩০ হাজার, ভারতীয় পোস্ট পেমেন্ট ব্যাঙ্কে স্নাতক পাশে এক্সিকিউটিভ নিয়োগ
অফিশিয়াল ওয়েবসাইট- Click Here
অফিশিয়াল নোটিশ- Download Now
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |