শ্বেতা মিত্রঃ যত সময় এগোচ্ছে ততই যেন দেশে বেকারত্বের সংখ্যা বেড়েই চলেছে। বেকারত্ত্বর জ্বালা কাকে বলে তা যারা বেকার একমাত্র তাঁরাই ভালো বোঝেন। যদিও দেশ থেকে বেকারত্বের অভিশাপ মেটাতে একের পর এক কাজ করেই চলেছে কেন্দ্রীয় সরকার থেকে শুরু করে বহু রাজ্য সরকার। এহেন অবস্থায় আপনিও কি একটা ভালো চাকরির সন্ধানে রাস্তায় রাস্তায় হন্যে হয়ে ঘুরছেন? তাহলে আপনার জন্য রইল খবর। এবার ভারত সরকারের জনদরদী প্রকল্প স্কিল ইন্ডিয়ার (Skill India) মাধ্যমে কয়েক হাজার শূন্যপদে আপনিও চাকরির আবেদন জানাতে পারবেন। হ্যাঁ ঠিকই শুনেছেন । স্কিল ইন্ডিয়া স্কিমের মাধ্যমে বিনামূল্যে প্রশিক্ষণের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সেইসঙ্গে প্রশিক্ষণ চলাকালীন প্রতিমাসে স্টাইপেন্ড দেওয়া হবে। এই প্রশিক্ষণ ভারতীয় রেলের তরফে দেওয়া হবে।
এই স্কিম ইন্ডিয়াতে ট্রেনিং নেওয়ার পর আপনি অনায়াসেই রেলের (Indian Railways) চাকরির জন্য প্রস্তুতি নিতে সক্ষম হবেন। তাহলে চলুন আর দেরি না করে জেনে নেওয়া যাক ৫০০০-রও বেশি পদে চাকরি পেতে আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা, মাসিক ভাতা, আবেদন পদ্ধতি, বয়সসীমা, আবেদনের শেষ তারিখ।
চাকরির খুঁটিনাটি
বিজ্ঞপ্তি অনুযায়ী, স্কিল ইন্ডিয়ার মাধ্যমে ৫ হাজার শূন্যপদে প্রশিক্ষণের সুযোগ দেওয়া হচ্ছে চাকরি প্রার্থীদের। এই স্কিম ইন্ডিয়াতে ট্রেনিং নেওয়ার পর আপনি অনায়াসেই রেলের চাকরির জন্য প্রস্তুতি নিতে সক্ষম হবেন।
অফিশিয়াল ওয়েবসাইট
প্রশিক্ষণ পেতে আপনাকে অবশ্যই ভিজিট করতে হবে উল্লেখিত দুই ওয়েবসাইটে। যেগুলি হল…
https://www.apprenticeshipindia.gov.in/
https://www.rrc-wr.com/?AspxAutoDetectCookieSupport=1
পদের নাম
স্কিল ইন্ডিয়ার তরফে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, হাজার হাজার অ্যাপ্রেন্টিসশিপ পদে কর্মী নিয়োগ করা হবে। রেলের ওয়েস্টার্ন ডিভিশনের বিভিন্ন শাখায় এই নিয়োগ করা হবে। রেলের বেশ কিছু পদ যেমন ফিটার, ওয়েলডার, মেকানিস্ট, কার্পেন্টার, পেইনটার, মেকানিক (ডিজেল), মেকানিক (মোটর ভেহিকেল), প্রোগ্রামিং এন্ড সিস্টেমস অ্যাডমিনিস্ট্রেশন অ্যাসিস্ট্যান্ট, ইলেকট্রিশিয়ান, মেকানিক (ইলেকট্রিকাল পাওয়ার ড্রাইভস), ইলেকট্রনিক্স মেকানিক, ওয়াইআরম্যান, মেকানিক (রেফরিজারেশন এন্ড এয়ার কন্ডিশনিং), পাইপ ফিটার, প্লাম্বার, ফরজার এন্ড হিট ট্রিটার, ড্রটম্যান (সিভিল) ও স্টেনোগ্রাফার।
পদের সংখ্যা
মোট ৫০৬৬টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
বেতন
এখানে একটি বিষয় বলে রাখা জরুরি, বেতন নয়, প্রশিক্ষণ চলাকালীন প্রতিমাসে নির্দিষ্ট হারে স্টাইপেন্ড পাবেন। অ্যাপ্রেন্টিশিপ নিয়োগের নিয়ম অনুযায়ী স্টাইপেন্ড দেওয়া হবে। এর পাশাপাশি প্রশিক্ষণ শেষে কেন্দ্রীয় সরকার ও ভারতীয় রেল অনুমোদিত সার্টিফিকেট প্রদান করা হবে। এইটা শংসাপত্র আপনাকে আগামী দিনে ভবিষ্যতে রেলওয়েতে পাইয়ে দিতে অনেকটাই সাহায্য করবে।
