সৌভিক মুখার্জী, কলকাতা: আপনি কি সরকারি স্কুলে শিক্ষাকতার চাকরি করতে চান? তাও আবার যদি সেটি রেলওয়ে বিদ্যালয় হয়! সম্প্রতি পশ্চিমবঙ্গের বর্ধমান লোকোমোটিভ ওয়ার্কার্স পরিচালিত রেলওয়ে বিদ্যালয়ে প্রচুর শূন্যপদে পোস্ট গ্রাজুয়েট টিচার এবং প্রশিক্ষিত গ্রাজুয়েট টিচার পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। যেখানে ভারতীয় নাগরিক হলে পশ্চিমবঙ্গে যেকোন জেলা থেকেই আবেদন করা যাবে। সবথেকে বড় সুবিধা, এখানে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। কোনরকম লিখিত পরীক্ষা নেওয়া হবে না। তাই চাকরিপ্রার্থীদের জন্য হতে চলেছে এটি দারুণ সুযোগ।
কোন পদে কয়টি শূন্যপদ রয়েছে, শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, বয়স সীমা কত লাগবে, বেতন কাঠামো কত, কীভাবে নিয়োগ করা হবে, কীভাবে আবেদন করবেন, আবেদন করার শেষ তারিখ, ইত্যাদি তথ্যগুলি জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
পদ এবং শূন্যপদের বিবরণ | Railway School Recruitment 2025 |
অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী যেমনটা জানানো হয়েছে, এখানে পোস্ট গ্রাজুয়েট টিচার এবং প্রশিক্ষিত গ্রাজুয়েট টিচার পদে নিয়োগ করা হবে। শূন্যপদ সম্পর্কে যদি আলোচনা করি তাহলে এখানে মোট ৩৭টি শূন্যপদ পাওয়া যাচ্ছে, যেখানে প্রত্যেকটি বিভাগের জন্য আলাদা আলাদা শূন্য পদে রয়েছে। পোস্ট গ্রাজুয়েট পদে বাংলা, ইংরেজি, পদার্থবিদ্যা, রসায়ন, ইতিহাস, গণিত, কম্পিউটার ইত্যাদি বিষয়ভিত্তিক শিক্ষক নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা কী লাগবে?
অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী পোস্ট গ্রাজুয়েট টিচার পদে আবেদন করার জন্য চাকরিপ্রার্থীকে সংশ্লিষ্ট বিষয়ে মাস্টার্স ডিগ্রী অর্জন করতে হবে। পাশাপাশি বি.এড থাকা বাধ্যতামূলক। তবে প্রশিক্ষিত গ্রাজুয়েট টিচার পদে আবেদন করার জন্য সংশ্লিষ্ট বিষয়ে গ্রাজুয়েট ডিগ্রি অর্জন করতে হবে। পাশাপাশি বি.এড থাকতে হবে।
বয়স সীমা কত প্রয়োজন?
বিজ্ঞপ্তি অনুযায়ী যেমনটা জানা যাচ্ছে, এখানে সর্বনিম্ন ১৮ বছর থেকে সর্বোচ্চ ৬৮ বছর বয়সের প্রার্থীরা আবেদন করতে পারবে। তবে এক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের কোনরকম বয়সের ছাড় থাকবে না।
বেতন কাঠামো
যেহেতু এটি রেলওয়ের অধীনে সরকারি বিদ্যালয়ে চাকরি, তাই শুরুতেই দেওয়া হবে মোটা অঙ্কের বেতন। পোস্ট গ্রাজুয়েট টিচার পদে চাকরি পেলে প্রতি মাসে ২৭,৫০০/- টাকা বেতন দেওয়া হবে এবং প্রশিক্ষিত গ্রাজুয়েট টিচার পদে চাকরি পেলে প্রতি মাসে ২৬,২৫০/- টাকা বেতন দেওয়া হবে।
কীভাবে আবেদন করবেন?
যে সমস্ত চাকরিপ্রার্থীরা এখানে আবেদন করতে চান তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি, এখানে অফলাইন বা অনলাইন কোনভাবেই আবেদন করতে হবে না। সরাসরি ইন্টারভিউয়ের দিন সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট এবং সেগুলির জেরক্স কপি নিয়ে উপস্থিত থাকতে হবে। ডকুমেন্ট হিসেবে শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, বয়সের প্রমাণপত্র, পাসপোর্ট সাইজের রঙিন ছবি, আধার কার্ড বা ভোটার কার্ড নিলেই হবে।
গুরুত্বপূর্ণ তারিখ
অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী যেমনটা জানানো হয়েছে আগামী ৫ই এপ্রিল থেকে ১২ই এপ্রিল পর্যন্ত এখানে ইন্টারভিউ হবে। তাই যেকোনো একদিন প্রয়োজনীয় ডকুমেন্টগুলি নিয়ে ইন্টারভিউ দিতে যেতে হবে।
নিয়োগ কীভাবে করা হবে?
আগেই বলা হয়েছে এখানে কোনরকম লিখিত পরীক্ষা হবে না। বিজ্ঞপ্তি অনুযায়ী যেমনটা জানা যাচ্ছে, শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমেই প্রার্থীদেরকে নিয়োগ করা হবে।
অফিসিয়াল ওয়েবসাইট- Railway School Official Website
অফিসিয়াল বিজ্ঞপ্তি- Railway School Official Notification
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |