৭৯৫১টি শূন্যপদে কর্মী নিয়োগ, শর্ট নোটিফিকেশন জারী করলো রেল

Published on:

RRB JE 2024 Recruitment Notification

RRB JE 2024 Recruitment Notification: দেশের হাজার হাজার চাকরি বেকার যুবক-যুবতীদের জন্য রইল সুখবর। কয়েক হাজার পদে ফের কর্মী নিয়োগের ঘোষণা করল রেল। আপনারও কি সরকারি চাকরি করার স্বপ্ন রয়েছে? বিশেষ করে রেলে চাকরি করার ইচ্ছা দীর্ঘদিনের? তাহলে আপনার জন্য রইল দারুণ সুখবর। ভারতীয় রেলওয়ে নিয়োগ বোর্ড ঘোষণা করেছে, জুনিয়র ইঞ্জিনিয়ার, ডিপো মেটেরিয়াল সুপারিনটেনডেন্ট, কেমিক্যাল অ্যান্ড মেটালার্জিক্যাল অ্যাসিস্ট্যান্ট এবং কেমিক্যাল সুপারভাইজার (গবেষণা) সহ বিভিন্ন পদের জন্য আবেদন জানাতে বলেছে প্রার্থীদের। আগামী ৩০ জুলাই থেকে শুরু হবে আবেদন প্রক্রিয়া, চলবে ২৯ আগস্ট, ২০২৪ অবধি।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

পদের নাম ও সংখ্যা

রেলের তরফে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, মোট ৭৯৫১টি পদে কর্মী নিয়োগ করা হবে। জুনিয়র ইঞ্জিনিয়ার , জুনিয়র ইঞ্জিনিয়ার , ডিপো মেটেরিয়াল সুপারিনটেনডেন্ট এবং কেমিক্যাল অ্যান্ড মেটালার্জিক্যাল অ্যাসিস্ট্যান্ট-এর ৭৯৩৪টি পদে লোক নেওয়া হবে। এছাড়া কেমিক্যাল অ্যান্ড মেটালার্জিক্যাল অ্যাসিস্ট্যান্ট, মেটালার্জিকাল সুপারভাইজার/রিসার্চ, কেমিক্যাল সুপারভাইজার/রিসার্চ ১৭টি পদে কর্মী নিয়োগ করবে রেল।

শিক্ষাগত যোগ্যতা

জুনিয়র ইঞ্জিনিয়ার (জেই), কেমিক্যাল অ্যান্ড মেটালার্জিক্যাল অ্যাসিস্ট্যান্ট (সিএমএ), জুনিয়র ইঞ্জিনিয়ার (আইটি) এবং ডিপো ম্যাটেরিয়াল সুপারিনটেনডেন্ট (ডিএমএস) এর মতো পদে আবেদন করতে হলে ইঞ্জিনিয়ারিং স্ট্রিমে তিন বছরের ডিপ্লোমা বা BE/B. Tech ডিগ্রি থাকতে হবে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

বয়সসীমা

উল্লেখিত পদে আবেদন করতে প্রার্থীর বয়স ১ জানুয়ারি, ২০২৪ সাল অনুসারে ১৮ থেকে ৩ বছরের মধ্যে হতে হবে।

আবেদন ফি

সাধারণ শ্রেনির প্রার্থীদের আবেদন ফি হিসেবে দিতে হবে ১৫০০ টাকা মতো। রিফান্ড হিসেবে ৪০০ টাকা পেয়ে যাবেন। এছাড়া SC, ST, প্রাক্তন কর্মী, মহিলা, রুপান্তরকামী, সংখ্যালঘু, ইবিসি প্রার্থীদের আবেদন ফি হিসেবে ২৫০ টাকা দিতে হবে। রিফান্ড হিসেবে পেয়ে যাবেন ২৫০ টাকা।

বাছাই প্রক্রিয়া

প্রার্থীদের বেশ কিছু ধাপের মধ্যে দিয়ে যেতে হবে। যেমন CBT Stage 1, CBT Stage 2, Document Verification, Medical Fitness Test, Final Merit List।

CBT Stage 1: সাধারণ বিষয়গুলিতে একাধিক পছন্দের প্রশ্ন সহ একটি স্ক্রিনিং পরীক্ষা।
CBT Stage 2: ইঞ্জিনিয়ারিং শৃঙ্খলা সম্পর্কিত প্রযুক্তিগত বিষয়গুলির উপর একটি পরীক্ষা হবে।
ডকুমেন্ট ভেরিফিকেশন: এডুকেশনাল সার্টিফিকেটের মতো যোগ্যতার নথি যাচাই হবে।
মেডিকেল ফিটনেস টেস্ট: আপনি প্রয়োজনীয় মেডিকেল টেস্ট করা হবে
এরপর চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ করা হবে।

আবেদন প্রক্রিয়া

১) আবেদনের জন্য প্রথমেই RRB ওয়েবসাইটে যেতে হবে।
২) এরপর নিজের অঞ্চল বেছে নিতে হবে।
৩) নিজের নাম, ইমেইল আইডি ও মোবাইল নম্বর দিয়ে নিজেকে রেজিস্টার করুন।
৪) রেজিস্টার করা নম্বর এবং পাসওয়ার্ড ব্যবহার করে লগ ইন করুন।
৫) আবেদন ফরম পূরণ করে পদ সিলেক্ট করুন।
৬) আবেদন ফি প্রদান করুন।
৭) আপনার আবেদন জমা দিন।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group