যোগ্যতা
স্কিল ইন্ডিয়া স্কিমের আওতায় প্রশিক্ষণ পেতে হলে প্রার্থীদের কী কী যোগ্যতা প্রয়োজন তা সবটাই আলোচনা করা হবে।
শিক্ষাগত যোগ্যতা
অ্যাপ্রেন্টিসশিপ পদে আবেদন করতে প্রার্থীকে অবশ্যই যে কোনো স্বীকৃত বোর্ডের বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ করে থাকতে হবে। এর পাশাপাশি NCVT অথবা SCVT স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট ট্রেডে ITI পাশ করতে হবে। অর্থাৎ আবেদনকারী যে ট্রেডে প্রশিক্ষণের জন্য আবেদন করবেন ঠিক সেই ট্রেডের ওপর ITI কোর্স পাশ করে থাকতে হবে।
বয়সসীমা
বিজ্ঞপ্তি অনুসারে, আবেদন করার জন্য আবেদনকারীর বয়স হতে হবে ১৫ থেকে ২৪ বছরের মধ্যে। বয়সের হিসাব হবে ২২ অক্টোবর, ২০২৪ তারিখের হিসাব অনুযায়ী। তপশিলি শ্রেণীভুক্ত আবেদনকারীদের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী ৫ বছর এবং ওবিসি আবেদনকারীদের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী ৩ বছর বয়সের ছাড় থাকবে। এছাড়াও শারীরিক ভাবে প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ১০ বছর বয়সের ছাড় থাকবে।
প্রয়োজনীয় তথ্য
উল্লেখিত পদে নিয়োগ পেতে হলে আবেদনকারীর কাছে অবশ্যই মাধ্যমিক পরীক্ষার সার্টিফিকেট, আইটিআই প্রশিক্ষণ সার্টিফিকেট, প্রতিবন্ধী অথবা জাতি শংসাপত্র (যদি উপলব্ধ থাকে), ন্যাশানাল ট্রেড সার্টিফিকেট ইত্যাদি থাকা বাধ্যতামূলক।
বাছাই প্রক্রিয়া
এবার আসা যাক বাছাই প্রক্রিয়া প্রসঙ্গে। সরাসরি ইন্টারভিউর মাধ্যমে এখানে কর্মী নিয়োগ করা হবে। কোনোরকম লিখিত পরীক্ষা দিতে হবে না। মাধ্যমিক পরীক্ষায় প্রাপ্ত নম্বর এবং আইটিআই কোর্সে প্রাপ্ত গ্রেডের উপর ভিত্তি করে প্রকাশিত মেধা তালিকা অনুযায়ী প্রার্থীরা এখানে প্রশিক্ষণের সুযোগ পাবেন। হ্যাঁ ঠিকই শুনেছেন।
কীভাবে আবেদন করবেন
এখন আপনার মাথাতেই নিশ্চয়ই প্রশ্ন জাগছে যে কিভাবে আবেদন করবেন? তাহলে জানিয়ে রাখি,
১)প্রার্থীদের প্রথমে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
২) অনলাইনে আবেদন করার জন্য https://www.apprenticeshipindia.gov.in/ ওয়েবসাইটটিতে ভিজিট করে নিজের রেজিস্ট্রেশন সম্পন্ন করে নিতে হবে।
৩) এরপর https://www.rrc-wr.com/?AspxAutoDetectCookieSupport=1 ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন প্রার্থীরা।
আবেদন ফি
তপশীলি জাতি, প্রতিবন্ধী এবং মহিলা ছাড়া অন্যান্যদের এককালীন ১০০/- টাকা আবেদন ফি হিসেবে জমা করতে হবে।
আবেদনের শেষ দিন
বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২২ অক্টোবর, ২০২৪ তারিখ বিকাল ৫ টা পর্যন্ত প্রার্থীরা নিজেদের আবেদন নথিভুক্ত করতে পারবেন।
গুরুত্বপূর্ণ দিন – ২২ অক্টোবর, ২০২৪।
গুরুত্বপূর্ণ লিংক – https://www.apprenticeshipindia.gov.in/
https://www.rrc-wr.com/?AspxAutoDetectCookieSupport=1